শ্রীরামপুর, 5 জুলাই: মাহেশের জগন্নাথদেবের নবযৌবন উপলক্ষে আজ বিশেষ আয়োজন করা হল শ্রীরামপুর মন্দিরে । পুরীর জগন্নাথ দেবের 12 বছর অন্তর হয় নবকলেবর ৷ আর শ্রীরামপুরে স্নানযাত্রার 13 দিন পর নবযৌবনে ভক্তদের দর্শন দেন মহাপ্রভু । এমনটাই কথিত রয়েছে ৷ সেই উপলক্ষে শুক্রবার নবযৌবন উৎসবে রাজবেশে সাজানো হল জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে ।
জগন্নাথদেবকে এদিন প্রথামতো রুপোর হাত পরানো হয় ও সোনার অলঙ্কারে সাজানো হয় । এই নবযৌবন উৎসবের এক বিশেষ মাহাত্ম্য হল জগন্নাথের এই হাত । নবযৌবন উৎসবের দিন জগন্নাথদেবের শরীরে হাত লাগানো হয় । ভক্তদের বিশ্বাস, এই দিন জগন্নাথদেব রাজবেশে থেকে সমস্ত ভক্তদের দু'হাত ভরে আশীর্বাদ করেন । এই একটি দিনই জগন্নাথ দেবের শরীরে হাত দেখতে পাওয়া যায় ।
মাহেশের নবযৌবন উৎসবের তোরজোড় শুরু হয়ে গিয়েছিল আজ সকাল থেকেই । ভোর সাড়ে 4টে নাগাদ মন্দিরের মূল ফটক-সহ গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হয় ভক্তদের জন্য । এদিন 56 রকম পদের ভোগের আয়োজন করা হয় । সকাল থেকেই বিশেষ পুজো ও হোম যজ্ঞ চলে । কথিত রয়েছে, জগন্নাথদেব এই দিন জ্বর থেকে সেরে উঠে মহানন্দে থাকেন । দীর্ঘ 13 দিন মন্দিরের মধ্যে নিভৃত বাসায় থাকার পর, আজই প্রথম মহাপ্রভুকে দর্শনের জন্য মন্দিরের দরজা খোলা হয় ।
রবিবার মূল রথযাত্রা উৎসব । কথিত রয়েছে, এই নবযৌবন উৎসবের পরেই জগন্নাথদেব রথে চড়ে ঘুরতে বের হবেন তাঁর মাসির বাড়িতে । মন্দিরের সেবাইত তমাল অধিকারী বলেন, "আজকের দিনেই মহাপ্রভুর চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, এই সমস্ত কিছু সম্পন্ন হয় । প্রভু জ্বর থেকে উঠে আজ প্রথম ভক্তদের সামনে দেখা দেন । বলা চলে, রথের আগে আজকের দিনেই যাগযজ্ঞ করে মহাপ্রভুর প্রাণ প্রতিষ্ঠা সবকিছুই করা হয় । জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রাজবেশ পরানো হয় । রুপোর হাত রথযাত্রা পর্যন্ত ও উলটো রথেও লাগানো হয় । জগন্নাথদেব তাঁর নিজের হাত দিয়েই ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন আজকের দিনে ।"