মালদা, 12 মার্চ:বিজেপির গড় বলে পরিচিত উত্তর মালদা লোকসভা কেন্দ্র ৷ প্রচারে নেমেই গেরুয়া গড় ও ঘর দুই ধুলিসাৎ করে দেওয়ার হুংকার শোনা গেল উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় গলায় ৷ প্রতিপক্ষ বিজেপি কয়েকদিন বেশি সময় হাতে পেয়েছে ৷ গেরুয়া ঝান্ডা চলে গিয়েছে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত ৷ তাই আর দেরি করা যায় না ৷ সোমবার রাতে মালদায় পা রেখেই মঙ্গলবার থেকে প্রচারে নেমে পড়লেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন পুরাতন মালদা শহর এলাকা থেকে প্রচার শুরু করেন তিনি ৷ সঙ্গে ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ-সহ একাধিক কাউন্সিলর ৷ তবে প্রথম দিন নবরঞ্জন সিনহা ছাড়া বড়সড় স্থানীয় কোনও তৃণমূল নেতাকে প্রচারে দেখা যায়নি ৷
ঊনিশের নির্বাচনে মালদার বরিন্দ এলাকার চারটি ব্লকে বিশাল মার্জিনে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷ এই চারটি ব্লকের মধ্যে রয়েছে তিনটি বিধানসভা কেন্দ্র৷ মালদা, হবিবপুর ও গাজোল ৷ গত লোকসভা নির্বাচনে পুরাতন মালদা শহর থেকেও বেশ ভালো মার্জিনে এগিয়ে ছিল গেরুয়া শিবির ৷ নিজে পুলিশ সুপার থাকাকালীনও এই তিন কেন্দ্রে ঘাসফুলের পরাজয় দেখেছেন প্রসূন ৷ তাই জেলায় পা দিয়েই তাঁর নজরে এই তিন বিধানসভা কেন্দ্র ৷ এ দিন সেকথা স্বীকারও করে নেন তিনি ৷ কিন্তু একসময় তিনি এই জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব খুব কাছ থেকে দেখেছেন ৷ খুব ভালো করেই জানেন, এই দ্বন্দ্ব মেটাতে না পারলে তাঁকে হারাতে বিরোধীদের কোনও প্রয়োজন নেই ৷ দলের লোকজনই যথেষ্ট ৷ তাই প্রথম থেকেই এ নিয়ে সতর্ক তিনি ৷