পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও শুরু হল না দুই বাংলার ট্রেন পরিষেবা - Maitree Express Cancel

Kolkata-Dhaka Train Cancel: বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হলেও স্বাভাবিক হল না দুই বাংলার মধ্যে ট্রেন পরিষেবা ৷ 14 অগস্টও বাতিল করা হয়েছে দুই দেশের মধ্য়ে চলা মৈত্রী এক্সপ্রেস ৷

MAITREE EXPRESS
বাতিল মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস পরিষেবা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 13, 2024, 9:52 AM IST

কলকাতা, 13 অগস্ট:ফের বাতিল মৈত্রী এক্সপ্রেস ৷ বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হলেও স্বাভাবিক হল না দুই বাংলার মধ্যে ট্রেন পরিষেবা ৷ আগমিকাল অর্থাৎ 14 অগস্ট বাতিল করা হয়েছে মৈত্রী এক্সপ্রেস ৷ যাত্রীদের সমস্যা এড়াতে ইতিমধ্যেই পূর্ব রেলের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে ৷ যাত্রীদের টিকিট মূল্য ফেরত দেওয়া হবে বলে রেলের তরফে জানানো হয়েছে ৷

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামিকাল, অর্থাৎ বুধবার 13108 কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস চলবে না ৷ 13110 ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসও বন্ধ বাতিল করা হয়েছে ৷ বাংলাদেশ রেলওয়ের অনুরোধেই এই ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে ৷ তবে পুনরায় পরিষেবা কবে চালু হবে, সেই ব্যাপারে এখনও কিছুই রেলের তরফে জানানো হয়নি ৷

রেল সূত্রে খবর, তবে প্রতিবারের মতো এবারও টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে। শর্তসাপেক্ষে টিকিট মূল্য যাত্রীদের ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷ কলকাতা স্টেশন ও ফেয়ারলি প্লেসের পূর্ব রেলের টিকিট কাউন্টার থেকে অর্থ ফেরত পাবেন যাত্রীরা ৷

যাত্রীরা কীভাবে ফেরত পাবেন টিকিট মূল্য:

  • কলকাতার বিশেষ কয়েকটি টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের ক্ষেত্রেই অর্থ ফেরত পাবেন যাত্রীরা ।
  • টিকিট হারিয়ে গেলে টাকা ফেরত পাবেন না।
  • বিদেশি পর্যটকদের ক্ষেত্রে কাউন্টারে পিআরএসের সময়ের মধ্যেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। টিডিআর ইস্যু করা হবে না ৷

প্রসঙ্গত বাংলাদেশের সমস্যা শুরু হওয়ার পর থেকেই বাতিল করা হচ্ছে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস পরিষেবা ৷ দুই পড়শি দেশের মধ্যে মূলত চিকিৎসা, পড়াশোনা পর্যটন এবং অন্যান্য কারণে এই ট্রেনগুলোর চাহিদা থাকে তুঙ্গে। তাই স্বাভাবিকভাবেই এই ট্রেন পরিষেবা বাতিল থাকায় সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের ৷

এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ৷ দুই বাংলার মধ্যে আমদানি ও রফতানি শুরু হয়েছে । চালু হয়েছে বাস পরিষেবাও। তবুও এখনও দুই দেশের মধ্যে ট্রেন পরিষেবা চালু হয়নি। কবে এই পরিষেবা আবার স্বাভাবিক হবে, সেই বিষয়ও এখনও রেলের তরফে কিছু জানানো হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details