পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকেট-কবীরের সমর্থনে 'গুরু'বারে হুগলিতে সভা করবেন মহাগুরু মিঠুন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mithun Chakraborty Vote campaigns: বৃহস্পতিবার হুগলিতে নির্বাচনী প্রচার সারবেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও কবীর শঙ্করের সমর্থনে সভা ও রোড-শো করবেন বিজেপির তারকা প্রচারক ৷

Mithun Chakraborty
হুগলিতে সভা করবেন মহাগুরু মিঠুন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 8:59 PM IST

কলকাতা/হুগলি, 15 মে: বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও কবীর শঙ্করের সমর্থনে ফের নির্বাচনী প্রচার সারবেন মিঠুন চক্রবর্তী ৷ বৃহস্পতিবার ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী জোড়া সভা করবেন রাজ্যে। আগামী 20 মে পঞ্চম দফার নির্বাচন রয়েছে রাজ্যে। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। আর তার আগেই হুগলিতে প্রচারে সারছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

বৃহস্পতিবার পরপর দু'টি সভা রয়েছে বিজেপির স্টার ক্যাম্পেইনার মিঠুন চক্রবর্তীর। হুগলির শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোসের সমর্থনে প্রথম সভা করবেন তিনি। শ্রীরামপুরের মনির মাঠে বক্তব্য রাখবেন তিনি। এরপর পার ডানকুনিতে একটি রোড শো রয়েছে তাঁর। পার ডানকুনি থেকে কোন্নগর পর্যন্ত চলবে এই রোড শো।

ইতিমধ্যেই 14 মে হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে পাণ্ডুয়াতে নির্বাচনী প্রচার সভা করেন মিঠুন চক্রবর্তী। হুগলিতে লকেট চট্টোপাধ্যায় বিরুদ্ধে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেপির 'স্টার ক্যাম্পেইনার' তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম থাকলেও বাংলার মানুষের কাছে যে মিঠুন চক্রবর্তীর গ্রহণযোগ্যতা অনেক বেশি, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

তাই তিনি যদি কোনও প্রার্থীর সমর্থনে ভোট চাইতে যান তাহলে ভোটারদের মধ্যে একটা এক্স ফ্যাক্টর কাজ করবে, মত বিজেপির প্রথম সারির নেতাদের। আর সেই ফ্যাক্টারকেই কাজে লাগাতে চায় বঙ্গ বিজেপি। প্রসঙ্গত, গত বছরই অভিনেতা মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালেও ভরতি হয়েছিলেন ৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সুস্থ হয়েই নেমে ওঠেন ভোটের ময়দানে ৷ ভোট মিটলেই ফের ছবির শুটিংয়ে ফিরবেন ৷

ABOUT THE AUTHOR

...view details