হাওড়া, 27 জানুয়ারি: ট্রেনের কামরায় আঁকা রয়েছে মনোমুগ্ধকার গ্রাফিটি ৷ দেশের 75তম প্রজাতন্ত্র দিবসের দিনে হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে 'অ্যালস্টম' ইএমইউ কামরা চালু হল। শুক্রবার দুপুরে ট্রেনের যাত্রার সবুজ পতাকা দেখান হাওড়া বিভাগের প্রধান সঞ্জীব কুমার। নতুন এই 'অ্যালস্টম' ইএমইউ ট্রেনকে ঘিরে যাত্রীদের মধ্যেও উৎসুকতা ও খুশিও ছিল দেখার মতো।
এই বিশেষ 'অ্যালস্টম' ইএমইউ কামরা বিশিষ্ট ট্রেনে কামরার দেওয়ালে, যাত্রী আসনের পিছনে বিভিন্ন ধরণের মনোমুগ্ধকর চিত্র আঁকা হয়েছে। কামরার বাইরের দেওয়াল জুড়ে দেশনায়ক নেতাজি, ভগৎ সিং-সহ প্রজাতন্ত্র দিবসের ভাবনাকেও ফুটিয়ে তোলা হয়েছে। উদ্বোধন উপলক্ষে যাত্রীদের পূর্ব রেলের পক্ষ থেকে লাড্ডু বিতরণ করা হয়। শুধু সুন্দর সজ্জাই নয় ৷
এই কামরাগুলিতে যাত্রী স্বাছন্দ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও রয়েছে যাত্রী ইনফরমেশন ডিসপ্লে বোর্ড। ট্রেনের যাত্রী অরিত্রী বন্দ্যোপাধ্যায় বলেন, "যাত্রীরা বিশেষ করে মহিলাদের সুরক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্তকে স্বাগত জানাই। এটা অনেক আগেই করা উচিত ছিল। আমার কাছে এটা অপ্রত্যাশিত বলেই মনে হচ্ছে। কামরাগুলো খুব সুন্দর লাগছে।" অপর আর এক যাত্রী কৃষ্ণা বাগ বলেন, "একটি বাড়তি ট্রেন মানে নিত্যযাত্রীদের আরও বাড়তি পাওনা। আর ট্রেনের কামরায় দেশের বীর সন্তানদের ছবি দেখলে নিজের মনের মধ্যে দেশাত্মবোধ জেগে ওঠে। এটা খুব ভালো উদ্যোগ।