কলকাতা, 30 এপ্রিল: ছাদনাতলা নেই। নেই বিয়ের আসরও। তবু কলকাতার দক্ষিণে 'মালা বদল হবে !' সম্প্রতি দক্ষিণ কলকাতার বিভিন্ন অলিগলি থেকে বড় রাস্তার বিভিন্ন দেওয়াল, চায়ের দোকান থেকে বাজার এলাকা লাল পোস্টারে লেখা একটাই লাইন, 'মালা বদল হবে'। আচমকা এমন পোস্টার দেখলে মনে হতেই পারে সিনেমার টিজার। মনে হতে পারে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর কোনও কমিটির থিমের টিজার। তবে গোটা দেওয়াল লিখনের দিকে তাকালে সেই ধারনা ঘুচবে অচিরেই।
দেওয়াল লিখন অনুযায়ী এই প্রচার আদতে সিপিএমের। দক্ষিণ কলকাতার তৃণমূলের বিদায়ী সাংসদ মালা রায় ৷ তিনি এবারে ফের তৃণমূলে প্রার্থী। সেই মালা রায়ের পরিবর্তন করার আবেদন জানিয়েই অভিনব এই টিজার দক্ষিণ কলকাতা জুড়ে ভরিয়ে দিয়েছে সিপিএম। পোষ্টার থেকে দেওয়াল লিখন এক বাক্যেই বাজিমাত।
2015 সালে কলকাতা তথা গোটা রাজ্যে ছেয়ে গিয়েছিল একটি পুজো কমিটির টিজারে। সেখানে লেখা ছিল, "সব থেকে বড় দুর্গা"। সেই টিজার মানুষের মনে দাগ কেটেছিল। দর্শকদের ভিড়ের চাপে পুজো ভালোভাবে শুরুর আগেই পুলিশ প্রশাসনের তরফে বন্ধ করতে হয়েছিল মণ্ডপ। পরবর্তী সময় একটি সিমেন্ট কোম্পানির টিজারও বেশ জনপ্রিয় হয়েছিল। সেখানে বলা হয়েছিল, "আমার তো সিটিং হয়ে গিয়েছে, আর আপনার ?" এই টিজার বহু মানুষের মুখে ঘুরেছে দীর্ঘদিন।