পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 10:00 PM IST

ETV Bharat / state

সুনীলের বাড়িতে গিয়ে জন্মদিনের কেক খেলেন দিলীপ, ফের দলবদলের জল্পনা তুঙ্গে! - Lok Sabha Election 2024

Dilip Ghosh: দিলীপ ঘোষের জন্মদিন উপলক্ষে কেক কাটার বিশেষ ব্যবস্থার আয়োজন করেছিলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডল ৷ বৃহস্পতিবার রাতে সুনীল মণ্ডলের বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ কথা হয় দু'জনের ৷ বিষয়টিকে দুই নেতাই 'সৌজন্য সাক্ষাত' বলে ব্যাখ্যা দিলেও ভোটের মুখেই কেন এই সাক্ষাতের প্রয়োজন হল, তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে দলবদলের সম্ভাবনা জোরাল হচ্ছে ৷

Dilip Ghosh
সুনীলের বাড়িতে গিয়ে জন্মদিনের কেক খেলেন দিলীপ, ফের দলবদল জল্পনা তুঙ্গে!

বর্ধমান মেডিক্যাল মাঠ এলাকায় বিজেপি নেতা দিলীপ ঘোষ ।

বর্ধমান, 19 এপ্রিল: দিলীপ ঘোষের জন্মদিন উপলক্ষে কেক কাটা হল তৃণমূল নেতা সুনীল মণ্ডলের বাড়িতে ৷ এর পরই বিভিন্ন রাজনৈতিক মহলে দলবদলের জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ তার মধ্যেই এই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়ে বিজেপি নেতা বললেন, "রাজ্যে এবার লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ হবে। তৃণমূল কংগ্রেসের অশান্তি পাকানোর কিছু পুরনো অভ্যাস আছে। তাই কোথাও বোমা, বন্দুক পাওয়া যাচ্ছে। কিন্তু এবার আর অশান্তি হবে না।" সেই সঙ্গে ব্যাখ্যা দিলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে যাওয়া নিয়ে ৷

বর্ধমান মেডিক্যাল মাঠ এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে এই মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ । তিনি বলেন, "শীতলকুচি, সিতাই, দিনহাটা এলাকা উদয়ন গুহ'র জায়গা। তাই গণ্ডগোল তো হবেই। রাজ্যে এবার শান্তিপূর্ণ নির্বাচন হবে ৷ যেমন রামনবমীর মিছিল শান্তিপূর্ণ হয়েছে। আর তৃণমূল কংগ্রেসের অভ্যাস হচ্ছে ঝগড়া, অশান্তি করে ভয় দেখানোর চেষ্টা করা। সেটা মানুষ বুঝতে পেরে গিয়েছেন। তাঁরা জবাব দেবে। শীতলকুচি, সিতাই, দিনহাটা এলাকা উদয়ন গুহ'র জায়গা। সেখানে গণ্ডগোল হবেই ৷ দিনহাটা, কোচবিহারে বাংলাদেশ থেকে গুন্ডা নিয়ে আসা হয়। ভোটের সময় উৎপাত করা হয়। কিন্তু এর পরেও শীতলকুচি বিধানসভায় আমরা জিতেছি। এবারেও সব জায়গায় আমরা লিড পাব।"

বৃহস্পতিবার সন্ধের দিকে প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে দেখা করতে যান দিলীপ ঘোষ। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "সুনীলদা আমার পুরনো বন্ধু। আমার জন্মদিনে কেক কেটে খাওয়ালো। রাজনীতি তিনি এখন করছেন না। এখন দেখা যাক তিনি কী করেন, কোথায় যান।" তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় বিজেপির পতাকা ছিঁড়ে দিচ্ছে, সেই প্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, "যারা লড়তে পারে না, তারা এই ধরনের কাজ করে থাকে। তবে এটা বেশিদিন চলতে পারে না । আমরাও লক্ষ্য রাখছি, দেখি পুলিশ কী করে ৷ বাকিটা আমরা করবো।"

আরও পড়ুন:

  1. দেশের পর এবার এরাজ্যেও হিংসা বন্ধ করবে বিজেপি, রামনবমীর অনুষ্ঠানে বললেন দিলীপ
  2. লাঠি ঘুরিয়েই রামনবমীর শোভাযাত্রায় চেনা ছন্দে দিলীপ ঘোষ, রইল ভিডিয়ো
  3. আইনশৃঙ্খলা রক্ষা করতে না পেরে রামনবমীর শোভাযাত্রায় বাধা দিচ্ছে মমতার সরকার, অভিযোগ দিলীপ ঘোষের

ABOUT THE AUTHOR

...view details