পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুরু হবে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা', নিশ্ছিদ্র নিরাপত্তা চেয়ে মমতাকে চিঠি খাড়গের

Bharat Jodo Nyay Yatra: ভারত জোড়ো ন্যায় যাত্রার নিরাপত্তা সুনিশ্চিত করার অনুরোধ জানিয়ে মমতাকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেতা রাহুল ও খাড়গে

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 6:30 PM IST

Updated : Jan 27, 2024, 7:06 PM IST

কলকাতা, 27 জানুয়ারি:কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় গণ্ডগোলের আশঙ্কা প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ আগামিকাল উত্তরবঙ্গ থেকে সেই যাত্রা শুরু হবে ৷ তার আগে এই যাত্রায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার সাংসদ ৷ তাই শনিবার তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়ে চিঠি লেখেন ৷ এই চিঠিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানিয়েছেন, রাহুল গান্ধি পশ্চিমবঙ্গে যাতে সুষ্ঠুভাবে তাঁর যাত্রা চালিয়ে যেতে পারেন ৷

রাহুলের এই যাত্রা অসম হয়ে গত 25 জানুয়ারি বৃহস্পতিবার সকালে কোচবিহারের বক্সিরহাট সীমান্ত দিয়ে বাংলায় প্রবেশ করেছে ৷ তবে 25 তারিখেই এই যাত্রা সাময়িক স্থগিত হয়ে যায় ৷ রাহুল গান্ধি-সহ কংগ্রেসের অন্য নেতৃত্বরা দিল্লি চলে আসেন ৷ আগামিকাল, 28 জানুয়ারি ফের শুরু হচ্ছে ভোরত জোড়ো ন্যায় যাত্রা ৷ জলপাইগুড়ি হয়ে শিলিগুড়িতে পৌঁছবে 'ন্যায় যাত্রা' পৌঁছবে ৷

চিঠিতে কংগ্রেস সভাপতি লিখেছেন, "ভারতের জাতীয় কংগ্রেস ন্যায়বিচারের বার্তা ছড়িয়ে দিতে এবং দেশকে ঐক্যবদ্ধ করতে মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত ভারত জোড়া ন্যায় যাত্রা শুরু করেছে ৷ রাহুল গান্ধি এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন ৷" চিঠিতে অশীতীপর কংগ্রেস নেতা উল্লেখ করেন, প্রতিবেশী দেশেও ভারত জোড়ো ন্যায় যাত্রাকে নিশানা করা হয়েছিল ৷ যদিও রাজনৈতিক কারণে এই নিশানা করা হয় ৷

এরপরেই পশ্চিমবঙ্গে ফের গোলমালের আশঙ্কা প্রকাশ করে খাড়গে লেখেন, "আগামী কয়েক দিনে এই যাত্রা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যাবে ৷ আমায় সতর্ক করা হয়েছে, আপনার রাজ্যে কয়েকজন দুষ্কৃতী ফের ভারত জোড় ন্যায় যাত্রায় সমস্যা তৈরি করতে পারে ৷ তবে আমি নিশ্চিত নই যে, এই কাজ আপনার সরকারকে কালিমালিপ্ত করার জন্য হতে পারে অথবা এই যাত্রায় বিঘ্ন ঘটানোর জন্যও হতে পারে ৷"

এরপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন, "আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ নির্দেশ দিন, যাতে এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে ৷ রাহুল গান্ধি-সহ এই যাত্রায় অংশগ্রহণকারীরা যেন নিরাপদে যেতে পারে ৷ আমি জানি, রাহুল গান্ধি ও তাঁর পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো ৷ আশা করি, আপনি নিশ্চয়ই প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবেন ৷"

আরও পড়ুন:

  1. ন্যায় যাত্রায় মমতাকে ফের আমন্ত্রণ কংগ্রেসের, থারুরের মতে 'ইন্ডিয়া'তেই আছে তৃণমূল
  2. একই দিনে উত্তরবঙ্গে মমতা-রাহুলের সভা, ভারত জোড়ো ন্যায়যাত্রার অনুমতি নিয়ে বাড়ছে সংশয়
Last Updated : Jan 27, 2024, 7:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details