বিজেপির অভিযোগ, প্রাক্তন সাংসদের গাড়ি আটকে কার্যত বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সাঁইথিয়া, 15 এপ্রিল: বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভের অভিযোগ উঠেছে। এমনকী, তাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধেও গ্রামবাসীদের তাড়া করার অভিযোগ তুলল বিজেপি ৷ যদিও, বিক্ষোভ নয়, প্রচারের সময় গ্রামবাসীরা তাঁদের দাবি জানাচ্ছিলেন বলে সংবাদ মাধ্যমকে জানান অভিনেত্রী প্রার্থী৷ 'শতাব্দীর প্রচারে বিক্ষোভ হয়েছে বলে রটানো হচ্ছে', এই অভিযোগ তুলে গাড়ি থেকে নেমে পড়েন ক্ষুব্ধ শতাব্দী রায়। একাংশ সাংবাদিকের 'বিক্ষোভ' প্রশ্নের বিরুদ্ধে সরব হন তিনি ৷
এই প্রসঙ্গে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর বলেন, "এর আগেও বেশ কয়েকবার উনি (শতাব্দী রায়) বিক্ষোভের মুখে পড়েছিলেন ৷ মানুষজনের অনেক ক্ষোভ রয়েছে। বিশেষ করে আবাস যোজনার বাড়ি, জল, রাস্তা পায়নি অনেকেই ৷ সেগুলোই বলে ফেলছেন তাঁরা ৷ সেই সময়কালে সঠিকভাবে টাকা খরচ করতে পারেননি। তাই অনেক মানুষের পরিষেবার অভাব থেকে গিয়েছে।"
উল্লেখ্য, অনুব্রতহীন বীরভূম লোকসভায় চতুর্থবার প্রার্থী হয়েছেন অভিনেত্রী শতাব্দী রায়। চতুর্থ দফায় নির্বাচন এই লোকসভায় ৷ যদিও, প্রথম থেকেই প্রচারে জোর দিয়েছেন অভিনেত্রী ৷ এদিন সাঁইথিয়ার বাতাসপুরে প্রচারে যান তিনি ৷ সেই সময় গ্রামের মানুষজন তাঁর গাড়ির কাছে এগিয়ে আসেন ৷ এলাকার জল, রাস্তার সমস্যার কথা জানান। বিজেপির অভিযোগ, প্রাক্তন সাংসদের গাড়ি আটকে কার্যত বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সাংবাদিকদের 'বিক্ষোভ' প্রশ্নে সরব হন তৃণমূল প্রার্থী। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন ক্ষুব্ধ শতাব্দী রায়। তিনি বলেন, "বিক্ষোভ নয়, আবেদন করেছেন গ্রামবাসীরা ৷ গাড়ি আটকে বিক্ষোভ বলে রটাচ্ছেন কেন? ভ্রান্ত জিনিস ছড়াবেন না৷" এরপরেই গ্রামবাসীদের উদ্দেশে শতাব্দী রায় জিজ্ঞাসা করেন, "আপনারা কি আমাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, নাকি আবেদন করছেন?" এর তৃণমূল প্রার্থীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলেন গ্রামবাসীরা। তারাও সাংবাদিকদের সামনেই জানান, বিক্ষোভ নয়, আবেদন জানানো হয়েছে ৷
আরও পড়ুন:
- 'জিতব আমরা', নিজের লেখা-গাওয়া থিম সং প্রকাশ শতাব্দীর
- অনুব্রতহীন বীরভূমে ভোটে জিততে রিপোর্ট কার্ডই ভরসা শতাব্দীর
- খেলা হবেই, মানুষ ভোট বাক্সে এজেন্সির জবাব দেবে; ইটিভি ভারতের একান্ত সাক্ষাৎকারে শতাব্দী