কলকাতা, 10 ফেব্রুয়ারি:এ বছরের, অর্থাৎ2025-এর মাধ্য়মিক পরীক্ষা শুরু হল আজ থেকে। সকল পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র খুলে যাচ্ছে সোমবার সকাল সাড়ে 9টা থেকে। পরীক্ষা শুরু হবে 10টা 45 মিনিট থেকে। শেষ হবে বেলা 2টো নাগাদ। কেন্দ্রে মোবাইল মিললেই সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে এবছরের মতো, জানিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ৷
এই বছর রাজ্যের মাধ্যমিক (Madhyamik Exam 2025) পরীক্ষার্থীর সংখ্যা 9 লক্ষ 84 হাজার 753 জন, যা গতবারের থেকে 60 হাজার বেশি। এর মধ্যে ছাত্রদের সংখ্যা 4 লক্ষ 28 হাজার 803 এবং ছাত্রীদের সংখ্যা 5 লক্ষ 55 হাজার 95 জন।
তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে 181 জন ছাত্রছাত্রী শেষ মুহূর্তে অ্যাডমিট কার্ডের জন্য আবেদন করেছিলেন, যাদের মধ্যে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছেন 141 জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2 হাজার 683টি। মাধ্যমিক পরীক্ষা শেষ হবে আগামী 22 ফেব্রুয়ারি। এই বছর প্রশ্ন ফাঁস রুখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি মালদা জেলায় রয়েছে কড়া নজরদারি। সেখানে দু'জন করে অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার থাকছেন।
প্রথমদিন প্রবেশের সময় সকাল 9টা 30 মিনিট থাকলেও, পরীক্ষার পরের দিনগুলি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সকাল 10টা। পরীক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ পরিবহণ ব্যবস্থা। মধ্যশিক্ষা পর্ষদের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। তবে, এবার বেশ কড়া পদক্ষেপ করেছে পর্ষদ। পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ড, পেন ছাড়া আর কিছু নিয়ে প্রবেশ করতে পারবে না। যদি পেনের স্পাউচ, বোর্ড বা জলের বোতল নিয়ে যায়, তবে সেটা সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে। না-হলে প্রবেশের বাধা দেওয়া হবে। স্কুলের 500 মিটারের মধ্যে বিকাল 5টা পর্যন্ত বন্ধ থাকবে ফটোকপির দোকান। এছাড়াও, প্রতিটি স্কুলে রয়েছে সিসিটিভি। কোনও অভিভাবক পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশের অনুমতি পাবেন না।