পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মসজিদের জমি দখলের চেষ্টা তৃণমূল নেতার ! বাধা দেওয়ায় হামলার অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের - LAND GRABBING CASE

জমিদাতা আদালতে মামলা করায় হামলার অভিযোগ ৷ প্রাণনাশের হুমকির অভিযোগ মন্দারমনির এক তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস তৃণমূল নেতৃত্বের ৷

LAND GRABBING CASE
তৃণমূল নেতার বিরুদ্ধে মসজিদের জমি দখলের চেষ্টার অভিযোগ ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2024, 7:08 PM IST

মন্দারমনি, 28 ডিসেম্বর: মসজিদের জন্য দান করা জমি জবরদখলের চেষ্টার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ প্রতিবাদ করায় জমিদাতার বাড়িতে হামলা চালানোর অভিযোগও উঠেছে ৷ ঘটনার প্রতিবাদে শনিবার বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনির ডেরা গ্রামে ৷ ঘটনায় পুলিশের বিরুদ্ধেও নির্বিকার থাকার অভিযোগ করেছেন বিক্ষোভকারী গ্রামবাসীরা ৷

পূর্ব মেদিনীপুরের কালিন্দী ও সটিলাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল আহ্বায়ক মীর মমরেজ আলি ৷ অভিযোগ, তিনি স্থানীয় একটি মসজিদের জমি জবরদখলের চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে ৷ ডেরা গ্রামের বাসিন্দা শেখ সিরাজ জমিটি কিনে মসজিদ তৈরির জন্য দান করেছিলেন ৷ কিন্তু, মীর মমরেজ আলি জমিটি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ ৷ এরপরেই আদালতে মামলা করেন শেখ সিরাজ ৷

কিন্তু, এতে হিতে বিপরীত হয় ৷ অভিযোগ, মামলা প্রত্যাহার করতে সিরাজকে চাপ দিতে থাকেন মীর ৷ এমনকি প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ ৷ তাতেও কাজ না-হওয়ায় শনিবার সকালে মহিলা সমর্থকদের নিয়ে সিরাজের বাড়িতে চড়াও হন মীর মমরেজ ৷ অভিযোগ, তাঁর নির্দেশেই মহিলারা শেখ সিরাজের বাড়িতে ভাঙচুর ও লুঠপাট চালায় ৷ তাঁর একটি গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ ৷

এই পরিস্থিতিতে শেখ সিরাজ মন্দারমনি কোস্টাল থানায় ফোন করেন এবং সাহায্যের আবেদন জানান ৷ অভিযোগ, পুলিশকে ফোন করা হলেও কোনও পদক্ষেপ করা হয়নি ৷ এরপরেই গ্রামবাসীদের একাংশ রাস্তায় নামেন ৷ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ পথ অবরোধের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে ৷

শেখ সিরাজের অভিযোগ, "জমি সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা করেছিলাম ৷ সেই মামলা বারবার প্রত্যাহার করে নিতে আমাকে ভয় দেখানো হচ্ছিল ৷ কিন্তু, আমি মামলা প্রত্যাহার করিনি ৷ তাই আমার বাড়িতে হামলা চালায় ৷"

জাহিরুল আলি খান বলেন, "একটি জমি নিয়ে আদালতে মামলা হয়েছিল ৷ সেই মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে সিরাজকে । উনি মামলা প্রত্যাহার না-করায় এ দিন মীর মমরেজের লোকেরা সিরাজের বাড়িতে হামলা করে ৷"

অভিযুক্ত মীর মমরেজ আলির বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন, "বিষয়টি এখনও পর্যন্ত আমার জানা নেই ৷ আমি খোঁজ নিয়ে দেখছি ৷" যদিও, এ বিষয়ে মন্দারমনি থানার পুলিশ আধিকারিক বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি ৷ তবে, এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ হয়নি ৷ লিখিত অভিযোগ জানাতে কয়েকজন এসেছেন ৷ অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details