- অশান্তির আঁচ গায়ে মেখেই শেষ হল রাজ্যে সপ্তম দফা নির্বাচন ৷ 4 জুন ফলাফল প্রকাশের আগে আপাতত চোখ বুথ ফেরত সমীক্ষায় ৷
সপ্তম দফায় উত্তপ্ত সন্দেশখালি, অশান্তির আঁচে রাজ্যে শেষ হল ভোটগ্রহণ; অপেক্ষা 4 জুনের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Jun 1, 2024, 7:06 AM IST
|Updated : Jun 1, 2024, 9:16 PM IST
21:10 June 01
শেষ হল চব্বিশের লোকসভা নির্বাচন ৷ কোথাও ফাটল মাথা, কোথাও চলল গুলি, বিক্ষোভ, গো-ব্যাক ও বচসায় কাটল দিন ৷ প্রাণহানি না হলেও একাধিক জায়গায় ঝরল রক্ত ৷ বসিরহাট ও ভাঙড়ের কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া মোটের উপর সপ্তম দফা তথা শেষ দফার ভোট শান্তিপূর্ণ বলেই জানাল নির্বাচন কমিশন ৷ দিল্লির মসনদে কে বসে তা দেখার জন্য এবার অপেক্ষা 4 জুনের ৷
18:32 June 01
- সপ্তম দফার নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । আলিমুদ্দিন স্ট্রিটে দলের রাজ্য দফতরে ভোট শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,"সপ্তম পর্যায়ে বিজেপি আর তৃণমূলের সেটিং বোঝা গিয়েছে । ডায়মন্ড হারবার যাদবপুরের মতো কেন্দ্র ছেড়ে দিয়েছে বিজেপি । বিজেপিকে কোথাও দেখা যায়নি । বিজেপির কোলে বসে তৃণমূল ভোট করেছে । মনে হল তৃণমূলকে যেন বিজেপি দত্তক নিয়েছে । আর তাই বিজেপির কোলে বসে নির্বাচন কমিশনের সাহায্যে তৃণমূল যা ইচ্ছা করেছে ।"
18:05 June 01
- বরানগরে বিজেপির পার্টি অফিসে হামলা চালানোর তৃণমূলের দুষ্কৃতীরা । প্রায় 50 থেকে 60 জন এসে পার্টি অফিসে থাকা বিজেপি কর্মীদের মাটিতে ফেলে মারধর করে এবং একজনের মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ ৷ এরপরই বিজেপির কর্মী সমর্থকরা এসে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে । শুধু মারধরই নয়, কম্পিউটার-সহ একাধিক জিনিসপত্র ভাঙচুর চালায় বিজেপির পার্টি অফিসে । এছাড়াও আলমপুরে সজল ঘোষের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি । বিজেপির অভিযোগ শান্তিপূর্ণ ভোটের নামে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল ।
17:42 June 01
- সপ্তম দফা নির্বাচনে রাজ্যে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 69.89 শতাংশ৷ যার মধ্যে বারাসতে ভোট পড়েছে 71.80 %, বসিরহাট 76.56 %, ডায়মন্ড হারবার 72.87 %, দমদম 67.60 %, যাদবপুর 70.41 %, জয়নগর 73.44 %, কলকাতা দক্ষিণ 60.88 %, কলকাতা উত্তর 59.23 %, মথুরাপুর 74.13 % ৷ ভোটদানে এগিয়ে বসিরহাট ৷ পিছিয়ে দুই কলকাতা ৷ অন্যদিকে, বরানগর বিধানসভা উপনির্বাচনে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 66.70 শতাংশ ৷
16:46 June 01
- "আজ কোনও কথা বলব না ৷" মিত্র ইন্সটিটিউশনে বিকেল সাড়ে 4টে নাগাদ ভোট দিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
- বাসন্তী বিধানসভার ঝড়খালিতে বিজেপি কর্মীদের উপর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ৷ মাথা ফাটল দু'জনের ৷
- আলিপুর মাল্টিপারপাস স্কুলে ভোট দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ।
- সন্দেশখালির আগরহাটি এলাকার মণ্ডলপাড়ায় গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ গুলিবিদ্ধ ব্যক্তি ইটিভি ভারতের কাছে তৃণমূলকে দুষেছেন ৷
16:10 June 01
- বাসন্তীর তালদহ শিকারীপাড়ার 65 নম্বর বুথের ভোটারদের মাংস ভাত খাইয়ে প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । প্রায় 1400 মানুষকে জন্য মাংস ভাত খাওয়ানো হয় । ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয়বাহিনীর জওয়ানরা এলাকায় গিয়ে হটিয়ে দেয় সকলকে ।
- সন্দেশখালির রাজবাড়ি এলাকায় দফায় দফায় বিক্ষোভ ৷ উত্তপ্ত এলাকা ৷ রাজ্য পুলিশকে ধাক্কা ও তুই তোকারি করে গালিগালাজ রেখা পাত্রর ৷
- বয়ারমানিতে পাঁচজন গ্রামবাসীকে ছাড়ার দাবিতে বাসন্তী আয়ুতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ গ্রামবাসীদের ৷
- সন্দেশখালির আগারহাটি বেড়মজুর এলাকায় ভোট দিতে তৃণমূল বাধা দেয় বলে অভিযোগ ৷ সেই সময় পুলিশ এসে মহিলাদের উপর হামলা চালায় বলে অভিযোগ ।
15:53 June 01
- সপ্তম দফা নির্বাচনে রাজ্যে দুপুর 3টে পর্যন্ত ভোট পড়ল 58.46 শতাংশ ৷ যার মধ্যে বারাসতে ভোট পড়েছে 59.69 %, বসিরহাট 66.76 %, ডায়মন্ড হারবার 61.08 %, দমদম 53.06 %, যাদবপুর 56.49 %, জয়নগর 62.24 %, কলকাতা দক্ষিণ 50.61 %, কলকাতা উত্তর 51.22 %, মথুরাপুর 63.66 % ৷ এর মধ্যে এখনও পর্যন্ত ভোটদানে এগিয়ে রয়েছে বসিরহাট ৷ পিছিয়ে কলকাতার দুই কেন্দ্র ৷ অন্যদিকে, বরানগর বিধানসভা উপনির্বাচনে দুপুর 3টে পর্যন্ত ভোট পড়েছে 53.40 শতাংশ ৷
15:17 June 01
- সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিলেন কলকাতা দক্ষিণের ভোটার তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব । দুপুর 3টে নাগাদ ভোট দেন তিনি ৷
- বাসন্তীর আমঝাড়া এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ । ঘটনায় তৃণমূলের দুই কর্মী আহত । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা । আহত তৃণমূল কর্মীদের নাম তন্ময় হালদার ও বিশ্বনাথ অধিকারী । আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার পর কেন্দ্রীয়বাহিনী ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী এসে এলাকায় পরিস্থিতি সামাল দেয় ।
- কলকাতা আরবানা সংলগ্ন একটি স্কুলে ভোট দিলেন রচনা ও শ্রাবন্তী ৷
- দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের গাড়ি ভাঙার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷
14:44 June 01
- বসিরহাট লোকসভার উত্তর মামুদপুর শিশু শিক্ষাকেন্দ্রের 98 নম্বর বুথে ইভিএম মেশিনে তৃণমূলের পক্ষ থেকে কলমের কালি দিয়ে বিশেষ চিহ্ন করা হয়েছে বলে দাবি করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র । এছাড়াও তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলেরও অভিযোগ করেছেন তিনি ৷ অশান্তির খবর পেয়ে বুথে আসেন রেখা । এরপর বুথ পরিদর্শন করে এই অভিযোগ তোলেন তিনি ।
- কেন্দ্রীয়বাহিনী ও পুলিশ সরতেই ফের উত্তপ্ত বারাসত লোকসভা কেন্দ্রের অধীন অশোকনগরের বাঁকপুল চাক সিমলা এলাকার 73 নম্বর বুথের কাছে আইএসএফ ও তৃণমূল উভয়পক্ষের মধ্যে ইটবৃষ্টি ও মারপিটের অভিযোগ । বাড়িতেও হামলা চালানো হয় বলে জানা গিয়েছে । অশোকনগরের ওই 73 নম্বর বুথে বিজেপি কর্মীদেরও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ভাঙচুর করা হয়েছে একাধিক গাড়ি ।
14:15 June 01
- চেতলা গার্লস স্কুলে পরিবারের সঙ্গে ভোট দিতে এলেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম ৷
- বরানগর বিধানসভা উপনির্বাচনে পরপর দু'বার ভুয়ো ভোটার ধরলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ ৷
13:28 June 01
- সপ্তম দফা নির্বাচনে রাজ্যে দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 45.07 শতাংশ ৷ যার মধ্যে বারাসতে 47.49 %, বসিরহাট 50.89 %, ডায়মন্ড হারবার 47.33 %, দমদম 41.09 %, যাদবপুর 43.25 %, জয়নগর 48.27 %, কলকাতা দক্ষিণ 39.70 %, কলকাতা উত্তর 39.48 %, মথুরাপুর 47.03 % ৷ দুপুর 1টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে বসিরহাটে ৷ পিছিয়ে রয়েছে কলকাতা উত্তর ও দক্ষিণ ৷ অন্যদিকে, বরানগর বিধানসভা উপনির্বাচনে ভোট পড়েছে 41.10 শতাংশ ৷
- শাসনে নিজের এলাকায় ভোট দিয়ে খোশমেজাজে বাড়িতে পত্রিকায় চোখ রাখলেন মজিদ আলি ওরফে মজিদ মাস্টার । পাশাপাশি মোদির ধ্যানে বসা নিয়ে তিনি কটাক্ষ করেন । রাজ্য সরকার উন্নয়নে সচেষ্ট হলেও নানাবিধ জনমুখী প্রকল্পের সমালোচনা করেন তিনি । তাঁর মতে লক্ষ্মীর ভাণ্ডার শুধু গরীব মহিলাদের দেওয়া হোক । এদিন তিনি নস্টালজিক হয়ে পড়েন একদিন তিনিও শাসনে ভোট পরিচালনা করতেন । আজ 80 বছর বয়সে এসে অবসর উপভোগ করছি বলে মন্তব্য করেন মজিদ মাস্টার ।
- জয়নগর লোকসভা কেন্দ্রের মৈপিঠ বৈকুণ্ঠপুর গ্রামের 270 নম্বর বুথে তৃণমূল- বিজেপি সংঘর্ষ ৷ বিজেপির অভিযোগ, ভোট দিতে যাওয়ার পথে মেরে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ । পালটা তৃণমূলের অভিযোগ, বিজেপির পক্ষ থেকে হামলা চালানো হয় ৷
- সাতগাছিয়া বিধানসভার বিজেপি কার্যকর্তা অখিল মান্নার উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ মাথা ফাটিয়ে দেওয়া হয় ৷
12:23 June 01
- শূন্যের ঝড়ের প্রতিফলন দেখা যাবে 4 তারিখ ৷ আলিমুদ্দিন স্ট্রিটের এ কে ফজলুল হক স্কুলে ভোট দিয়ে এমনটাই বললেন বামফ্রন্ট চেয়ারম্যান কমরেড বিমান বসু । পাশাপাশি সন্দেশখালির গোসাবা কেন্দ্রে ইভিএম মেশিন জলে ফেলে দেওয়ার ঘটনার নিন্দাও করলেন বাম নেতা ৷
- মুড়াগাছার তেঘড়িয়া হাইস্কুলে সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে দেখে তৃণমূলের গো-ব্যাক স্লোগান ঘিরে উত্তেজনা । পরিস্থিতি সামাল দিতে আসরে নামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । ওই স্কুলে 212,213 ও 216 তিনটি বুথ রয়েছে । এদিন অভিযোগ পেয়ে ওই স্কুলে ঢুকতেই বিলকান্দ-2 পঞ্চায়েতের তৃণমূলের জেলা পরিষদের সদস্য সোমা ঘোষ দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সুজন চক্রবর্তীর উদ্যেশ্যে গো-ব্যাক স্লোগান দিতে থাকেন বলে জানা গিয়েছে । তৃণমূলের জেলা পরিষদের সদস্য সোমা ঘোষের অভিযোগ, এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে । সুজন চক্রবর্তী বহিরাগতদের নিয়ে এসে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে । অবশেষে পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী ঘেরাটোপে সেখান থেকে বেরিয়ে যান বামপ্রার্থী ।
- কলকাতা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় ভোট দিলেন দেশপ্রাণ বীরেন্দ্র ইন্সটিটিউশনে ৷ সঙ্গে ছিলেন ছেলে নির্বাণ রায় । এদিন মালা রায় বলেন, "মোটের উপর এখনও পর্যন্ত শান্তিপূর্ণই নির্বাচন হচ্ছে ৷ তবে বেশ কিছু জায়গায় কেন্দ্রীয়বাহিনী অতি সক্রিয়তা নিয়ে তিনি উষ্মাপ্রকাশ করলেন পাশাপাশি তিনি জানালেন যে যাকেই ভোট দিক না কেন সকল মানুষ তার ভোটদান প্রয়োগ করুক সেটাই আমি চাই ৷"
- ভোট দিলেন অপর্ণা সেন, কোয়েল মল্লিক, অঞ্জনা বসু, রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় । বাঙুরের একটি স্কুলে বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিকের সঙ্গে ভোট দিলেন কোয়েল ৷ মিমি চক্রবর্তী ভোট দিলেন কসবার সারদা অ্যাকাডেমিতে । অঞ্জনা বসু দিলেন জুবিলি পার্কের একটি স্কুলে ।
11:26 June 01
- বেলা 11:15
এখনও পর্যন্ত কমিশনে মোট অভিযোগ পড়ল 1450টি । এর মধ্যে সিএমএস পোর্টালে জমা পড়া অভিযোগের সংখ্যা 307টি । যার মধ্যে বিজেপির তরফে জমা পড়েছে 76টি, সিপিএমের তরফে 142টি ও কংগ্রেস 9টি । ডায়মন্ড হারবারে 183টি অভিযোগ জমা পড়েছে । সি-ভিজিল অ্যাপে জমা পড়া অভিযোগের সংখ্যা 128টি ও এনজিআরএসে জমা পড়া অভিযোগ 1015টি । দমদমে 473টি ও ডায়মন্ড হারবারে 463টি ৷
- বেলা 11:30
বারাসত লোকসভা কেন্দ্রে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ কালিন্দী প্লট ওনারস লাইব্রেরি হলে ভোট দেন তাঁরা ৷
ভোট দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় ৷ টালিগঞ্জে নিজের বুথে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দেন তিনি ৷
- বেলা 11:37
সপ্তম দফা নির্বাচনে রাজ্যে বেলা 11টা পর্যন্ত ভোট পড়ল 28.10 শতাংশ ৷ যার মধ্যে বারাসতে 27.86 %, বসিরহাট 32.57 %, ডায়মন্ড হারবার 31.51 %, দমদম 24.83 %, যাদবপুর 26.59 %, জয়নগর 30.25 %, কলকাতা দক্ষিণ 24.02 %, কলকাতা উত্তর 24.02 %, মথুরাপুর 30.50 % ৷ ভোটদানে এগিয়ে বসিরহাট ৷ একসঙ্গে পিছিয়ে কলকাতা উত্তর ও দক্ষিণ ৷ এদিকে বরানগর বিধানসভা উপনির্বাচন 24.20 শতাংশ ৷
11:09 June 01
- লেবুতলা পার্কে সজল ঘোষের বাড়ির সামনে বঙ্গবাসী কলেজ-স্কুল বুথের সামনে বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে বিক্ষোভ । প্রক্সি ভোটিংয়ের অভিযোগ তুলল তৃণমূল কর্মীরা । তাপস রায়কে ঘিরে 'গো ব্যাক' স্লোগান । পালটা 'জয় শ্রীরাম' স্লোগান দিলেন বিজেপি কর্মীরা ।
- বরানগর বিদ্যামন্দিরের 36 থেকে 40 নম্বর বুথে কৌস্তভ বাগচি ঢোকামাত্রই তাঁকে দেখে গো ব্যাক স্লোগান ও অশ্লীল গালাগালি দিয়ে ভিতরে ঢুকতে বাধা দেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা । বরানগর পৌরসভার পৌরপিতা রামকৃষ্ণ পালের সঙ্গে হাতাহাতি ও বচসায় জড়িয়ে পড়েন কৌস্তভ ৷
- ক্যানিংয়ের গোলাবাড়ি বাজারে ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা তৃণমূলের । বাধা দিতে গেলে মারধর, ছবি তুলতে গিয়ে আক্রান্ত সংবাদমাধ্যমের কর্মী । পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি । ঘটনায় এক সংবাদকর্মী গুরুতর আহত । এলাকায় ব্যাপক উত্তেজনা । বিরোধী দলের ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।
10:13 June 01
- দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের পর শান্তিপূর্ণভাবে দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে বলে সন্তোষপ্রকাশ করলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী । এদিন সকাল থেকে বিভিন্ন বুথে বুথে ঘুরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি ।
- দক্ষিণ দমদম পৌরসভার 11 নং ওয়ার্ডের কাউন্সিলর মৃন্ময় দাসের নেতৃত্বে সিপিআইএম কর্মীদের আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেওয়া ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ ।
- ভোটের দিনেই ভোট বয়কটের ডাক ৷ বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর লোকসভার কাশীনগর গ্রাম পঞ্চায়েতের 111 নম্বর বুথের । বিক্ষোভকারী সূত্রে জানা যায় বহুদিন ধরেই রাস্তা হাল বেহাল শাসকদলকে বলে কোনও কাজ হয়নি ।
- সল্টলেকে এপিজে স্কুলে ভোট দিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য ৷
- সন্দেশখালি 2 নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ 177 নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য মণিকা মণ্ডলের স্বামী রামকৃষ্ণ মণ্ডলকে রিভালভার দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ আশঙ্কাজনক অবস্থায় খুলনা হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা রামকৃষ্ণ মণ্ডল ৷
- ভোট দিলেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। শনিবার সকালে দিগবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালযের 232 নম্বর বুথে ভোট দেন তিনি ।
- ভোটের দিন আচমকাই একসময়ের সতীর্থ তথা তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গেলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় । কিন্তু বাড়ি গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা না হওয়ায় সেখানকার বুথ পরিদর্শন করে ফিরে যান তিনি ।
09:45 June 01
রাজ্যে সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 12.63 শতাংশ ৷ যার মধ্যে বারাসতে 12.94 %, বসিরহাটে 15.66 %, ডায়মন্ড হারবারে 14.16 %, দমদমে 10.86 %, যাদবপুরে 13.46 %, জয়নগরে 13.13 %, কলকাতা দক্ষিণ 10.16 %, কলকাতা উত্তর 8.92 %, মথুরাপুর 13.54 % ৷ ভোটদানে এগিয়ে রয়েছে বসিরহাট, পিছিয়ে কলকাতা উত্তর ৷ এছাড়াও বরানগর বিধানসভা উপনির্বাচনে ভোট পড়েছে 11 শতাংশ ৷
বারুইপুর পূর্ব বিধানসভার হিঞ্চি অবৈতনিক বিদ্যালয়ে বুথ এজেন্ট বসাতে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ।
সকাল 10টা নাগাদ মিত্র ইন্সটিটিউশনে ভোট দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
09:34 June 01
- ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন ৷
- স্বামীকে সঙ্গে নিয়ে নিজের কেন্দ্রে ভোট দিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷
09:02 June 01
- ভোট দিয়ে ভাঙড়ের উদ্দেশ্যে রওনা দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷
- উত্তর দমদম পৌরসভার আলিপুর বিদ্যামন্দির স্কুলের 231 নম্বর বুথে দলীয় এজেন্ট গৌতম অধিকারীকে মেরে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত গিয়ে বুথে এজেন্টদের ফের বসানোর ব্যবস্থা করেন ৷
- ভোট দিলেন বসিরহাট লোকসভা সিপিআইএমের প্রার্থী নিরাপদ সরদার ৷ খুলনা গ্রাম পঞ্চায়েতের 170 নং বুথে ভোট দিলেন তিনি ৷
08:37 June 01
- স্ত্রীর সঙ্গে সকাল সকাল ভোট দিলেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷
- এদিকে, কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী তথা স্ত্রী সায়রা হালিমকে সঙ্গে নিয়ে ভোট দিলেন ফুয়াদ হালিম ৷
- বেলেঘাটা 33 নম্বর বুথের সামনে তাপস রায়কে 'গো ব্যাক' স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের । 'তাপস রায় দলবদল করে দিদির সঙ্গে বেইমানি করেছেন', এই দাবিতে তাপস রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ মহিলাদের ।
07:10 June 01
- ভোটের সকালেই উত্তপ্ত ভাঙড়ের সাতুলিয়া । যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া এলাকায় আইএসএফ ও সিপিএম কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছে বলে খবর । ঘটনাস্থলে এখনও পর্যন্ত পড়ে আছে তাজা বোমা । পরিস্থিতি সামাল দিতে এলাকায় পোলারহাট থানার পুলিশ ।
- তৃণমূলের এজেন্ট ও কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি ৷
- খড়দায় তৃণমূলের অস্থায়ী অফিসে আগুন লাগানোর অভিযোগ ৷
- বেহালায় পথচারীদের উপর চড়াও কেন্দ্রীয়বাহিনী ৷
- কুলতলিতে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা ইভিএম জলে ফেলে দিলেন ৷
- "জীবনে আমি নিজে প্রথম ভোট দেব ৷ আর সন্দেশখালির মা-বোনেরাও প্রথমবার ভোট দেবেন", শনিবার ভোটের দিন সকালে এলাকা পরিদর্শনে বেরিয়ে প্রথম প্রতিক্রিয়া বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ৷
06:08 June 01
- নির্বিঘ্নেই শুরু হল সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন ৷ সকাল সকাল ভোটের লাইনে জনতা ৷
- কোটরা কদম্বগাছি আদর্শ কলোনিতে বিজেপির বুথ সভাপতি হিরণ বিশ্বাসের বাড়িতে মধ্যরাতে আক্রমণের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বাঁশ ও লাঠির আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি নেতা ও তাঁর মেয়ে পিয়াসা বিশ্বাস ৷