পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট দিলেন অরিজিৎ সিং, বিকেল 5টা পর্যন্ত রাজ্যের চার কেন্দ্রের কোথায় কত ভোট পড়ল ? - Lok Sabha Election 2024

Third Phase Lok Sabha Polls 2024
বিকেল 5টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 7:03 AM IST

Updated : May 7, 2024, 6:10 PM IST

17:53 May 07

আজ লোকসভা নির্বাচনের তৃতীয় দফা ৷ ভোট হচ্ছে বঙ্গের চারটি কেন্দ্রে ৷ যার মধ্যে রয়েছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ ৷ পাশাপাশি উপনির্বাচন হচ্ছে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে ৷ নির্বাচনের সমস্ত আপডেট পেতে চোখ রাখুন ইটিভি ভারতে...

তৃতীয় দফায় কোথায় কত ভোট পড়ল
  • বিকেল 5টা পর্যন্ত রাজ্যে শতাংশের নিরিখে তিন কেন্দ্রে মোট ভোট পড়ল 73.93% ৷ ভগবানগোলা বিধানসভায় উপনির্বাচনে ভোট পড়েছে 73.68 শতাংশ ৷ একই হারে ভোট পড়েছে মালদা দক্ষিণে ৷ বাকি মালদা উত্তরে পড়েছে 73.30 শতাংশ ভোট, জঙ্গিপুরে 72.13 শতাংশ ও মুর্শিদাবাদে 76.49 শতাংশ ভোট ৷

17:14 May 07

  • ভোট দিলেন বিখ্যাত গায়ক অরিজিৎ সিং ৷ আজ ভোরেই জিয়াগঞ্জের শিবতলা ঘাটের বাড়িতে ফিরেছেন তিনি ৷ মঙ্গলবার বিকেলে স্ত্রী কোয়েলকে স্কুটারে চাপিয়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত 26 নম্বর বুথে প্রীতম সিং প্রাইমারি স্কুলে ভোট দিলেন বিখ্যাত গায়ক ৷

16:57 May 07

  • দিনের শেষ মূহূর্তে ভোট দিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোর্তজা হোসেন । লালগোলা রহমাতুল্লা হাই মাদ্রাসা বুথ নং 148 এ ভোট দিলেন তিনি ।

15:34 May 07

বেলা 3টে পর্যন্ত ভোটদানের হার
  • বেলা তিনটেয় ভোটদানের হার পৌঁছল হাফ-সেঞ্চুরিতে ৷ বেশি ঝামেলা যেখানে সেই মুর্শিদাবাদেই শতাংশের নিরিখে এখনও পর্যন্ত বেশি ভোট পড়েছে ৷ রাজ্যের চার কেন্দ্র মিলিয়ে বেলা 3টে পর্যন্ত ভোট পড়ল 63.11 শতাংশ ৷ যার মধ্যে জঙ্গিপুরে ভোট পড়েছে 62.57%, মালদা দক্ষিণে 62.90%, মালদা উত্তরে 61.50%, মুর্শিদাবাদে 65.40% ৷
  • ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে ভোট পড়েছে 61.18% ৷

15:12 May 07

বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মালদায় ভোট চলছে শান্তিপূর্ণভাবে
  • ডোমকলে ভোট দিতে আসার পথে জোট কর্মীদের উপর আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । লাঠিসোটা দিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকল সেখালিপাড়ায় ।

14:00 May 07

রতুয়ায় বোমাবাজি...

  • দুপুর হতেই রতুয়া ফিরে এল তার নিজের জায়গায় ৷ শুরু হয়ে গেল বোমাবাজি ৷ তবে বোমার আঘাতে হতাহতের কোনও খবর নেই ৷
  • ঘটনাটি ঘটেছে রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমনি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাটনা এলাকায় ৷ সাধারণ ভোটারদের ভয় দেখাতেই তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি চালিয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় মানুষ ৷ কিন্তু এই ঘটনা নিয়ে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷

13:40 May 07

1টার ভোটের হার

দুপুর 1টা পর্যন্ত 49.27 শতাংশ ভোট পড়ল রাজ্যে ৷

মালদা উত্তরে 47.89 %, মালদা দক্ষিণে 48.65 %, জঙ্গিপুরে 49.91 % ও মুর্শিদাবাদে 50.58 % ভোট পড়েছে ৷ ভগবানগোলায় বিধানসভা উপ-নির্বাচনে ভোট পড়েছে 46.40 শতাংশ ৷

12:37 May 07

বোতাম টিপলেই ভোট চলে যাচ্ছে বিজেপিতে ৷ সব দেখেশুনে হতবাক ভোটাররা ৷ তাঁরা এনিয়ে প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ জানান ৷ অভিযোগ পেয়েই ব্যবস্থা নিয়েছে কমিশন ৷ বদলে দেওয়া হয়েছে ইভিএম ৷ তারপর থেকে সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে ওই বুথে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কালিয়াচক 1 নম্বর ব্লকের সিলামপুর 3 নম্বর বুথে ৷

11:59 May 07

বুথে বুথে ঘুরে বেড়ালেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ৷ যেখানে গিয়েছেন, সেখানেই বেআইনি কাজকর্মের অভিযোগ তুলেছেন তিনি ৷ প্রতিপক্ষ কোনও রাজনৈতিক দল নয়, মালদা শহরে তিনি ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন পুলিশের বিরুদ্ধে ৷ তাঁর অভিযোগ পেয়ে শহরের একটি বুথে ছুটে আসেন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক ৷

11:53 May 07

বুথে বুথে ঘুরে বেড়ালেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধু
  • করিমপুর বিধানসভার অন্তর্গত থানারপাড়া থানার শুভরাজপুর এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ ভোটারদের ভয় দেখানোর অভিযোগ । ভোট দিতে গেলে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । যদিও সম্পূর্ণ স্বাভাবিক সন্দেই ভোটদান প্রক্রিয়া চলছে বলে দাবি প্রশাসনের।

11:51 May 07

সকাল 11টা পর্যন্ত 32.82 শতাংশ ভোট পড়ল রাজ্যে ৷

মালদা উত্তরে 31.73 %, মালদা দক্ষিণে 33.09 %, জঙ্গিপুরে 33.81 % ও মুর্শিদাবাদে 32.72 % ভোট পড়েছে ৷ ভগবানগোলায় বিধানসভা উপ-নির্বাচনে ভোট পড়েছে 29.39 শতাংশ ৷

10:57 May 07

থানায় গেলেন বিজেপি প্রার্থী...

  • রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ।

10:57 May 07

সকাল 9টা পর্যন্ত 15.85 শতাংশ ভোট পড়ল রাজ্যে ৷

মালদা উত্তরে 15.33 %, মালদা দক্ষিণে 16.3 %, জঙ্গিপুরে 16.95 % ও মুর্শিদাবাদে 14.87 % ভোট পড়েছে ৷ ভগবানগোলায় বিধানসভা উপ-নির্বাচনে ভোট পড়েছে 13 শতাংশ ৷

09:35 May 07

11টার ভোটের হার

ভুয়ো ভোটার ধরলেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম...

  • বুথে ঢুকে জাল এজেন্টকে টেনে বের করলেন মহম্মদ সেলিম । গোপীনাথপুর শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা ৷

08:31 May 07

বিজেপি প্রার্থীর সঙ্গে হাতাহাতি...

  • আহিরণে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতির বচসা-হাতাহাতি ৷ ধনঞ্জয় ঘোষ নিজের বুথে ভোট দিতে এলে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলে তৃণমূল ৷ কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । প্রার্থীর বক্তব্য, ‘‘পঞ্চায়েত ভোটে বিজেপির এজেন্ট বসতে না-দিয়ে ভোট লুঠ করেছিল ওই নেতা, এবার তা করতে না-দেওয়ার হতাশায় নাটক করছে ।’’

08:31 May 07

থানায় গেলেন বিজেপি প্রার্থী
  • ভোট দিলেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। সামসেরগঞ্জের পুঁটিমারি প্রাথমিক বিদ্যালয়ের 181 নম্বর বুথে ভোট দেন তিনি ।

08:09 May 07

  • তাপমাত্রা কমতেই সকাল সকাল ভোটের লাইনে জনতা ৷ মালদার ইংরেজবাজার থেকে সেই ছবিই তুলে ধরেছেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷
  • মুর্শিদাবাদের ডোমকল দক্ষিণ নগর মাঠপাড়া 145 নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাধা ৷ কাঠগড়ায় তৃণমূল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷

08:04 May 07

সকাল সকাল ভোটের লাইনে জনতা

হরিহরপাড়ায় বোমাবাজি...

  • অঞ্চল কংগ্রেস সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পাথরঘাটা এলাকায় । কংগ্রেসের অভিযোগ ভোটারদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিশ ।

07:57 May 07

ডোমকলে বোমাবাজি...

  • ডোমকলের 254, 255 নম্বর বুথে সিপিএম এজেন্টকে মারধর । মোটরবাইক ভাঙচুর । ভগবানগোলা, হরহরপাড়া, ডোমকলে বোমাবাজি ।

07:56 May 07

ইভিএম খারাপ, দেরিতে শুরু ভোটগ্রহণ...

  • পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের 104 নম্বর বুথের রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম মেশিন খারাপ থাকায় এখন পর্যন্ত ভোটাররা ভোট দিতে পারেনি । যদিও পিসাইডিং অফিসারের দাবি, খুব শীঘ্রই ভোট প্রক্রিয়া শুরু হয়ে যাবে । ভোটারদের অভিযোগ, সকাল ছ’টা থেকে ভোটের লাইনে দাঁড়িয়ে থেকে এখনও ভোট দিতে পারেননি ।
  • ভোট শুরুর মুহূর্তে ইভিএম বিকল জলঙ্গির টিকরবাড়িয়ায় 197 নম্বর বুথে । টিকরবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ বন্ধ ।
  • মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের কালীমন্দির এলাকায় 18 নম্বর বুথে ইভিএম খারাপ ৷
  • সামসেরগঞ্জের চাচন্ড অঞ্চলের আপার চাচন্ড প্রাথমিক বিদ্যালয়ে 212 নম্বর বুথে ইভিএম খারাপ । প্রায় 30 মিনিট দেরিতে শুরু হল ভোটগ্রহণ ।
  • ইংরেজবাজারের 104 নম্বর বুথে ইভিএমের ত্রুটির কারণে এখন‌ও ভোটগ্রহণ শুরু হয়নি ।

07:26 May 07

  • মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের রানিনগর বিধানসভার 36 নম্বর বুথের সিপিএমের এজেন্ট মুস্তাকিম শেখকে মেরে বাইরে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । বুথের ভিতরে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে জানা গিয়েছে । দীর্ঘক্ষণ ধরে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না । পরে স্থানীয় একটি কলাবাগানে তাঁর খোঁজ পাওয়া যায় ৷

06:47 May 07

আজ লোকসভা নির্বাচনের তৃতীয় দফা ৷ ভোট রয়েছে বঙ্গের চারটি কেন্দ্রে ৷ যার মধ্যে রয়েছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ ৷ পাশাপাশি উপনির্বাচন রয়েছে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে ৷ নির্বাচনের সমস্ত আপডেট পেতে চোখ রাখুন ইটিভি ভারতে...

নজরে কারা ?

  • মালদা উত্তরের বিদায়ী সাংসদ খগেন মুর্মুর উপরেই ভরসা রেখেছে বিজেপি ৷ তাঁর সামনে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে রাজ্যের শাসক দল ৷
  • মালদা দক্ষিণে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ৷ সামনে রয়েছেন তৃণমূলের শাহনাওয়াজ আলি রায়হান ৷ কংগ্রেস প্রার্থী করেছে আবু হাসেম খান চৌধুরীর ছেলে ইশা খান চৌধুরীকে ৷
  • মুর্শিদাবাদ আসনে বাম-কংগ্রেস জোট প্রার্থী সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷

06:39 May 07

তৃতীয় দফায় আজ নজরে কারা

অতিরিক্ত সতর্ক কমিশন...

  • চারটি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা 406 । তবে এর মধ্যে মোতায়েন হবে 334 কোম্পানি । দুই মালদা মিলিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে 144 কোম্পানি। জঙ্গিপুর পুলিশ জেলায় থাকবে 64 কোম্পানি বাহিনী । মুর্শিদাবাদ পুলিশ জেলায় থাকছে 114 কোম্পানি ।
  • মোট চারটি লোকসভা কেন্দ্র মিলিয়ে তৃতীয় দফায় বুথের সংখ্যা 7360 । যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 3675 । চার আসন মিলিয়ে আজ মোট প্রার্থীর সংখ্যা 57 । এই মোট সংখ্যার মধ্যে মাত্র তিনজন মহিলা প্রার্থী রয়েছেন ।

06:04 May 07

তৃতীয় দফার ঢাকে কাঠি...

  • তৃতীয় দফার লোকসভা নির্বাচনে আজ বাংলার চার কেন্দ্রে ভোটগ্রহণ ৷ যার মধ্যে রয়েছে স্পর্শকাতর বলে পরিচিত মুর্শিদাবাদের দুই কেন্দ্র ৷ পাশাপাশি উপনির্বাচন রয়েছে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে ৷ ফলে অতিরিক্ত সতর্ক রয়েছে নির্বাচন কমিশন ৷
Last Updated : May 7, 2024, 6:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details