পশ্চিমবঙ্গ

west bengal

সন্দেশখালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ঝরল রক্ত, ফাটল মাথা - Lok Sabha Election 2024

Sandeshkhali Violence: শেষ দফার নির্বাচনে আবারও রক্ত ঝড়ল সন্দেশখালিতে ৷ তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকদের বচসা ও হাতাহাতিতে কারোর ফাটল মাথা, কারোর আবার ফাটল নাক ৷ ভাঙচুর গাড়ি ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 6:54 PM IST

Published : Jun 1, 2024, 6:54 PM IST

Updated : Jun 1, 2024, 8:12 PM IST

ETV Bharat / state

সন্দেশখালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ঝরল রক্ত, ফাটল মাথা - Lok Sabha Election 2024

Sandeshkhali Violence
সন্দেশখালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে (নিজস্ব চিত্র)

সন্দেশখালি, 1 জুন: সপ্তম দফা বা শেষ দফার নির্বাচনে উত্তপ্ত বসিরহাট লোকসভার সন্দেশখালি ৷ উঠেছে বোমাবাজির অভিযোগও ৷ বিজেপি-তৃণমূল সংঘর্ষে রক্তাক্ত পরিস্থিতি ৷ কারও ফাটল মাথা। কারও ফাটল নাক ৷ দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে এলাকায় বাড়ছে উত্তেজনা ৷ এদিন সন্দেশখালির সরবেড়িয়া, আদারহাটিতে শেখ পাড়া ও মণ্ডল পাড়ার বাসিন্দাদের মধ্যে বচসা শুরু হয় ৷ দুই পাড়ার বাসিন্দারাই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন ৷

সন্দেশখালিতে ঝরল রক্ত (নিজস্ব প্রতিনিধি)

আহত বিজেপি কর্মী তথা মণ্ডল পাড়ার বাসিন্দা সোমনাথ মুখোপাধ্যায়ের অভিযোগ, "আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম ৷ আচমকাই আমার উপর চপার দিয়ে হামলা চালানো হয় ৷ কুতুবউদ্দিনের ভাই তৃণমূল করে। ওরাই আমার উপর হামলা করেছে ৷ বুথের বাইরে আমার উপর হামলা চালানো হয়েছে৷" আর এক বিজেপি কর্মীর অভিযোগ, তৃণমূলের লোকজন এমন মেরেছে যে তাঁর মাথা ফেটেছে ৷ কুতুবউদ্দিনের লোকজন তাঁদের দেখলে তেড়ে আসছে ৷

উত্তপ্ত সন্দেশখালিতে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী রেখা পাত্র

যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ আহত শেখপাড়ার বাসিন্দার অভিযোগ, "বিজেপির ক্যাডার, দলবল আমাদের উপর হামলা চালিয়েছে ৷ আমাদের গাড়ি ভাঙচুর করেছে ৷ আমরা সাধারণ মানুষ ৷ আমরা রাজনৈতিক কোন দল করি না ৷ আমাদের মেয়েদের সম্মানহানি করেছে ৷ আমাদের দেখে বড় বড় পাথর ছোঁড়া হয়েছে ৷" ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ পরিস্থিতি সামলা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন তাঁরা ৷

মূলত, শুক্রবার রাত থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালিতে ৷ তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। পালটা অভিযোগ তৃণমূলের ৷ বয়ারমারিতে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। পুলিশের সঙ্গে তিনিও বচসাতেও জড়িয়ে পড়েন। রাস্তায় গাছের ডাল, টায়ার ফেলে অবরোধ করা হয়।

বুথ পরিদর্শনে যাওয়া কৌস্তভ বাগচীকে 'গো-ব্যাক' স্লোগান, নিশানায় তৃণমূল

Last Updated : Jun 1, 2024, 8:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details