পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'আমার রক্তে রাজনীতি, অসুবিধা হবে না', প্রতিক্রিয়া বাগদার তৃণমূল প্রার্থী মতুয়া কন্যার - BAGDAH ASSEMBLY BYE ELECTION 2024 - BAGDAH ASSEMBLY BYE ELECTION 2024

Bagdah Assembly Bye Election 2024: বাগদা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকায় চমক তৃণমূলের ৷ এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে ৷ মতুয়ারা তাঁর সঙ্গে থাকবেন, জানালেন আত্মবিশ্বাসী

Assembly Bye Election 2024
বাগদা বিধানসভা উপনির্বাচন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 4:21 PM IST

Updated : Jun 14, 2024, 5:14 PM IST

বনগাঁ, 14 জুন: লোকসভা ভোটের ফলাফলে তৃণমূল বনগাঁর অন্তর্গত বাগদা বিধানসভায় পরাজিত হয়েছে ৷ মতুয়া অধ্যুষিত বাগদায় আধিপত্য যে বিজেপির, এর আগের বিধানসভা ভোটেই তার প্রমাণ মিলেছিল ৷ সেবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস ৷ যিনি এখন তৃণমূল কংগ্রেসে ৷ এবার এই বাগদা ফিরে পেতে তৃণমূল মতুয়া বাড়ির শরণাপন্ন হয়েছে ৷ শুক্রবার বাগদা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসাবে মধুপর্ণা ঠাকুরের নাম ঘোষণা করল শাসকদল ৷ প্রার্থী মধুপর্ণা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের ছোট মেয়ে ৷

বাগদা বিধানসভা উপনির্বাচন (নিজস্ব ভিডিয়ো)

মধুপর্ণা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সহ-সংঘাধিপতিও ৷ তিনি সক্রিয়ভাবে রাজনীতি না করলেও মা মমতাবালা ঠাকুরের সঙ্গে মতুয়া আন্দোলনে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে ৷ তৃণমূল প্রার্থী হয়ে মধুপর্ণা জানান, তিনি রাজনীতিতে আসবেন এখনই এমন কোনও ভাবনা ছিল না ৷ হঠাৎ এদিন তিনি জানতে পারেন বাগদা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস তাঁকেই প্রার্থী করেছে ৷ এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন মধুপর্ণা ৷

বিধানসভায় প্রার্থী হিসেবে রাজনীতির ময়দানে প্রথম পা মধুপর্ণার ৷ স্বাভাবিকভাবে তাঁর মধ্যে কিছুটা ভয়ও কাজ করলেও অন্যদিকে আত্মবিশ্বাসী ঠাকুর পরিবারের মেয়ে ৷ তাঁর বক্তব্য, "আমার রক্তে রাজনীতি রয়েছে ৷ ঠাকুরদা পিআর ঠাকুর রাজনীতি করতেন ৷ মা মমতা ঠাকুর রাজ্যসভার সাংসদ ৷ তাই অসুবিধা হবে না ৷"

মতুয়ারা তাঁর সঙ্গে থাকবেন বলেও আশাবাদী মধুপর্ণা ঠাকুর ৷ লোকসভা নির্বাচনে বাগদা বিধানসভায় যে 20 হাজারের বেশি ভোটে তৃণমূলের হার হয়েছে, সেটা তিনি কাটিয়ে উঠতে পারবেন ৷ এই কেন্দ্রে তিনি জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান ৷ বাগদার প্রার্থী আরও বলেন, "মা যেমন মানুষের জন্য কাজ করছেন, আমিও তেমনই কাজ করব ৷ ভোটে জিতে মতুয়াদের উন্নয়ন করব।"

অন্যদিকে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর জানান, তাঁর মেয়েকে প্রার্থী করা হবে, তা তিনি জানতেন না ৷ সকালে ফোনে খবর পান ৷ মেয়েকে প্রার্থী করায় তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ৷ মমতা বালা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের কাজ করার সুযোগ দিয়েছেন ৷ বাগদার মতুয়া এবং তৃণমূল কর্মীদের দাবি ছিল মতুয়াদের মধ্যে থেকে কাউকে প্রার্থী করা হোক ৷ মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবি রেখেছেন ৷"

মমতা ঠাকুরের বিশ্বাস বাগদায় তাঁরাই জয়ী হবেন ৷ প্রসঙ্গত, 2021 সালে বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে জয়ী হন বিশ্বজিৎ দাস ৷ পরে বিজেপি বিধায়ক বিশ্বজিৎ তৃণমূলে ফিরে যান ৷ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল বনগাঁ লোকসভায় বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছিল ৷ তাই তিনি বিধায়ক পদে ইস্তফা দেন । তিনি পদত্যাগ করায় বাগদা বিধানসভায় উপনির্বাচন হচ্ছে ৷

Last Updated : Jun 14, 2024, 5:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details