পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বনধের প্রভাব লোকাল ট্রেন পরিষেবায়, দফায় দফায় রেল রোকো কর্মসূচি বিজেপির - BJP Calls Bangla Bandh - BJP CALLS BANGLA BANDH

Rail Block By BJP: বিজেপির ডাকা 12 ঘণ্টার বাংলা বনধের ফলে লোকাল ট্রেন পরিষেবা প্রভাবিত হয়েছে ৷ এদিন ভোর 6টা থেকে বিভিন্ন স্টেশনে রেল রোকো কর্মসূচি করছে বিজেপির কর্মী-সমর্থকরা ৷ কোথায় কোথায় ট্রেন চলাচল বিঘ্ন হল ?

Local Train Service
ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 9:44 AM IST

Updated : Aug 28, 2024, 10:52 AM IST

কলকাতা, 28 অগস্ট: বিজেপির ডাকা 12 ঘণ্টার বনধ সফল করতে বিভিন্ন জায়গায় রেল অবরোধ চলছে ৷ এই বনধের ফলে বুধবার ভোর 6টা থেকে পূর্ব রেলের লোকাল ট্রেন পরিষেবাতে প্রভাব পড়ল ৷ পূর্ব রেল সূত্রে জানান হয়েছে, এদিন সকাল থেকেই বনধের সমর্থনে বিভিন্ন স্টেশনে বিজেপি কর্মী-সমর্থকরা রেল লাইনে বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করে ৷ যার জেরে বিভিন্ন শাখার লোকাল ট্রেন পরিষেবা বিঘ্নিত হয় ৷

বিজেপির ডাকা 12 ঘণ্টা বনধের প্রভাব পড়ল লোকাল ট্রেন পরিষেবায় (ইটিভি ভারত)

ট্রেন চলাচল বিঘ্নিত হল শিয়ালদা দক্ষিণ শাখায় ৷ এদিন সকালে দক্ষিণ বারাসত রেলস্টেশনের কাছে রেল অবরোধ করে বিজেপি কর্মী-সমর্থকেরা ৷ গোচরণ রেল স্টেশনের কাছেও ট্রেন অবরোধ করে তারা ৷ এর প্রভাবে শিয়ালদা দক্ষিণ শাখায় শিয়ালদা-নামখানা লোকাল ও শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল কিছু জায়গায় আটকে রয়েছে বলে জানা গিয়েছে ৷ যদিও এই রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশের আধিকারিক ৷ পুলিশের আধিকারিকদের সঙ্গে আন্দোলনকারীদের বচসা শুরু হয় ৷

কোথাও কোথাও রেললাইনের উপর কলাপাতা দিয়ে আন্দোলন করছে বিজেপি কর্মী সমর্থকেরা ৷ এক বিজেপি কর্মী-সমর্থক জানান, মঙ্গলবার নবান্ন অভিযান রুখতে ছাত্রদের উপর পুলিশ হামলা চালিয়েছে ৷ সেই হামলার প্রতিবাদে গতকাল বিকেলে লালবাজার অভিযান করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তারপর আজ 12 ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি ৷

সূত্রের খবর, বনগাঁ, পাঁচবেড়িয়া, গোচরণ আপ লাইন, কালি নারায়ণপুর, মুর্শিদাবাদ, বহরমপুর কোর্ট স্টেশনে লোকাল ট্রেন পরিষেবা বিঘ্নিত হয় ৷ এছাড়া পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে জিয়াগঞ্জ, সংগ্রামপুর, কল্যাণী সীমান্ত, হিন্দমটর, কাটোয়া, হুগলিতেও রেল পরিষেবা বিঘ্নিত হয় বনধ সমর্থকদের বিক্ষোভের কারণে ৷

পাশাপাশি বনগাঁ-বারাসাত লাইন, কৃষ্ণনগর-লালগোলা লাইন, জিয়াগঞ্জ, রানাঘাট-আড়ংঘাটা, ডায়মন্ডহারবার, সংগ্রামপুর ডাউন লাইন, লক্ষীকান্তপুর, উত্তর রাধানগর, মদনপুর, মুরাগাছা, বাদকুল্লা, শান্তিপুর, জয়নগর মাজিলপুর, কাশিমবাজার, দত্তপুকুর, ব্যারাকপুর, বিরানগর, হাওড়া-ব্যান্ডেল লাইন, কোন্নগর, তারকেশ্বর, সিঙ্গুর, রামপুরহাট, মুগরা-সহ একাধিক স্টেশনে বনধ সমর্থনকারীরা লাইনে কলা গাছের পাতা ফেলে ট্রেন পরিষেবা বন্ধ করে দেয় ৷

Last Updated : Aug 28, 2024, 10:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details