পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নন্দীগ্রামে খুন তৃণমূল নেতা! নেপথ্যে শুভেন্দু অধিকারীর উস্কানির অভিযোগ শাসকদলের - NANDIGRAM TMC LEADER MURDER

শুভেন্দু অধিকারী যে দিন নন্দীগ্রামে আসেন, তার পরদিনই খুন হন তৃণমূল নেতা ৷ তাঁর হত্যার নেপথ্যে বিজেপি বিধায়কের প্ররোচনা দেখছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

TMC Leader Murder in Nandigram
নন্দীগ্রামে ফের খুন স্থানীয় তৃণমূল নেতা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2024, 5:36 PM IST

নন্দীগ্রাম, 26 ডিসেম্বর: ফের তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ বুধবার, 25 ডিসেম্বর নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বৃন্দাবন চক এলাকায় তৃণমূল কর্মী মহাদেব বিসুয়ীর (45) দেহ পাওয়া যায় ৷ এর নেপথ্যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্ররোচনা রয়েছে বলে অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

জানা গিয়েছে, গতকাল বৃন্দাবন চকে পিকনিক করছিল বিজেপির কর্মী সহ নন্দীগ্রামের বেশ কিছু নেতারা ৷ বৃন্দাবন চক গ্রামের মহাদেব বিসুয়ীকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা ৷ তারা বিজেপি আশ্রিত বলে অভিযোগ ৷ এদিন রাতে তৃণমূল কর্মী মহাদেবের দোকানে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায় ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে পিটিয়ে খুন করেছে ৷ এরপর দোকানের মধ্যে ফেলে দিয়ে গিয়েছে ৷

নন্দীগ্রামে ফের খুন স্থানীয় তৃণমূল নেতা (ইটিভি ভারত)

এলাকার তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ বলেন, "গোকুলনগরের দক্ষিণ বৃন্দাবনচকের বাসিন্দা ছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী মহাদেব বিসুয়ী ৷ গতকাল রাতে এই গ্রাম পঞ্চায়েত সদস্য ভোলানাথ কামিলা, এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সাহেব দাস, এখানকার মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ, অনুপ মাইতি-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী এবং নেতৃত্বরা আমাদের কর্মী মহাদেবকে খুন করেছে ৷ এরপর তাঁর দোকানে ফেলে দিয়ে গিয়েছে ৷ এই মহাদেবের উপর 15 দিন আগেও হামলা হয়েছিল ৷ আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম ৷"

এই খুনের নেপথ্যে রয়েছে শুভেন্দু অধিকারীর উস্কানি, অভিযোগ করেন তৃণমূল নেতা ৷ বাপ্পাদিত্য গর্গ বলেন, "তিনি নন্দীগ্রামে এসেছিলেন ৷ এরপরই তৃণমূল কর্মীকে খুন করা হল ৷ শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে আগমন এবং তৃণমূল কংগ্রেস কর্মীর খুন— এই দুটোর মধ্যে অনেকটাই সামঞ্জস্য রয়েছে বলে আমরা মনে করছি ৷ ওনার উস্কানিতে এই ঘটনাগুলি ঘটছে ৷"

সম্প্রতি চলতি মাসে ধারালো অস্ত্র দিয়ে নন্দীগ্রামে আরেক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল বিজেপির দিকে ৷ এরপর ফের পিটিয়ে খুনের ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷ যদিও বিজেপির তরফ থেকে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details