বর্ধমান, 19 এপ্রিল: দিলীপ ঘোষের জন্মদিন উপলক্ষে কেক কাটা হল তৃণমূল নেতা সুনীল মণ্ডলের বাড়িতে ৷ এর পরই বিভিন্ন রাজনৈতিক মহলে দলবদলের জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ তার মধ্যেই এই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়ে বিজেপি নেতা বললেন, "রাজ্যে এবার লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ হবে। তৃণমূল কংগ্রেসের অশান্তি পাকানোর কিছু পুরনো অভ্যাস আছে। তাই কোথাও বোমা, বন্দুক পাওয়া যাচ্ছে। কিন্তু এবার আর অশান্তি হবে না।" সেই সঙ্গে ব্যাখ্যা দিলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে যাওয়া নিয়ে ৷
বর্ধমান মেডিক্যাল মাঠ এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে এই মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ । তিনি বলেন, "শীতলকুচি, সিতাই, দিনহাটা এলাকা উদয়ন গুহ'র জায়গা। তাই গণ্ডগোল তো হবেই। রাজ্যে এবার শান্তিপূর্ণ নির্বাচন হবে ৷ যেমন রামনবমীর মিছিল শান্তিপূর্ণ হয়েছে। আর তৃণমূল কংগ্রেসের অভ্যাস হচ্ছে ঝগড়া, অশান্তি করে ভয় দেখানোর চেষ্টা করা। সেটা মানুষ বুঝতে পেরে গিয়েছেন। তাঁরা জবাব দেবে। শীতলকুচি, সিতাই, দিনহাটা এলাকা উদয়ন গুহ'র জায়গা। সেখানে গণ্ডগোল হবেই ৷ দিনহাটা, কোচবিহারে বাংলাদেশ থেকে গুন্ডা নিয়ে আসা হয়। ভোটের সময় উৎপাত করা হয়। কিন্তু এর পরেও শীতলকুচি বিধানসভায় আমরা জিতেছি। এবারেও সব জায়গায় আমরা লিড পাব।"