পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শেষ মেট্রো ধরবেন ? জেনে নিন কোন গেট বন্ধ, কোনটা খোলা - Kolkata Metro - KOLKATA METRO

Metro Rail Schedule Will be Changed: আগামী সোমবার থেকে রাতের শেষ মেট্রো পরিষেবার সময় বদলাচ্ছে ৷ সেইসঙ্গে সেদিন থেকে মেট্রোর শেষ পরিষেবার সময় কোন স্টেশনের কোন গেট খোলা থাকবে আর কোনটাই বা বন্ধ তা নিয়ে তালিকা প্রকাশ করল মেট্রো রেল ৷

Metro Rail Schedule Will be Changed
কলকাতা মেট্রো (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 10:18 PM IST

কলকাতা, 21 জুন: কলকাতা মেট্রোর রাত্রিকালীন পরিষেবা আগামী সোমবার অর্থাৎ 24 জুন থেকে রাত 11টার পরিবর্তে মিলবে রাত 10.40 মিনিটে। সম্প্রতি এমনটাই জানিয়েছিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর শেষ পরিষেবার সময় কোন স্টেশনের কোন কোন গেট খোলা থাকবে সেই তালিকা প্রকাশ করল মেট্রোরেল কর্তৃপক্ষ।

আপাতত বন্ধ হচ্ছে মেট্রোর রাত 11টার মেট্রো পরিষেবা। তবে তার পরিবর্তে 10.40 মিনিটে ছাড়বে দিনের শেষ মেট্রো। যাত্রীদের অনুরোধে গত 24 মে থেকে পরীক্ষামূলকভাবে ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বিশেষ রাত্রিকালীন মেট্রো পরিষেবা চালু হয়েছিল ৷ তবে রাতের এই বিশেষ পরিষেবা তেমনভাবে যাত্রী টানতে সক্ষম না-হওয়ায় তা একেবারেই বন্ধ না-করে শেষ মেট্রোর সময় 20 মিনিট এগিয়ে নিয়ে আসা হয়েছে ৷

আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাতের বিশেষ পরিষেবা পাওয়া যাবে। সমস্ত স্টেশনে ট্রেন থামবে ৷ তবে কোনও স্টেশনে টোকেন, স্মার্ট কার্ড ইত্যাদি দেওয়ার জন্য কোনও টিকিট কাউন্টার খোলা থাকবে না। যাত্রীদের ইউপিআই পেমেন্ট মোড ব্যবহার করে স্টেশনে উপস্থিত ASCRM মেশিন থেকে টোকেন কিনতে পারবেন যাত্রীরা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সবক'টি স্টেশনের গেট খোলা রাখা হবে।

  • নেতাজি, মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম এবং কবি সুভাষ স্টেশনে গেট খোলা রাখা হবে।
  • দমদম, বেলগাছিয়া, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধি রোড, ময়দান এবং মহানায়ক উত্তম কুমারের মতো স্টেশনগুলিতে 60 শতাংশেরও বেশি গেট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • শ্যামবাজার, শোভাবাজার-সুতানুটি, চাঁদনি চক, পার্ক স্ট্রিট, রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং রবীন্দ্র সরোবরের মতো স্টেশনগুলিতে যাত্রীদের দ্রুত এবং সহজে প্রবেশ এবং প্রস্থানের জন্য এই পরীক্ষামূলক পরিষেবাগুলির জন্য 50 গেট খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে প্রায় এক মাস ধরে কলকাতা মেট্রোরেলের তরফে একটি পরীক্ষা চালানো হয় ৷ পরীক্ষামূলক দৌড়ে দেখা গিয়েছে, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, নেতাজি ভবন, যতীন দাস পার্ক, গীতাঞ্জলি এবং শহিদ ক্ষুদিরাম স্টেশনে গড় যাত্রীর সংখ্যা মাত্র 10 জনের কাছাকাছি। তা সত্ত্বেও যাত্রীদের জন্য আরও গেট খোলার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষ স্টেশনগুলিতে যাত্রীদের পরিসংখ্যান পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতির প্রয়োজন হলে যাত্রীদের সুবিধার্থে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ব্লু লাইনের স্টেশনগুলির যেই যেই গেটগুলি খোলা রাখা হবে-

  • দমদম- গেট নং 1 (উত্তর পাশের গেট) এবং গেট নং 4 (দক্ষিণ পাশের গেট)
  • বেলগাছিয়া- গেট নং 1 (দুধ কলোনি গেট) এবং গেট নং 3 (রাজবাড়ি গেট)
  • শ্যামবাজার- গেট নং 1 (ফাইভ পয়েন্ট ক্রসিং) এবং গেট নং 4 (ভুপেন বোস অ্যাভিনিউ)
  • শোভাবাজার-সুতানুটি- গেট নং 1 (গ্রে স্ট্রিট গেট) এবং গেট নং 3 (লাল মন্দির গেট)
  • গিরিশ পার্ক- গেট নং 1 এবং গেট নং 3
  • মহাত্মা গান্ধি রোড- গেট নং 1 (মহাজাতি সদন গেট) এবং গেট নং 2 (মেচুয়া গেট)
  • সেন্ট্রাল- গেট নং 2 (লাল বাজার গেট), গেট নং 4 (লোরেটো স্কুল গেট) এবং গেট নং 6 (মেডিক্যাল কলেজ গেট)
  • চাঁদনি চক- গেট নং 1 (হিন্দুস্তান বিল্ডিং গেট), গেট নং 4 (যোগযোগ ভবন গেট) এবং গেট নং 5 (এয়ারলাইন্স গেট)
  • এসপ্ল্যানেড- গেট নং 1 (রানি রাসমণি গেট), গেট নং 2 এবং গেট নং 5
  • পার্ক স্ট্রিট- গেট নং 1 (মিউজিয়াম গেট), গেট নং 2 এবং গেট নং 3
  • ময়দান- গেট নং 1 (ইলিয়ট পার্ক গেট) এবং গেট নং 2 (জীবন দীপ গেট)
  • রবীন্দ্র সদন- গেট নং 2 (নন্দন গেট) এবং গেট নং 3 (সংরক্ষণ গেট)
  • নেতাজি ভবন- গেট নং 2 (আশুতোষ মুখার্জি রোড গেট) এবং গেট নং 4 (জগুবাবুর বাজার গেট)
  • যতীন দাস পার্ক- গেট নং 1 (হাজরা মোড় গেট), গেট নং 3 (ক্যান্সার হাসপাতালের গেট) এবং গেট নং 5 (উত্তম মঞ্চ গেট)
  • কালীঘাট- গেট নং 1 (কালী মন্দির গেট), গেট নং 3 (টালিগঞ্জ অটো স্ট্যান্ড গেট) এবং গেট নং 4
  • রবীন্দ্র সরোবর- গেট নং 1 (মেইন গেট, পূর্ব রেল গেটের বিপরীতে) এবং গেট নং 6
  • মহানায়ক উত্তম কুমার- গেট নং 1 এবং গেট নং 2 (মেইন গেট)
  • নেতাজি- সবক'টি গেট
  • মাস্টারদা সূর্য সেন- সবক'টি গেট
  • গীতাঞ্জলি- সবক'টি গেট
  • কবি নজরুল- সবক'টি গেট
  • শহিদ ক্ষুধিরাম- সবক'টি গেট
  • কবি সুভাষ- সবক'টি গেট

ABOUT THE AUTHOR

...view details