পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট মিটতেই 11 জুন নবান্ন সভাঘরে পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী - Mamata Banerjee - MAMATA BANERJEE

Mamata Banerjee: লোকসভা নির্বাচন শেষ ৷ প্রশাসনের দায়িত্বও নির্বাচন কমিশনের হাত থেকে চলে এসেছে রাজ্য সরকারের কাছে ৷ তাই সরকারি কাজের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য 11 জুন নবান্ন সভাঘরে পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

Nabanna
নবান্ন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 4:05 PM IST

কলকাতা, 7 জুন: নির্বাচনের জন্য গত তিন চার মাস প্রশাসনিক কাজকর্ম একরকম থমকেই গিয়েছে । সামগ্রিকভাবে প্রশাসনের মাথায় রাজ্যের মুখ্যসচিব থাকলেও পুরোটাই নির্বাচন কমিশনের আওতায় ছিল । এবার লোকসভা নির্বাচন অতিবাহিত হতেই আরও একবার উন্নয়নের কর্মযজ্ঞে মনোনিবেশ করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নির্বাচনের জন্য গত তিন মাস উন্নয়নের কাজ কী অবস্থায় রয়েছে, তা পর্যালোচনা করতেই এবার বৈঠকের ডাক দিলেন তিনি ।

নবান্ন সূত্রে খবর, আগামী সপ্তাহটা রাজ্য প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কারণ লোকসভা নির্বাচন শেষ হতেই প্রশাসনের কাজে গতি আনতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী 11 জুন তিনি কলকাতায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন । নবান্নের পাশে থাকা নবান্ন সভাঘরে এই বৈঠক অনুষ্ঠিত হবে । এই গুরুত্বপূর্ণ বৈঠক থেকেই প্রশাসনিক সংস্কারমূলক বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হতে পারে ৷ বিকেল চারটেয় এই বৈঠক হবে । যে বৈঠকে সমস্ত দফতরের মন্ত্রী ও আমলাদের উপস্থিত থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী । এছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও আইজি-ডিআইজি পদমর্যাদার অফিসাররা ।

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, লোকসভা নির্বাচনের আগে সামগ্রিক প্রশাসনিক ক্যালেন্ডার মেনে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার ৷ নির্বাচন চলাকালীন এই প্রকল্প বা কর্মসূচিগুলির অগ্রগতি কতটা হয়েছে, সেই বিষয়ে খবরাখবর নিতে পারেন মুখ্যমন্ত্রী । একই সঙ্গে নির্বাচন চলাকালীন সামগ্রিকভাবে আইনশৃঙ্খলার গোটা বিষয়টি নির্বাচন কমিশনের হাতে ছিল । কিন্তু বৃহস্পতিবার আদর্শ আচরণবিধি সমাপ্ত হয়েছে ৷ এখন আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্যের ৷ তাই এই অবস্থায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই এই বৈঠক থেকে পুলিশ তথা প্রশাসনের কর্তা ব্যক্তিদের সতর্ক করতে পারেন মুখ্যমন্ত্রী ।

যতদূর জানা যাচ্ছে এই মুহূর্তে, রাজ্য সরকার চায় না কোনোভাবেই নতুন করে কোনও অস্ত্র বিরোধীদের হাতে তুলে দিতে ৷ তাই শহর থেকে জেলা সামগ্রিক পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, যাতে সামগ্রিকভাবে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা পর্যালোচনা করতেই এই বৈঠক বলে জানা যাচ্ছে ।

প্রথমদিকে রাজ্য প্রশাসনের তরফ থেকে যা খবর পাওয়া যাচ্ছিল, তাতে এই পর্যালোচনা বৈঠক হওয়ার কথা ছিল 12 জুন । কিন্তু মুখ্যমন্ত্রী সেটিকে একদিন এগিয়ে আনেন বলেই খবর । আগামিকাল অর্থাৎ শনিবার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ী সাংসদদের সঙ্গে নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী ৷ আগামিকাল দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেই এই বৈঠক অনুষ্ঠিত হবে । দলীয়ভাবে তৃণমূলের সাংসদদের সমস্ত দায়িত্ব তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই বৈঠক থেকেই বলে মনে করা হচ্ছে ।

একইভাবে আগামী 11 জুন প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিয়ে তিনি যে গতিতে পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে এগিয়ে চলছিল, সেই ধারা অব্যাহত রাখার বার্তা দিতে পারেন বলেই মনে করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details