পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে উত্তেজনা জলপাইগুড়িতে, 'ভোট শান্তিপূর্ণ' মত পুলিশ পর্যবেক্ষকের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

BJP-TMC Clash: ফের উত্তেজনা ছড়ালো ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার তিলেশ্বরী হাইস্কুলে । বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে দেখতে পেয়েই তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ জানান ওই এলাকার বিজেপি কর্মী সমর্থকরা।

BJP-TMC Clash
BJP-TMC Clash

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 7:11 PM IST

Updated : Apr 19, 2024, 8:55 PM IST

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক টিকে রাও ।

জলপাইগুড়ি, 19 এপ্রিল: ফের উত্তেজনা জলপাইগুড়িতে ৷ এবার উত্তেজনা ছড়ালো ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার তিলেশ্বরী হাইস্কুলে । এদিন ওই স্কুলে যান বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ৷ তাঁকে দেখতে পেয়েই তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ জানান ওই এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির অভিযোগ, স্থানীয় কাউন্সিলার মুন্না প্রসাদ ও তার অনুগামীরা বুথের ভিতর ঢুকে ভোটারদের প্রভাবিত করছে । পুলিশকে এ বিষয়ে অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা ।

এদিন সকালেই শিলিগুড়ি পৌরনিগমের 33 নম্বর ওয়ার্ডে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে রাজ্যের শাসকদলের কর্মী-সমর্থকদের বিক্ষোভে ধুন্ধুমার বেধে য়ায় ৷ ওই ওয়ার্ডের একটি বুথ চত্বরে তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপির সংঘর্ষ হয়। এই সময় সেখানেই ছিলেন বিজেপি বিধায়ক ৷ শিখা চট্টোপাধ্যায়ের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের কর্মী-সমর্থকরা ।

বিজেপি বিধায়কের অভিযোগ, নির্বাচনী বিধিভঙ্গের কারণ দেখিয়ে পুলিশ তাঁকে বারবার বাধা দেয়েছে ৷ তৃণমূলের পালটা অভিযোগ, বুথে ঢুকে ইচ্ছেকৃত ঝামেলা করেছেন শিখা চট্টোপাধ্যায় ৷ শিলিগুড়ির 33 নম্বর ওয়ার্ডের ওই বিবাদের পর ফের ফুলবাড়ি এলাকার তিলেশ্বরী হাইস্কুল সংলগ্ন এলাকায় বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি বিধায়ককে ৷ তিনি এলাকা ছাড়তেই সেখানে তৃণমূল কাউন্সিলার মুন্না প্রসাদের অনুগামীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা । স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখান তাঁরা ৷ এর পরই পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী ৷ বাহিনী পৌছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

ভোট মিটতেই তিলেশ্বরী মহিপাল বিএফপি স্কুল পরিদর্শনে যান জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক টিকে রাও । নির্বাচন মেটার পরেও একটি বুথে এক শাসকদলের বহিরাগত এজেন্ট থাকায় তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেন তিনি । পাশাপাশি তিনি ধমক দেন দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকেও । তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিকে রাও বলেন, "কোথাও বড়সড় কোনও ঘটনা ঘটেনি । গোটা লোকসভা কেন্দ্রে ভোট শান্তিপূর্ণভাবেই মিটেছে ।"

আরও পড়ুন:

  1. তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়
  2. বিজেপি এজেন্টদেরকে বুথে বসতে না-দেওয়ার অভিযোগ মনোজ টিগ্গার
  3. পাথরে ফাটল চোখ, ভোট দিতে গিয়ে শীতলকুচিতে আক্রান্ত ভোটার
Last Updated : Apr 19, 2024, 8:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details