পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোশাল মিডিয়ায় বিরোধীদের তুলনায় কেন পিছিয়ে পড়ছে তৃণমূল, দেবাংশুকে প্রশ্ন মমতার - TMC 21ST JULY MEGA RALLY - TMC 21ST JULY MEGA RALLY

Mamata Banerjee on TMC Social Media Team: দলের মেগা-শোয়ের আগে দলনেত্রীর প্রশ্নের মুখে পড়তে হল দেবাংশুকে। সোশাল মিডিয়ায় তৃণমূল কেন সিপিএম ও বিজেপির থেকে কেন পিছিয়ে পড়ছে সে কথাও জানতে চান মমতা ।

Mamata Banerjee on TMC Social Media Team
দলের নেতা-কর্মীদের সঙ্গে মমতা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 9:25 PM IST

কলকাতা, 20 জুলাই: সিপিএম এবং বিজেপির সোশাল মিডিয়া টিমের কুৎসা রুখতে তৃণমূল কী করছে! শনিবার মুখ্যমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের সোশাল মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি বিরোধীদের কাছে বারবার সোশাল মিডিয়ার লড়াইয়ে কেন পিছিয়ে পড়তে হচ্ছে সে কথাও দেবাংশুর কাছে জানতে চান মমতা। তখনই মমতাকে দেবাংশু জানান, দলীয় কর্মীদের মোবাইলে রিচার্জও তাঁরা করে দিতে পারছেন না ।

এদিন বিকেলের দিকে একুশে জুলাইয়ের সভার প্রস্তুতি দেখতে ধর্মতলায় আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানেই দলনেত্রী সঙ্গে সাক্ষাত করেন দেবাংশু। মুখ্যমন্ত্রীকে প্রণাম করার পর তিনি জানতে চান, সিপিএম ও বিজেপির সোশাল মিডিয়ায় কুৎসা করছে। তৃণমূলের সোশাল মিডিয়া টিম কী করছে? একইসঙ্গে সোশাল মিডিয়া টিমকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন মমতা।

দেবাংশুর দাবি, নেত্রীকে তিনি জানিয়েছেন, বিজেপি-সিপিএমের অনেক আর্থিক বল আছে । ওদের সঙ্গে ওখানেই তৃণমূল পেরে উঠছে না । দলীয় কর্মীদের একটা রিচার্জ পর্যন্ত করে দিতে পারছেন না তাঁরা। এরপর মমতা দেবাংশুকে বলেন, আগামিদিনে কীভাবে বিষয়টির মোকাবিলা করা যায়, তা দেখতে হবে।

এদিন ব্যক্তিগত আলাপচারিতায় তমলুকের ভোট প্রসঙ্গও উঠে আসে দু'জনের মধ্যে। দেবাংশু জানান, অনেক চেষ্টা করেছি তারপরেও পারেননি। এরপরই মুখ্যমন্ত্রীর সামনে কেঁদে ফেলেন দেবাংশু। মমতা বলেন, "আমি জানি ওরা সব কিনে নিয়েছিল, ওদের টাকা অনেক। তুই ভাল কাজ করেছিস। বিধানসভায় প্রতিশোধ নিতে হবে। এখন থেকেই প্রস্তুত হও।"

এদিন মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দেবাংশু জানিয়েছেন, দলনেত্রী সোশ্যাল মিডিয়ার টিমকে আরও শক্তিশালী করার কথা বলেছেন। একইসঙ্গে লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে তিনি যে চেষ্টা করেছেন তাও বলেছেন দলনেত্রী। পাশাপাশি এখন থেকেই বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন নেত্রী।

ABOUT THE AUTHOR

...view details