কলকাতা, 8 ফেব্রুয়ারি: আগে একশো দিনের কর্মীদের টাকা দেওয়ার জন্য কেন্দ্রকে 7 দিন সময় দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র এই নিয়ে উচ্চবাচ্য না-করায় অবশেষে নিজেই 21 লক্ষ একশো দিনের কর্মীর বকেয়া মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার কেন্দ্রকে আবাস যোজনায় 11 লক্ষ যোগ্য মানুষের বাড়ি দেওয়ার জন্য এপ্রিল মাস পর্যন্ত সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণা ওই সময় পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। এরপর কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ না-নিলে নিজেই গরিব মানুষের বাড়ির জন্য টাকার বন্দোবস্ত করবেন।
প্রসঙ্গত, এদিন বাজেট ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি একথা জানিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাজেটে আবাস যোজনার জন্য আলাদা করে ভাবা হয়েছে। তবে বর্তমানে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নেয় তা একবার দেখে নিতে চাইছেন তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় টাকা পাঠাচ্ছে কি না, তা দেখার জন্য আর এক মাস অপেক্ষা করব। তারপরও যদি টাকা না-আসে তাহলে রাজ্য সরকারের তরফ থেকে মে মাসের 1 তারিখ থেকে আবাস যোজনার জন্য টাকা দেওয়া হবে। তিনি বলেন, "এই 11 লক্ষ উপভোক্তা সকলেই বৈধ। ঝাড়াই-বাছাইয়ের পথ প্রকৃত যাদের বাড়ির প্রয়োজন তারাই রয়েছে এই তালিকার। এমনকী কেন্দ্রীয় সরকার প্রতিনিধি দল পাঠিয়ে এদের যাচাইও করে গিয়েছে। এরপরও টাকা দেওয়ার কথা ঘোষণা করেও টাকা দেয়নি তারা।"
মুখ্যমন্ত্রীর অভিযোগ শুধু আবাস যোজনা নয়। রাজ্যের বিজেপি নেতাদের কারণে সব প্রকল্পেরই টাকা আটকে দিচ্ছে কেন্দ্র। ভোটে জিততে না-পেরে রাজ্যের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের চেষ্টা করছে তারা। প্রসঙ্গত, ইতিমধ্যেই একশো দিনের কাজ রাস্তা তৈরির ক্ষেত্রে কেন্দ্রের মুখাপেক্ষী না-থেকে নিজের প্রকল্প তৈরি করে মানুষকে পরিষেবা দেওয়ার পথে হাঁটছে রাজ্য। একইভাবে এবার মুখ্যমন্ত্রীর যা ইঙ্গিত তাতে আগামিদিনে আবাস যোজনাতেও রাজ্য একই পথ অনুসরণ করে কি না, সেটাই এখন দেখার।
আরও পড়ুন:
- বিধানসভায় ফের মুখ্যমন্ত্রীকে 'চোর চোর' স্লোগান বিজেপির, অসৌজন্য বলছে তৃণমূল
- 100 দিনের প্রকল্পের কায়দায় রাজ্য আনছে কর্মশ্রী, মৎস্যজীবীদের জন্য আসছে সমুদ্রসাথী
- ভোটের মুখে বাজেটে বাড়ল লক্ষ্মীর ভান্ডার-ডিএ, তীব্র বিক্ষোভে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী