বিধাননগর, 14 সেপ্টেম্বর:রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে এবার থেকে মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষরাই কাজ করবেন ৷ সঙ্গে চিকিৎসক, জুনিয়র ডাক্তার, নার্সদের প্রতিনিধিরাও থাকবেন রোগী কল্যাণ সমিতিতে ৷ এতদিন সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হতেন, স্থানীয় সাংসদ, বিধায়ক ও জেলাশাসকরা ৷ সেই কাঠামো এবার ভেঙে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷
স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "আমি আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিচ্ছি ৷ শুধু আরজি কর নয়, সমস্ত হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হচ্ছে ৷ এবার থেকে রোগী কল্যাণ সমিতির মাথায় বসবেন হাসপাতালের প্রিন্সিপালরা ৷ তাঁরা ছাড়াও থাকবেন জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার ও নার্সদের প্রতিনিধি ৷ থাকবে পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিরা ৷ সবাইকে নিয়ে নয়া রোগী কল্যাণ সমিতি গঠন করা হবে ৷"