ভাটপাড়া, 18 নভেম্বর: ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউ খুনের মূল অভিযুক্ত সুজল প্রসাদ ও তার সাগরেদ সানি দাসকে গ্রেফতার করল পুলিশ । ঘটনার ছ'দিনের মাথায় বর্ধমান স্টেশন থেকে এদের হাতেনাতে ধরে ব্যারাকপুর কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল । পুলিশ সূত্রে খবর, ধৃত সুজল এবং সানি, এই দু'জনই তৃণমূল নেতা অশোক সাউকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল । ঘটনার পর দু'জনই বিহারে গা ঢাকা দিয়েছিল । বিপদ বুঝে সেখান থেকে অন্যত্র পালিয়ে যাওয়ার ছক কষেছিল সুজল ও সানি ।
এর আগে তৃণমূল নেতা খুনে কাউসার আলি এবং সুজল পাসোয়ান নামে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছিল ব্যারাকপুর কমিশনারেট । ফলে, খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার । যদিও, এই খুনে পাঁচ জনের যুক্ত থাকার দাবি করেছে পুলিশ । এফআইআরে নাম থাকা বাকিদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে । এদিন ধৃত চারজনকেই ব্যারাকপুরের পুলিশ কমিশনারের অফিসে নিয়ে আসা হয় ।সেখানে প্রত্যেককেই মুখোমুখি বসিয়ে এক প্রস্থ জিজ্ঞাসাবাদ করেন কমিশনারেটের শীর্ষকর্তারা ।
পরে, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, "ধৃত সুজল প্রসাদ এবং সানি দাস দু'জনেরই বাড়ি ভাটপাড়ার কলাবাগান এলাকায় । সুজলের দাদা আকাশ প্রসাদের খুনের বদলা নিতেই এই খুন বলে জানতে পেরেছি আমরা । খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র নিয়ে এরা ভাটপাড়ায় গোপন ডেরায় লুকিয়ে ছিল । এরপর বিহারে পালিয়ে যায় । সেখানে গা ঢাকা দেওয়ার পর বুঝতে পারে তাদের পিছনে পুলিশের টিম ঘোরাফেরা করছে । সে কারণে ধরা পড়ার ভয়ে বিহার থেকে অন্যত্র পালিয়ে যাওয়ার ছক কষছিল । সেই খবর পেয়ে তদন্তকারী দল সক্রিয় হয়ে ওঠে তাদের ধরতে । এরপর সুজল ও সানিকে বর্ধমান রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয় ।"