কলকাতা, 29 মার্চ: দেশ তথা রাজ্যে প্রথম পর্বের লোকসভা নির্বাচন আগামী 19 এপ্রিল । কিন্তু এখনও একাধিক ভোটারদের কাছে পৌঁছয়নি ইলেকশন ফটো আইডেন্টিটি কার্ড বা এপিক কার্ড । আবার অনেকের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে এপিক হাতে চলে এলেও তার হার্ড কপি এখনও এসে পৌঁছয়নি । তাই অনেকেই ভোট দিতে না পারার আশংকায় ভুগছেন ।
জানা গিয়েছে, এখনও প্রায় 29 লক্ষ এপিক কার্ড ছাপার অর্ডার করা হয়েছিল, তার মধ্যে 25 লক্ষের কাছাকাছি এপিক কার্ডের হার্ডকপি ভোটারদের পাঠানো হয়েছে ৷ কিন্তু এখনও লক্ষাধিক মানুষ তাঁদের এপিক কার্ড হাতে পাননি ।
একাধিক জেলার ভোটারদের হাতে এখনও তাঁদের এপিক কার্ড পৌঁছয়নি । যদিও দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে কার্ড না পাওয়ার সংখ্যা অনেকটাই বেশি । তাই এখনও যে ভোটাররা তাঁদের এপিক পাননি, তাঁদের কাছে দ্রুত কার্ড পাঠানোর ব্যবস্থা করার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে সমস্ত জেলার জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ।
আজ এই বিষয়ে ভোটারদের আশ্বস্ত করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব । তিনি জানান, যাঁরা যাঁরা এখনও হাতে এপিক কার্ডের হার্ডকপি পাননি, তাঁদের ভোট দেওয়া নিয়ে কোনও চিন্তার কারণ নেই । এপিক কার্ড না-থাকলে ভোটদানের জন্য 14 ধরনের নথি রয়েছে যেগুলির মধ্যে যে কোনও একটি দেখিয়েই ভোট দেওয়া যেতে পারে ।
আজ মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, সামারি রিভিশনে 24 লক্ষ এপিক কার্ড তৈরি করা হয় । সেই 24 লক্ষ কার্ড ভোটারদের পাঠানো হয়েছে । এরপর গত 10 দিনে মনোনয়ন পত্র জমা নেওয়ার আগে পর্যন্ত আরও নতুন আবেদনপত্র এসেছে । প্রতিদিন তালিকায় নতুন নাম যুক্ত হচ্ছে । সেগুলি প্রিন্টিং-এর জন্য পাঠানো হচ্ছে এবং তারপর সেগুলি ইন্ডিয়া পোস্টের মাধ্যমে ভোটারের ঠিকানায় পাঠানো হচ্ছে ।