পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজয়া সম্মিলনীতে জনসংযোগে জোর, উপনির্বাচনের জন্য দলকে প্রস্তুত হওয়ার বার্তা মমতার - MAMATA BANERJEE

দুর্গাপুজো শেষ ৷ তাই এবার বিজয়া সম্মিলনীতে জনসংযোগের মাধ্যমে আসন্ন উপনির্বাচনের জন্য দলকে প্রস্তুত হওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV BHARAT
দলকে প্রস্তুত হওয়ার বার্তা মমতার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2024, 5:55 PM IST

কলকাতা, 15 অক্টোবর:সাধারণত উৎসবের মরশুমে তৃণমূল কংগ্রেস কোনও রাজনৈতিক কর্মসূচি রাখে না । বরাবর এটাই ট্র্যাডিশন ৷ জনসংযোগ এবং নিজের এলাকায় উৎসবে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না-ঘটে তা দেখতেই সক্রিয় থাকেন দলের ছোট, বড় এবং মাঝারি নেতারা । দুর্গাপুজো থেকে কালীপুজোর উৎসবের মরশুমের একটা অংশ ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গিয়েছে । এখনও লক্ষ্মীপুজো ও কালীপুজো বাকি । এই অবস্থায় আসন্ন উপনির্বাচনের কথা মাথায় রেখে দলকে জনসংযোগ কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

একইসঙ্গে নিজের এলাকায় যেখানে বিশেষ করে বন্যা হয়নি, সেখানে বিজয়া সম্মিলনীকে সামনে রেখে মানুষের কাছে যাওয়ার নির্দেশ দিল দল । বিজয়া সম্মিলনীকে সামনে রেখে জনসংযোগ এ বারই কিন্তু প্রথম নয় । গত কয়েক বছর ধরেই দলের জনসংযোগ কর্মসূচিতে বাড়তি গুরুত্ব পেয়েছে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানগুলি । তৃণমূল সূত্রে খবর, এই অনুষ্ঠানগুলি থেকে সরাসরি মানুষের দরজায় গিয়ে সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তাঁদের মতামত সংগ্রহের নির্দেশ দলকে দেওয়া হয়েছে । একইসঙ্গে দলের পদক্ষেপের বিষয়েও প্রচারের কথা বলা হয়েছে ।

দলের এক শীর্ষ নেতার কথায়, বিজয়ার পর থেকেই গত কয়েকদিন ধরে কালীঘাটে দলনেত্রীর বাড়িতে বিভিন্ন জেলা থেকে নেতা মন্ত্রীরা আসছেন দলনেত্রীকে বিজয়ার প্রণাম করতে । বিশেষ করে যেখানে বন্যা পরিস্থিতি রয়েছে, সেখানে দলীয় নেতৃত্বকে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী নির্দেশ দিয়েছেন মানুষের সুবিধা অসুবিধাগুলি দেখতে । একসঙ্গে বিজয়া সম্মিলনীগুলিতে দলকে নির্দেশ দেওয়া হয়েছে দলের থেকে মুখ ফিরিয়ে নেওয়া পুরনো নেতাদের বাড়তি গুরুত্ব দিতে । প্রয়োজনে তাঁদের সংবর্ধনাও দেওয়া যেতে পারে বলে বলা হয়েছে ।

এখানেই শেষ নয়, লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পর সামনে বিধানসভার উপনির্বাচন রয়েছে । সম্প্রতি বসিরহাটের সাংসদ প্রয়াত হয়েছেন । সেই আসনেও ভোট হওয়ার কথা খুব শীঘ্রই । দলকে আর কাল বিলম্ব না-করে এই জায়গাগুলোতে সক্রিয় হওয়ার কথা বলেছেন নেত্রী । ইতিমধ্যেই দুর্গাপুজো মিটে গিয়েছে, মমতার নির্দেশে, এই সময় দল এমন কর্মসূচি নেবে, যার ফলে একাধারে জনসংযোগ এবং রাজনৈতিক কর্মসূচি উভয়ই একসঙ্গে চলবে ।

এদিকে, আরজি করের ঘটনা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি যেভাবে সরকারের সমালোচনা করছে, সেখানে দলীয় নেতাদের বিভিন্ন পদক্ষেপ ও কাজকর্ম নিয়ে মানুষকে অবগত করতে বলা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details