মমতার পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন খাড়া করলেন দিলীপ দুর্গাপুর, 26 মার্চ: আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের ৷ এবার একেবারে বাংলার মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়েই প্রশ্ন খাড়া করলেন তিনি ৷ মঙ্গলবার সকালে দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে প্রাত:ভ্রমণ করেন দিলীপ ঘোষ ৷ এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি ৷ দিলীপ বলেন, "দিদি গোয়াতে গিয়ে বলেন, আমি গোয়ার মেয়ে, ত্রিপুরাতে গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে । আসলে উনি আগে বাপ তো ঠিক করুন । যার তার মেয়ে হওয়া ঠিক নয় ।" তবে বিজেপি নেতার এ হেন মন্তব্যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল ৷
দুর্গাপুরে এই বিতর্কিত মন্তব্য দিয়েই এবারের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ । এ দিন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর নিশানায় ছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদও ৷ দিলীপের কথায়, "কীর্তি আজাদ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার । তাঁকে আমি সম্মান করি । তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন । কিন্তু বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কতটুকু চেনেন তিনি ? ভাতার, মন্তেশ্বর এগুলো কি উনি চেনেন ?"
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আরও বলেন,"কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহা দুজনেই কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন । তিনি (কীর্তি আজাদ) যে দিদির হাত ধরে এসেছেন, তাঁর পা টলছে । তাঁকে বাড়ির লোকেরাই ধাক্কা মেরে ফেলে দেয় । বাংলার লোক কখন ধাক্কা মারবেন উনি বুঝতেই পারবেন না । বিহার ও উত্তরপ্রদেশ থেকে বাংলা নিজের ভাইপোকে চায়।"
মেদিনীপুরের বদলে এবার গেরুয়া শিবির বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে দিলীপ ঘোষকে ৷ তিনি দুর্গাপুরে দাঁড়িয়ে এ দিন বলেন,"আগে এখানকার মানুষ আমাকে আশীর্বাদ তো করুক ৷ তারপর না হয় আমি আমার ভোটার কার্ড এখানেই পরিবর্তন করে নিয়ে আসব। " সন্দেশখালির বিজেপি প্রার্থীকে পছন্দ নয় সেখানকার মহিলাদের ৷ এই নিয়ে দিলীপের মন্তব্য, "সন্দেশখালিতে বুদ্ধিজীবীরা যাননি । সেখানে মা-বোনদের উপর অকথ্য অত্যাচার-নির্যাতন হয়েছে । তাই সেখানকার মা-বোনেদের প্রতীক হিসাবে রেখা পাত্রকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে বিজেপি ।"
আরও পড়ুন:
- বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে লড়বেন দিলীপ ঘোষ, ঘোষণা হতেই উচ্ছ্বাস বিজেপি কর্মীদের
- 'আমার বোলিংয়ের ভয়ে এখনও প্রার্থী দেয়নি বিরোধীরা', সাইকেলে খোশমেজাজে প্রচার কীর্তি আজাদের
- রেখা পাত্রকে প্রার্থী হিসেবে না-পসন্দ! বিরোধিতায় পথে সন্দেশখালির মহিলারা