বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নে ভোট অনুব্রত-হীন বীরভূমে (ইটিভি ভারত) বীরভূম, 13 মে: বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া অনুব্রতর গড় বীরভূম ও বোলপুর লোকসভায় শান্তিপূর্ণ নির্বাচন হল সোমবার । বীরভূম জেলায় শান্তিপূর্ণ নির্বাচন চ্যালেঞ্জ ছিল কমিশনের কাছে ৷ তাই 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল ৷ বিরোধীদের কটাক্ষ, অনুব্রত মণ্ডল তিহাড়ে বন্দি বলেই বীরভূমে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে ।
বীরভূমে লোকসভার ভোট গ্রহণ (নিজস্ব চিত্র) গরুপাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল । তাঁকে ছাড়াই এই প্রথম লোকসভা নির্বাচন হল বীরভূম জেলায় ৷ বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে সকাল থেকেই শুরু হয়ে যায় ভোটগ্রহণ । কোথাও বিজেপির এজেন্ট বসতে না দেওয়া, কোথাও ইভিএম বিকল, কোথাও বিজেপির দলীয় পতাকা জলে ফেলে দেওয়া, বিজেপির বুথ ভেঙে দেওয়া, বিজেপি কর্মীদের ভোট দিতে না দেওয়া, বুথ জ্যাম করা, বিশৃঙ্খলা সৃষ্টি প্রভৃতি বেশ কিছু অভিযোগ দিন ভর ওঠে ৷
বীরভূমে লোকসভার ভোট গ্রহণ (নিজস্ব চিত্র) বীরভূমে লোকসভার ভোট গ্রহণ (নিজস্ব চিত্র) নির্বাচন কমিশনেও অভিযোগ করে বিজেপি ৷ অন্যদিকে, বিএসএফ বিজেপির হয়ে ভোট করাচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় । তবে এই প্রথম বীরভূম জেলার দু’টি কেন্দ্রে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হল ৷ ভোটের লাইনে দাঁড়ানোর শেষ সময় পর্যন্ত কোনও রক্তক্ষয়, হানাহানি, বোমাবাজি, গুলির লড়াই হয়নি ৷
বীরভূমে লোকসভার ভোট গ্রহণ (নিজস্ব চিত্র) অনুব্রতহীন বীরভূমে শান্তিপূর্ণ নির্বাচন করাটাই কমিশনের কাছে চ্যালেঞ্জ ছিল ৷ তাই দুই কেন্দ্রে 3 হাজার 922টি বুথের জন্য 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী-সহ 6 হাজারের বেশি রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছিল ৷ বিরোধীদের কটাক্ষ অনুব্রত মণ্ডল তিহাড়ে বন্দি বলেই শান্তিপূর্ণ নির্বাচন হল দুই লোকসভা কেন্দ্রে ৷ বিকেল 5টা পর্যন্ত বোলপুর লোকসভা কেন্দ্রে 77.77 শতাংশ ও বীরভূম লোকসভা কেন্দ্রে 75.45 শতাংশ ভোট পড়েছে ।
আরও পড়ুন:
- বিকেল 5টা পর্যন্ত ভোটদানের নিরিখে এগিয়ে বোলপুর, বাকি কোথায় কত ভোট পড়ল ?
- বিজেপির হয়ে ভোট করাচ্ছে বিএসএফ, অভিযোগ শতাব্দীর
- বগটুইয়ে ভোট শুরু হল সাড়ে ন'টা থেকে, কংগ্রেস প্রার্থী পড়লেন বিক্ষোভের মুখে