পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট প্রক্রিয়া মিটতেই উত্তরের তিন কেন্দ্রে আগাম বিজয় মিছিল তৃণমূলের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

First Phase of Lok Sabha Poll: রাজ্যে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট মিটতেই বাতাসে উড়ল সবুজ আবির ৷ কর্মীরা একে-অপরকে মিষ্টিমুখ করালেন ৷ তিনটি কেন্দ্রেই এদিন তৃণমূল কংগ্রেসেরের তরফে আগাম বিজয় মিছিলের আয়োজন করা হয় ৷

First Phase of Lok Sabha Poll
First Phase of Lok Sabha Poll

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 9:23 PM IST

Updated : Apr 19, 2024, 11:13 PM IST

First Phase of Lok Sabha Poll

কোচবিহার ও আলিপুরদুয়ার, 19 এপ্রিল:মিটল প্রথমদফার ভোট ৷ শুক্রবারের সকাল থেকে দেশ তথা রাজ্যজুড়ে শুরু হয়েছিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট ৷ বাংলার তিনটি কেন্দ্র তথা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে এদিন লোকসভা ভোট পর্ব মিটল ৷ এই তিন কেন্দ্রের মধ্যে প্রথম দুই কেন্দ্রে দু-একটা ঘটনা ছাড়া ভোটের পরিবেশ শান্তই ছিল ৷ তবে বারেবারে অশান্তির খবর নিয়ে খবরের শিরোনামে এসেছে কোচবিহার যেখানে গত বিধানসভা নির্বাচনেও (2021) এই একই ছবি ধরা পড়েছিল ৷ তবে অবাক করার মতো বিষয় হল, এদিন ভোট মিটতে না মিটতেই সন্ধ্যায় আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিজয় মিছিল বের করল জেলা তৃণমূল কংগ্রেস । জোড়াফুল শিবিরের কর্মীরা একে-অপরকে মিষ্টিমুখ করালেন ৷ বাতাসে উড়ল সবুজ আবির ৷

  • আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশচিক বড়াইক প্রথম দফা ভোটের শেষে বিজয় মিছিল বের করেন তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে। তিনি বলেন, "বিজেপি এবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে কোনওভাবেই জয়লাভ করবে না । সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভোট দিয়েছেন। পরীক্ষাতে ছাত্র কেমন পরীক্ষা দিয়েছে, সেটা শুধু সে-ই বলতে পারবে৷ তাই আমিই জিতব। তাই আনন্দ মিছিল বের করলাম।" অপরদিকে, আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাওঁ বলেন, "কেউ সমুদ্রে গেলে নিজেকে এমনই মনে করবে। ঠিক এমনই হয়েছে তাঁদের অবস্থা।"
  • এদিকে ফল ঘোষণার আগেই কোচবিহারেও বেরোয় তৃণমূলের আগাম বিজয় মিছিল। জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নেতৃত্বে এই মিছিল বের হয় ৷
  • অন্যদিকে, জলপাইগুড়ির ছবিটাও আলিপুরদুয়ার আর কোচবিহারে মতোই ছিল ৷ সেখানে তৃৃৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে দলের পক্ষ থেকে আগাম বিজয় মিছিল করা হয় ৷ নির্মল চন্দ্র রায় বলেন, "আমরা জয়ের ব্যাপারে আশাবাদী ৷"
Last Updated : Apr 19, 2024, 11:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details