পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিক্ষিপ্ত অশান্তি ! মোটের উপর শান্তিপূর্ণ ষষ্ঠ দফার নির্বাচন, জানাল নির্বাচন কমিশন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Sixth Phase lok sabha Election Update in West Bengal
বঙ্গে ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনের আপডেট

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 7:03 AM IST

Updated : May 25, 2024, 7:34 PM IST

19:20 May 25

সবচেয়ে বেশিবার বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ও হিরণ চট্টোপাধ্যায় ৷ ভোট শেষের আগেই দেবকে নিয়ে জয়ের উল্লাসে মাতলেন তৃণমূল সমর্থকরা ৷ গড়বেতায় ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি প্রার্থী প্রণত টুডুর নিরাপত্তারক্ষীর ৷ এভাবেই বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে কাটল লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা ৷

  • কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে ৷ যদিও মোটের উপর ষষ্ঠ দফার নির্বাচন শান্তিপূর্ণ ৷ জানিয়ে দিল নির্বাচন কমিশন ৷

18:52 May 25

বিজেপি প্রার্থী ডাঃ প্রণত টুডুর সুস্থতা কামনা করলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কালীপদ সরেন । শনিবার বিকেলে সারাদিন ধরে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে বুথে ঘোরার পর রিল্যাক্স মুডে ঝাড়গ্রাম শহরের কেকেআর স্কুল সংলগ্ন একটি চা দোকানে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চা খেতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে । তখন তিনি বলেন,"জঙ্গলমহল জুড়ে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে ।" জয়ের ব্যাপারে 100 শতাংশ নিশ্চিত তিনি । গড়বেতায় বিজেপি প্রার্থীর উপর হামলার ঘটনায় তাঁর বক্তব্য,"ওখানে মহিলাদের উপর অশ্লীল আচরণ করেছে তারা । তারপরে এলাকার মানুষজন উত্তেজিত হয়ে এই ঘটনা ঘটিয়েছে । উনি যদি আহত হয়ে থাকেন ওনার দ্রুত সুস্থতা কামনা করি ।"

17:58 May 25

শেষের পথে ষষ্ঠ দফা লোকসভা নির্বাচন ৷ আজ ভোট হচ্ছে বঙ্গের আটটি কেন্দ্রে ৷ নজর রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, মেদিনীপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্রে ৷ নির্বাচনের সমস্ত আপডেট পেতে চোখ রাখুন ইটিভি ভারতে ৷

  • ষষ্ঠ দফার ভোট শেষের আগেই দলীয় প্রার্থী দেবকে নিয়ে আবির খেললেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ জয়ের ব্যাপারে আশাবাদী বলেই এই সব করেছেন কর্মী-সমর্থকরা, বললেন দেব ৷

17:35 May 25

  • বিকেল 5টা পর্যন্ত মোট ভোট পড়েছে 77.99 শতাংশ ৷ এর মধ্যে বাঁকুড়ায় 76.79 %, বিষ্ণুপুরে 81.47 %, ঘাটালে 78.92 %, ঝাড়গ্রামে 79.68 %, কাঁথিতে 75.66 %, মেদিনীপুরে 77.57 %, পুরুলিয়ায় 74.09 % ও তমলুকে 79.79 % ৷ এখনও পর্যন্ত ভোটদানে এগিয়ে রয়েছে বিষ্ণুপুর, পিছিয়ে পুরুলিয়া

16:35 May 25

দলীয় কর্মীর বাড়িতে ধরনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়
  • ময়নার বৃন্দাবনচক গ্রামে বিজেপির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপির বুথ কনভেনার গৌতম গুরুকে সকাল থেকেই নজরবন্দি করেছে পুলিশ । খবর পেয়ে তাঁর বাড়িতে এসে পুলিশের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন ৷ তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর বাড়ির সামনে ধরনায় বসে পড়েন ।
  • দুপুর তিনটে নাগাদ 71% ভোট ঘাটালে তবে তাতে খুশি নন হিরণ চট্টোপাধ্যায় । তাঁর দাবি, বিকেল চারটে নাগাদ ভোট প্রায় শেষের মুখে ৷ এখনও 15% ভোট হওয়া বাকি ছিল । আমরা এখনও খতিয়ে দেখিনি তবে কেশপুরের অনেকগুলো বুথেই আমরা রি-পোলের দাবি করব ৷

15:38 May 25

চলছে ষষ্ঠ দফা লোকসভা নির্বাচন ৷ আজ ভোট হচ্ছে বঙ্গের আটটি কেন্দ্রে ৷ নজর রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, মেদিনীপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্রে ৷ নির্বাচনের সমস্ত আপডেট পেতে চোখ রাখুন ইটিভি ভারতে ৷

দুপুর 3টে পর্যন্ত মোট ভোট পড়েছে 70.19 শতাংশ ৷ বাঁকুড়া 67.41%, বিষ্ণুপুর 73.55 %, ঘাটাল 71.34 %, ঝাড়গ্রাম 72.26 %, কাঁথি 71.36 %, মেদিনীপুর 67.91 %, পুরুলিয়া 66.06 % ও তমলুক 71.63 % ৷ ভোটদানে এগিয়ে বিষ্ণুপুর, পিছিয়ে পুরুলিয়া ৷

14:42 May 25

বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ইট ছোড়ার মুহূর্তের ছবি

গড়বেতায় ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়ি লক্ষ্য করে ইট ৷ প্রার্থীর নিরাপত্তারক্ষীর মাথা ফাটল ৷ একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত ৷ নিরাপত্তারক্ষীরা ইটবৃষ্টি থেকে পালিয়ে বাঁচেন ৷ রিপোর্ট চাওয়ার পাশাপাশি খবর পেয়ে গড়বেতায় অতিরিক্ত বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিল কমিশন

13:48 May 25

  • পানীয় জলের দাবিতে গ্রামবাসীদের ব্যাপক বিক্ষোভের পর বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের নিরাপত্তা বাড়ানো হলো। আরো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হলো তাঁর নিরাপত্তায়।
  • মেদিনীপুর লোকসভার দাঁতন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সবরা গ্রামের হাইস্কুলে বিজেপি বুথ কর্মীকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ পুলিশে খবর দেওয়া হলে তারা এসে দুষ্কৃতীদের সরিয়ে দিয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের ফের মারধর করে । সেই ঘটনার খবর পেয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল আসতেই তাঁকে ঘিরে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূলের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা ৷ পালটা হুঁশিয়ারি দেয় তারা, পুলিশ সরে যাক তারপর আমরা বুঝে নেব ৷

13:34 May 25

দুপুর 1টা পর্যন্ত মোট ভোট পড়েছে 54.80 শতাংশ৷ তার মধ্যে বাঁকুড়ায় 54.21 %, বিষ্ণুপুরে 58.64 %, ঘাটালে 57.31 %, ঝাড়গ্রামে 56.95 %, কাঁথিতে 51.66 %, মেদিনীপুরে 51.57 %, পুরুলিয়ায় 50.34 % ও তমলুকে 57.64 ৷ এখনও পর্যন্ত ভোটদানে এগিয়ে রয়েছে বিষ্ণুপুর, পিছিয়ে পুরুলিয়া

13:12 May 25

  • 126 জালিমান্দা ডেবরায় কেন্দ্রীয়বাহিনীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ৷
  • রাস্তায় আগুন জ্বালিয়ে চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে আটকানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় পুলিশের নিস্ক্রিয় থাকার অভিযোগ । কেশপুর ব্লকের 5 নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতি শেখ হাসানুর জামানের নেতৃত্বে এই ঘটনা ঘটে বলে বিজেপির অভিযোগ ৷
  • হিরণ নিজেই এই সন্ত্রাসের জন্য দায়ী । কাল সারারাত কেশপুরে ঘুরে টাকা বিলিয়েছে হিরণ । ভোটের দিন চাঞ্চল্যকর অভিযোগ করলেন দেব ।

12:58 May 25

  • বাঁকুড়া লোকসভা কেন্দ্রের শালতোর বিধানসভার ঝঙ্কা বুথে বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷ পানীয় জলের দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে ৷ পালটা বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ৷ গ্রামবাসীরা চেঁচিয়ে বলে, "পাঁচ বছরে আপনি কী করেছেন ? বেরিয়ে যান এখান থেকে ৷"

12:19 May 25

খড়গপুরে ভোট দিতে এলেন দুর্গাপুর-বর্ধমানের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

দেবাংশু ভট্টাচার্যের ফেসবুকে করা ছাপ্পা ভোটের অভিযোগ নস্যাৎ করে দিল নির্বাচন কমিশন ৷ নির্বাচন কমিশন জানাল, কোনও ছাপ্পা হচ্ছে না । ভিভিপ্যাট খারাপ হয়েছিল সেটাই তখন চেঞ্জ করা হয়েছে । নন্দীগ্রামের 210 নম্বর বুথের ঘটনা ৷

তমলুক লোকসভার অন্তর্গত মহিষাদল বিধানসভার 218 নম্বর বুথের সিপিএম পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল সেক্টর অফিসার ও প্রিসাইডিং অফিসার ৷ এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন তমলুক লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী তথা বিশিষ্ট আইনজীবী কমরেড সায়ন বন্দ্যোপাধ্যায় ৷ তিনি উক্ত বুথে গিয়ে প্রিসাইডিং অফিসার ও সেক্টর অফিসারকে ধমক দিয়ে সিপিএম-এর পোলিং এজেন্টকে বুথে বসিয়ে দিয়ে আসেন ।

12:10 May 25

  • নির্বাচন চলাকালীন হঠাৎই কাঁথি লোকসভা কেন্দ্রের পটাশপুর মঙ্গল চকে উত্তেজনা । কেন্দ্রীয় বাহিনীর অস্ত্র কেড়ে নেওয়ার অভিযোগ সাধারণ গ্রামবাসীদের বিরুদ্ধে । পটাশপুরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয়বাহিনী । গ্রামবাসীদের অভিযোগ, কেন্দ্রীয়বাহিনী বিজেপি নেতাদের বাইকে করে ঘুরছে । এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন ৷
  • কেশিয়াড়িতে অগ্নিমিত্রা পালকে ঘিরে বিক্ষোভ ৷
  • ঘাটালে হিরণের গাড়ির সামনে বিক্ষোভের ঘটনায়ও রিপোর্ট তলব করেছে কমিশন ৷

11:36 May 25

ভোটের দিন খোশমেজাজে শুভেন্দু অধিকারী
  • বেলা 11টা পর্যন্ত মোট ভোট পড়েছে 36.88 শতাংশ ৷ এর মধ্যে বাঁকুড়ায় 35.84 %, বিষ্ণুপুরে 37.98 %, ঘাটালে 39.21 %, ঝাড়গ্রামে 38.24 %, কাঁথি 38.03 %, মেদিনীপুর 34.41 %, পুরুলিয়া 33.16 % ও তমলুক 38.05 % ৷ এখনও পর্যন্তএগিয়ে রয়েছে ঘাটালপিছিয়ে পুরুলিয়া

11:01 May 25

ভোট দিয়ে বেরনোর মুহূর্তে শুভেন্দু অধিকারী

নন্দনায়কবার 79 নং বুথে ভোট দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

10:53 May 25

স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন মানসরঞ্জন ভূঁইয়া
  • সবংয়ে সস্ত্রীক ভোট দিলেন মানসরঞ্জন ভুঁইয়া ৷
  • কেশপুরে সিপিএমের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভা কেন্দ্রের 2 নং অঞ্চলের 29 নং খেতুয়া বুথে । পাশাপশি খেতুয়া পার্টি অফিসে বাইরে থেকে তালা মেরে দেওয়ার অভিযোগ । ভিতরে আটকে রয়েছেন 4 জন এজেন্ট । তাঁরা যেতে পারছেন না পোলিং বুথে । পুলিশকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ ।

09:54 May 25

ভোটের দিন সাংবাদিকদের মুখোমুখি ঘাটালের তৃণমূল প্রার্থী দেব
  • মনের পছন্দের প্রার্থীকে ভোট দিন ৷ তবে বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা দিন ৷ কারণ 2019-এর তুলনায় ভোটিং পার্সেন্টেজ অনেক কমে গিয়েছে ৷ ঘাটাল লোকসভা কেন্দ্রের সকল দলের প্রার্থীদের শুভেচ্ছা ৷ আজ হিরণকে নিয়ে কিছু বলতে চাই না ৷ ভোটের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব
  • আনন্দপুর শোলডিহাতে তৃণমূলের জমায়েত সরাতে গিয়ে রাজ্য পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷
  • নন্দীগ্রাম 29 বুথ বাবুখান বাড়, বুথে ভোট দিতে যাওয়ার পথে রাস্তায় ধরে মারধর বিজেপি সমর্থিত ভোটারদের মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনায় গুরুতর আহত 2 জন নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি । এলাকায় উত্তেজনা ।
  • বিজেপি প্রার্থী হিরণকে ঘিরে ঘাটালের আনন্দপুর খেড়ুয়াবালিতে গ্রামবাসীদের বিক্ষোভ ৷ বন্দেমাতরম ও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ শ্লোগান দিয়ে লাঠি হাতে হিরণের গাড়ির দিকে তেড়ে গেলেন স্থানীয় বাসিন্দারা ৷

09:28 May 25

হিরণের গাড়ির সামনে বিক্ষোভ
  • সকাল 9টা পর্যন্ত মোট ভোট পড়েছে 16.54 শতাংশ ৷ এর মধ্যে বাঁকুড়া 17.69 %, বিষ্ণুপুর 18.56 %, পুরুলিয়া 12.38 %, ঘাটাল 18.27 %, ঝাড়গ্রাম 16.22 %, কাঁথি 15.45 %, মেদিনীপুর 14.58 %, তমলুক 19.07 % ৷ এখনও পর্যন্ত ভোটদানে এগিয়ে তমলুক
  • নন্দীগ্রামে দীনবন্ধুপুর স্পেশাল প্রাথমিক স্কুলের 36 নং বুথে বিজেপির লোক দাঁড়িয়ে থেকে ভোট করাচ্ছে বলে তৃণমূলের অভিযোগ
  • হিন্দু দেবদেবীর ছবি পুজো করে কাজে লাগল কেন্দ্রীয়বাহিনী ৷ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনামুখী বিধানসভার উচ্চ বিদ্যালয় বাঁশডাঙা উচ্চ বিদ্যালয় দেখা গেল এই ছবি ৷ বিদ্যালয়ে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই বিদ্যালয় প্রাঙ্গণেই বিভিন্ন হিন্দু দেব-দেবী ছবি ধূপ এবং পুজোর বিভিন্ন সামগ্রী দেখে তারপরেই তারা কাজে যোগ দিয়েছেন । ক্যামেরার সামনে কেউ প্রশ্ন না তুললেও এতে বিশেষ সম্প্রদায়ের ভোটাররা প্রভাবিত হতে পারেন বলেও অভিযোগ উঠছে ।
  • খড়গপুর গ্রামীণ কিসমত আংগুয়ায় অগ্নিমিত্রা পলের কনভয় আটকাল পুলিশ৷ খড়গপুর গ্রামীণ অন্তর্গত এই এলাকায় গাড়ি আটকে প্রয়োজনীয় নথি চায় পুলিশ ৷ দেখানো সত্ত্বেও বচসা ৷ অগ্নিমিত্রার গাড়ি যেতে দিলেও স্থানীয় তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখায় ৷ ঘটনার জেরে চরম উত্তেজনা তৈরি হয়েছে ৷
  • সবং ব্লকের 6নং চাউলকুড়ি অঞ্চলের 109 এড়াল বুথে বিজেপির পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । আহত ব্যক্তি সবং হাসপাতালে চিকিৎসাধীন ।

08:57 May 25

  • বাঁকুড়ার লোকপুর উচ্চ বিদ্যালয়ে সস্ত্রীক ভোট দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার । ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভোট । তবে দু-এক জায়গায় রাজ্য পুলিশ কোনও সহযোগিতা করছে না ।"
  • "সারারাত ধরে আনন্দপুর ও কেশপুরে ঘুরে বেরিয়েছি ৷ কোথাও কোনও কেন্দ্রীয়বাহিনী দেখতে পাইনি ৷" ভোটের দিন সকালে বেরিয়ে এমনটাই বললেন ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায় ৷
  • ঘাটাল লোকসভায় আনন্দপুরে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ হিরণের ৷
  • মেদিনীপুর লোকসভার মেদিনীপুর কেডি কলেজের ইভিএম মেশিনে কালি লাগানোর অভিযোগ জুনের ৷ কমিশনে অভিযোগ জানাবেন বলে জানালেন তৃণমূল প্রার্থী ৷
  • শালবনী বিধানসভার মহিষলোট এলাকায় বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয়বাহিনীর বিরুদ্ধে ৷ দাবি তৃণমূলের ৷

08:02 May 25

বাঁকুড়া জেলা ওয়েব কাস্টিং সেন্টারে ভোটের দিনে ব্যস্ততা
  • "মানুষ উন্নয়ন ও শান্তির পক্ষে ভোট দেবে আমরা এক থেকে দেড় লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করছি ।" শনিবার সকাল সকাল লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বললেন মন্ত্রী বীরবাহা হাঁসদা । এদিন সকালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ঝাড়গ্রাম বিধানসভার জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের অফিসের 169 নম্বর বুথে সাধারণ মানুষের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেন মন্ত্রী ।
  • লালগড় থানার বেলাটিকরিতে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে জানালো মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর । মৃতের নাম উত্তম মাহাত । পেশায় লরি চালক । এই ঘটনায় পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানান, গতকাল থেকে নিখোঁজ ছিল উত্তম । শনিবার সকালে দেহ উদ্ধার হয়েছে । মাথায় আঘাত আছে । এই ঘটনায় রাজনৈতিক কোনও যোগ নেই । মৃতের বাড়ি লালগড় থানার বেলাটিকরি অঞ্চলের কুরকুট শোলে । কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে মদের আসরে বচসার জেরে এই খুন বলে অনুমান ৷ মৃত উত্তম মাহাতর দাদা জানিয়েছেন তাঁর ভাইয়ের মৃত্যুর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই ।
  • কেশপুর ও নন্দীগ্রামে বিশেষ নজরদারি চালাচ্ছে কমিশন

07:34 May 25

  • তৃণমূলের প্রতীক লাগিয়ে বুথ ক্যাম্পাসে যুব সহ সভাপতি । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের রঘুনাথপুর 194 নম্বর মডেল বুথে । যদিও ক্যামেরার সামনে তিনি নিজের ভুল স্বীকার করেছেন ৷
  • বড়জোড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখোপাধ্যায় বড়জোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে 62 নং বুথে নিজের ভোটদান কেন্দ্রে ভোট দিতে গেলে কেন্দ্রীয়বাহিনীর জওয়ানরা তাঁকে আটকে দিয়ে লাইনে দাঁড়াতে বলেন । এরপরে তার মোবাইলগুলি বাইরে রাখতে বলেন । এর জেরে ক্ষুব্ধ হন বড়জোড়ার তৃণমূল বিধায়ক ৷
  • ঘাটাল লোকসভার কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভায় শুক্রবার সারারাত ধরে খেতুয়া সিপিআইএম পার্টি অফিসের সামনে তৃণমূলের গুণ্ডাবাহিনী তাণ্ডব চালায় এবং কর্মীদেরকে ধমকায় বলে অভিযোগ ৷ কিছু না করতে পেরে মাঝরাতে সিপিআইএম পার্টি অফিসের মেনগেটে তালা লাগিয়ে পালিয়ে যায় খবর ৷ পোলিং এজেন্টদের আটকে রেখেছে বলে জানা গিয়েছে ।

07:22 May 25

বড়জোড়া স্কুলের বুথে ইটিভি ভারতের প্রতিনিধি
  • শান্তিপূর্ণভাবেই ভোট শুরু হয়েছে বাঁকুড়ায় ৷ বড়জোড়া হাইস্কুলে সকাল সকাল ভোটারদের লম্বা লাইন ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বেশি পড়বে বলেই সকাল সকাল ভোট দিতে এসেছেন মহিলারা ৷ তাঁদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গিয়েছে ৷
  • মহিষাদলে তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন ৷

06:15 May 25

  • ভোট শুরুর আগের রাতে তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে খুনের অভিযোগ মহিষাদলে ৷ অভিযোগের তির বিজেপির দিকে ৷
Last Updated : May 25, 2024, 7:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details