শিলিগুড়ি, 12 মার্চ: আচমকা মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে কাটছাঁট । বাতিল হল সিএএ-র বিরুদ্ধে শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিল ৷ ফুলবাড়িতে তাঁর সরকারি অনুষ্ঠান ও সভাও বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর । যদিও এর পিছনে কী কারণ রয়েছে তা জানা যায়নি ৷ এদিকে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর কর্মসূচি বাতিল হওয়ায় রাজনৈতিক মহলের পাশাপাশি প্রশাসনিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে ।
বুধবার সিএএ'র বিরুদ্ধে শিলিগুড়িতে মিছিলের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মাল্লাগুড়ি মোড় থেকে হাশমি চক পর্যন্ত মিছিল করার কথা ছিল মুখ্যমন্ত্রীর । তার আগে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে জলপাইগুড়ির চা বাগানের 500 জন শ্রমিক ও 422 জন আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারকে কাওয়াখালিতে সরকারের তরফে ফ্ল্যাট তুলে দেওয়ার কথা ছিল তাঁর । সেই অনুষ্ঠানের পর সভাও করতেন । কিন্তু রাতারাতি সেসব বাতিল করা হয় বলে প্রশাসন সূত্রে খবর ।
মঙ্গলবার রাতেই উত্তরকন্যায় আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই দুই কর্মসূচির বদলে উত্তরকন্যায় ছোট করে ওই সরকারি সভা করা হবে বলে জানা গিয়েছে । তারপর মুখ্যমন্ত্রী সরাসরি বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতা ফিরে যাবেন বলে জানা গিয়েছে । তবে ঠিক কী কারণে মুখ্যমন্ত্রীর কর্মসূচি বাতিল হল সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি । তবে উত্তরকন্যায় প্রতীকীভাবে চা বাগানের শ্রমিক ও কিছু পরিবারকে পাট্টা এবং ফ্ল্যাট তুলে দেবেন মুখ্যমন্ত্রী । তারপরেই কলকাতার উদ্দেশ্যে বিমান ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে । এই বিষয়ে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, "মুখ্যমন্ত্রীর সভা ও মিছিল দুটোই বাতিল হয়েছে । তার পরিবর্তে উত্তরকন্যায় প্রতীকীভাবে মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা তুলে দেবেন বলে এখনও পর্যন্ত ঠিক হয়েছে । তারপরে কলকাতায় ফিরে যাবেন তিনি ।"
আরও পড়ুন :
- চা বাগান শ্রমিকদের জন্য বড় ঘোষণা মমতার, 400-র বেশি পরিবারকে ফ্ল্যাট
- গ্রামে ঘুরে ঘুরে কাজ করা কর্মীদের ভাতা বৃদ্ধি করলেন মমতা, ঘোষণা প্রশাসনিক সভা থেকে