পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবান্নের পার্কিং লটের উদ্বোধন মমতার, চালু করলেন ভ্রাম্যমাণ ডেন্টাল ভ্যান ও অ্যাম্বুলেন্স - নবান্নে পার্কিং লট

Mamata Banerjee: নবান্নের পার্কিং লটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ পাশাপাশি এ দিন ভ্রাম্যমাণ ডেন্টাল ভ্যান ও অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন করেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 8:13 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি:নবান্ন থেকে মঙ্গলবার ভ্রাম্যমাণ ডেন্টাল ভ্যানের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে, রাজ্যের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদদের এমপি ল্যাডের টাকায় আট কোটি টাকা মূল্যের 25টি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন করেন তিনি ।

এ দিন নবান্নের পার্কিং লট থেকে এই অ্যাম্বুলেন্স ও ভ্রাম্যমাণ ডেন্টাল ভ্যানকে সবুজ সংকেত দেখান মমতা বন্দ্যোপাধ্যায় । যে দুটি ডেন্টাল ভ্যানের উদ্বোধন করা হয়েছে তার একটি দেওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজকে । অন্যটি দেওয়া হয়েছে বর্ধমান ডেন্টাল কলেজ ও হাসপাতালকে । এই দুটি ডেন্টাল ভ্যান কিনতে খরচ হয়েছে 1 কোটি 39 লক্ষ টাকা ।

এ দিন এই মঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এমপি ল্যাডের টাকায় রাজ্যে 23 হাজার গ্রামীণ রাস্তা তৈরি করতে 67 কোটি টাকা ব্যয় করা হয়েছে । ধাপে ধাপে এই কাজ হয়েছে ৷ প্রথমে 12 হাজার এবং পরে 11 হাজার রাস্তা তৈরি করা হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল সাংসদের কোটায় যে অর্থ তিনি খরচ করেছেন, সেগুলো মূলত জনগণের উন্নয়নেই ব্যবহৃত হয়েছে । এ দিন এই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকর্তাদের উদ্দেশে নির্দেশ দেন, উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলে আরও একবার 'সেফ ড্রাইভ সেভ লাইফ' এর ক্যাম্পেন শুরু করার জন্য ।

একইসঙ্গে, আগামিকাল ভাষা দিবস উপলক্ষে সমস্ত ভাষাভাষী এবং সমস্ত ধর্মাবলম্বী মানুষকে তাঁদের মাতৃভাষা দিবস উদযাপনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "সব ভাষাভাষী এবং সব ধর্মের মানুষের নিজের মাতৃভাষায় কথা বলার অধিকার রয়েছে । আমরা সমস্ত ভাষা এবং সমস্ত ধর্ম সম্প্রদায়কে নিয়ে চলার পক্ষে ।" এ দিন এই মঞ্চ থেকেই ভাষা শহীদদের স্মরণ করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায় । একইসঙ্গে বাংলাদেশের বাংলা ভাষাকে নিয়ে আন্দোলন এবং সেখানে এই ভাষা দিবস উদযাপন নিয়ে সে দেশের মানুষকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন:

  1. আধার কার্ড বাতিল ইস্যুতে পশ্চিমবঙ্গ নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়ে পাশে থাকার বার্তা মমতার
  2. পাগড়ি মাথার পুলিশ 'খালিস্তানি', বিজেপির মন্তব্যকে 'ঔদ্ধত্য' বলে নিন্দায় মমতা; ড্যামেজ কন্ট্রোলে শুভেন্দু
  3. 'মুখ্যমন্ত্রী না চাইলে শাহজাহান গ্রেফতার হবেন না', তীব্র আক্রমণ নওশাদের

ABOUT THE AUTHOR

...view details