পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিধানসভা থেকে ‘দেশের লজ্জা’ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন মুখ্যমন্ত্রী - Mamata Demands PM Modi Resignation - MAMATA DEMANDS PM MODI RESIGNATION

Mamata Demands PM Modi's Resignation: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের লজ্জা বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্য়াগও দাবি করেছেন তিনি ৷

Mamata Demands PM Modi's Resignation
বিধানসভা থেকে ‘দেশের লজ্জা’ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন মুখ্যমন্ত্রী (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2024, 3:16 PM IST

Updated : Sep 3, 2024, 4:04 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: ধর্ষণ বিরোধী কড়া আইন তৈরিতে সোমবার বিল পাশ করল পশ্চিমবঙ্গ সরকার ৷ সেই বিল নিয়ে নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু তাই নয়, প্রধানমন্ত্রীকে তিনি দেশের লজ্জা বলেও কটাক্ষ করেছেন বিধানসভা থেকে ৷ প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও ইস্তফা দাবি করেছেন মমতা ৷

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার প্রেক্ষিতে ধর্ষণ বিরোধী আরও কড়া আইন তৈরি করতে চায় রাজ্য সরকার ৷ সেই কারণেই সোম ও মঙ্গলবার বিধানসভায় বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় ৷ মঙ্গলবার সেই অধিবেশনে পাশ হয় ‘অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল’জ অ্যামেন্ডমেন্ট) বিল 2024’ ৷

বিল পাশের আগে বিধায়করা আলোচনায় অংশ নেন ৷ সবশেষে নিজের বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই ভাষণের একেবারে শেষপর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কড়া আক্রমণ শানান মুখ্যমন্ত্রী ৷ ধর্ষণ বিরোধী আইন তৈরিতে প্রধানমন্ত্রী ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি ৷

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী করতে পারেনি বলেই আমরা করেছি ৷ প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা ৷ আপনি মেয়েদের সুরক্ষা দিতে পারেন না ৷ তাই আপনার পদত্যাগ দাবি করছি ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি ৷ বিজেপির মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি ৷ রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছেন, পদত্যাগ দাবি করছি ৷ বিরোধী দলনেতা গুলি চালানোর কথা বলেছেন ৷ ওঁরও পদত্যাগ দাবি করছি ৷’’

এ দিন ভাষণে কেন্দ্রকেও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, নারী নির্যাতনের বিচারের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরিতে পশ্চিমবঙ্গের স্থান তৃতীয় ৷ এই কোর্ট তৈরির টাকা 2013 সালের পর আর কেন্দ্রের থেকে আসেনি ৷ পাশাপাশি তিনি বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার কথা বলেন ৷

মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘উন্নাওয়ের কথা তো কেউ বলেন না ? আমি বলতে বাধ্য হলাম । ধর্ষিতার বাবাকে খুন । এই সেপ্টেম্বরেই হাথরাসের ঘটনা, দলিত মেয়ে । একের পর এক ঘটনা । এটা গ্লোরিফাই করার নয় । নির্যাতিতা বয়স্করা আছেন, শিশুও আছে ৷’’ তাঁর আরও দাবি, দেশে প্রতিদিন 90টি নারী নির্যাতনের ঘটনা ঘটে । মৃত্যুও হয় । বুলন্দশহরে, আগ্রায়, ওড়িশায় ঘটল৷ মহারাষ্ট্রের ঘটনায় দুই শিশু নির্যাতনের শিকার হয়েছে ৷ মুম্বই, কোলাপুর, অসমে গণধর্ষণের ঘটনা ঘয়েছে । মনিপুর, রাজস্থানে, যোধপুরেও নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে ৷ বিলকিস বানো ও সাক্ষী মালিকদের প্রসঙ্গ টেনেও কেন্দ্রকে বেঁধেন মমতা ৷

আরজি করের ঘটনার পর ধর্ষণ বিরোধী কড়া আইন তৈরির দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই প্রসঙ্গও এ দিন তোলেন তিনি ৷ প্রধানমন্ত্রী যে চিঠির জবাব দেননি, সেটাও জানান মমতা ৷ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ন্যায় সংহিতা তৈরিতে তাড়াহুড়ো করেছে কেন্দ্রীয় সরকার ৷

Last Updated : Sep 3, 2024, 4:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details