পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হকার উচ্ছেদ অভিযানের আবহে আজ ফের বৈঠকে মমতা - Hawker Eviction

Mamata Banerjee on Hawker Eviction: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই অ্যাকশন মুডে কলকাতা পুলিশ। বেআইনি হকারদের বিরুদ্ধে অভিযান চলেছে দক্ষিণের গড়িয়াহাট থেকে উত্তরের হাতিবাগানে । কলকাতা ছাড়াও বিভিন্ন জেলাতেও চলছে উচ্ছেদ অভিযান ৷ তা নিয়ে আজ ফের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী ৷

Hawker Eviction in Kolkata
হকার উচ্ছেদ নিয়ে মিটিংয়ে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 9:40 PM IST

Updated : Jun 27, 2024, 10:19 AM IST

কলকাতা, 27 জুন: পুরসভা নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে হকার উচ্ছেদের ছবি ধরা পড়ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পেয়ে তৎপর পুলিশ এবং পুরসভাগুলি । শহর ও শহরতলির বিভিন্ন প্রান্তে হকার উচ্ছেদ নিয়ে অ্যাকশনে প্রশাসন । তারই একাংশের অভিযোগ, আইন মেনে বসা হকারদেরও তুলে দিয়েছে প্রশাসন ৷ এমনই আবহে আরও একবার বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী ৷

আরেকদিক রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বিপুল সংখ্যক গরিব মানুষ হকারির মাধ্যমে জীবন-জীবিকা চালাতেন ৷ তাঁদের ভবিষ্যৎ কী ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন, তিনি কারও চাকরি যাওয়ার পক্ষে নন । বৃহস্পতিবার নবান্ন সভাঘরে ফের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী । একাংশের দাবি, এই প্রশ্নের উত্তর খুঁজতেই বৈঠকে বসছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷

এই বৈঠকে পুর ও নগর উন্নয়ন দফতরের আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে ৷ সেভাবেই হাজির থাকতে বলা হয়েছে প্রত্যেক জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদেরও । থাকবেন হকার সংগঠনের প্রতিনিধিরাও । বিভিন্ন জেলা থেকে জেলাশাসক এবং পুলিশ সুপাররা ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন বলে খবর । মহকুমা শাসক এবং বিডিওদেরও এই বৈঠকে ভার্চুয়ালি থাকতে বলা হয়েছে । মনে করা হচ্ছে, এই বৈঠক থেকেই উচ্ছেদ হওয়া হকারদের ভাগ্য নির্ধারণ করা হবে ।

পুরসভাগুলি নিয়ে বৈঠকের পর থেকেই হকারদের যে উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছে, তা নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আলোচনা শুরু হয়েছে । এই হকার উচ্ছেদ অভিযানকে একাংশ যেমন সমর্থন করেছে, তেমনই আরেকদল হকারদের রুটিরুজি হারানো নিয়ে প্রশ্ন তুলেছেন । উচ্ছেদ হয়ে যাওয়া হকারদের মধ্যে অনেককে পুলিসের পা ধরে কাঁদতেও দেখা গিয়েছে । বিরোধীদের কটাক্ষ, এসব নিয়ে সরকারের যাতে নেতিবাচক ভাবমূর্তি তৈরি না-হয়, সে কারণেই এই বৈঠক ।

তবে হকার উচ্ছেদ নিয়ে ইতিমধ্যেই সরকারকে কড়াবার্তা দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বৃহস্পতিবার থেকে উচ্ছেদ অভিযান বন্ধ করা না-হলে চরম পরিণতির হুঁশিয়ারি দেন তিনি ৷ একই সঙ্গে বুলডোজারের সামনে দাঁড়ানোর হুমকিও শোনা গিয়েছে বিজেপি বিধায়কের গলায় ৷

শহরজুড়ে হকার উচ্ছেদের বিরুদ্ধে এবার সরব বামেরা ৷ এই বিষয়ে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "এটা দুর্বলের উপর শাসকের অত্যাচার । দুর্বলকে বশে আনতেই বুলডোজার নামানো হয়েছে ।"

এই ইস্যুতে সিটুর পশ্চিমবঙ্গ কমিটি বিজ্ঞপ্তি জারি করে হকার উচ্ছেদ বন্ধের দাবি করেছে । শ্রমিক সংগঠনের রাজ্য সম্পাদক অনাদি কুমার সাহু ও সভাপতি সুভাষ মুখোপাধ্যায়দের কথায়, "কেন্দ্রীয় হকার্স আইন 2014-কে বাস্তবায়িত না করে রাজ্যে বেআইনিভাবে গায়ের জোরে যে হকার্স উচ্ছেদ শুরু হয়েছে তা বন্ধ করতে হবে । রাজ্যজুড়ে 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস দল প্রত্যক্ষ সরকারী মদতে প্রশাসনের নাকের ডগায় বেলাগাম তোলাবাজি সিন্ডিকেট রাজ কায়েম করছে ।"

Last Updated : Jun 27, 2024, 10:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details