পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাইপুরের সভা থেকে সৌমিত্রকে আক্রমণ মমতার, পালটা দিলেন বিজেপির বিদায়ী সাংসদ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mamata takes Jibe at BJPs Saumitra: মমতার নিশানায় এবার বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ৷ বললেন, "তাঁর ফটোগুলো খুললে বিষ্ণুপুরের মানুষ বুঝে যাবে বিজেপি কতটা আদর্শবান দল ৷" পালটা আক্রমণ করলেন সৌমিত্র ৷

Mamata Banerjee slams Saumitra
সৌমিত্রকে আক্রমণ মমতার

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 6:51 AM IST

সৌমিত্রকে আক্রমণ মমতার

বাঁকুড়া, 8 এপ্রিল: ক্রমশ ঝাঁঝালো হয়ে উঠছে লোকসভা নির্বাচনের প্রচার ৷ উত্তরবঙ্গের সফর সেরে দক্ষিণবঙ্গে প্রচার শুরু করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সফর শুরু করেই কেন্দ্রীয় সরকার সর্বোপরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন তিনি ৷

সোমবার বাঁকুড়ার রাইপুরের জনসভা থেকে জেলারই আর এক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো ৷ নাম না-করে বিষ্ণুপুরের গেরুয়া প্রার্থী সৌমিত্র খাঁয়ের উদ্দেশ্য়ে তিনি বলেন, "বিষ্ণুপুরের প্রার্থী তাঁর কথা নাই বা বললাম ৷ জানি না তাঁর ডিভোর্স হয়েছে কি না ৷ তাঁর স্ত্রী এবারে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে ৷ তাঁর যদি ফটোগুলো আমি খুলি বিষ্ণুপুরের মানুষ বুঝে যাবে বিজেপি কতটা আদর্শবান দল ৷ তাঁর সব ছবি আমার কাছে রয়েছে ৷"

অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পালটা প্রতিক্রিয়া হিসেবে সৌমিত্র বলেন, "যদি দম থাকে আসল ছবিগুলো সামনে নিয়ে আসুন ৷ মানুষকে মিথ্যা বুজরুকি দেবেন না ৷ আপনার ভাইপো চোর সৌমিত্র খাঁ চোর নয় ৷"

2019 লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দেন সৌমিত্র ৷ পদ্মের টিকিটে লোকসভা নির্বাচনে লড়াই করেন ৷ জিতেও যান তিনি ৷ তারপর বয়ে গিয়েছে অনেক জল ৷ দলবদলের পর পাশে পেলেও পরে রাজনীতিতে তাঁর প্রতিপক্ষ হয়ে দাঁড়ান স্ত্রী সুজাতা মণ্ডল ৷ '24-এর লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরে আসনে এই সুজাতাকেই প্রার্থী করেছে তৃণমূল ৷ ভোটের দিন যত এগিয়ে আসছে ততই চড়ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে রাজনীতির পারদ। শাসক-বিরোধী যুযুধান দুই পক্ষের শেষ হাসিটা কে হাসে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে, আপাতত সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details