কলকাতা, 13 অগস্ট:ফের বাতিল মৈত্রী এক্সপ্রেস ৷ বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হলেও স্বাভাবিক হল না দুই বাংলার মধ্যে ট্রেন পরিষেবা ৷ আগমিকাল অর্থাৎ 14 অগস্ট বাতিল করা হয়েছে মৈত্রী এক্সপ্রেস ৷ যাত্রীদের সমস্যা এড়াতে ইতিমধ্যেই পূর্ব রেলের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে ৷ যাত্রীদের টিকিট মূল্য ফেরত দেওয়া হবে বলে রেলের তরফে জানানো হয়েছে ৷
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামিকাল, অর্থাৎ বুধবার 13108 কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস চলবে না ৷ 13110 ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসও বন্ধ বাতিল করা হয়েছে ৷ বাংলাদেশ রেলওয়ের অনুরোধেই এই ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে ৷ তবে পুনরায় পরিষেবা কবে চালু হবে, সেই ব্যাপারে এখনও কিছুই রেলের তরফে জানানো হয়নি ৷
রেল সূত্রে খবর, তবে প্রতিবারের মতো এবারও টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে। শর্তসাপেক্ষে টিকিট মূল্য যাত্রীদের ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷ কলকাতা স্টেশন ও ফেয়ারলি প্লেসের পূর্ব রেলের টিকিট কাউন্টার থেকে অর্থ ফেরত পাবেন যাত্রীরা ৷