কলকাতা, 11 জুন: তিন মাসের বেশি সময় ধরে লোকসভা ভোট হওয়ার ফলে উন্নয়ন থেকে শিল্প সব কাজই আটকে গিয়েছিল বাংলায় । লোকসভা ভোটে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে বিপুল জনমত এসেছে । ইতিমধ্যেই রাজ্যে নির্বাচনী বিধিও উঠে গিয়েছে ৷ ফলে প্রশাসনিক ও শিল্পের কাজে কালক্ষেপ না করে গতি আনতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ।
মঙ্গলবার তিনি রাজ্যের বিভিন্ন দফতরকে নিয়ে বৈঠক করেছেন । রাজ্যের মন্ত্রী থেকে আমলাদের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে নানা কাজ, যেগুলো নির্বাচনের কারণে আটকে ছিল বা কিছুটা গতিমন্থরতায় ভুগছিল, সেগুলোতে গতি আনার নির্দেশ দিয়েছেন । পাশাপাশি তাঁর নজর এবার শিল্পে। আগামিকাল, বৃহস্পতিবার আবার শিল্পপতিদের নিয়ে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । মূলত, বণিকমহলগুলি যেগুলি বাংলার উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের সঙ্গে বসছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।
এখনও পর্যন্ত নবান্ন সূত্র থেকে যতদূর জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিকেল চারটের সময় বণিকমহলের সঙ্গে এই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী । এই বৈঠকে রাজ্যের প্রথম সারির বণিকসভাগুলির পাশাপাশি, রাজ্যের প্রথম সারির শিল্পপতিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে । নবান্ন সভাঘরেই এই বৈঠক অনুষ্ঠিত হবে ।
মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে রাজ্যের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে আলোচনা হয়েছে । সেখানে যে বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল, সেগুলির কী অগ্রগতি সে সম্পর্কেও খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী । বৃহস্পতিবার বণিকমহলের সঙ্গে বৈঠক করে সেই বিনিয়োগগুলি যাতে সঠিকভাবে রাজ্যে হয়, তার জন্য দিশা নির্দেশ দিতে পারেন মমতা । ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে যাতে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়, তার জন্য পরিকাঠামো উন্নয়নের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে । সে ক্ষেত্রে শিল্পমহলের সঙ্গে আলোচনা করে নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কি না, সেটাই এখন দেখার ।