পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার অনুব্রতর সমান ওয়াই প্লাস নিরাপত্তা কাজল শেখকে, রাজনৈতিক ক্ষমতাও বাড়বে ? - KAJAL SHEIKH

এবার অনুব্রত মণ্ডলের সমান ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হল কাজল শেখকে ৷ এরপর কি তাঁর রাজনৈতিক ক্ষমতাও বাড়বে ?

ETV BHARAT
ওয়াই প্লাস নিরাপত্তা কাজল শেখকে (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 5:24 PM IST

বোলপুর, 12 নভেম্বর: আবারও নিরাপত্তা বাড়ানো হল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখের ৷ ওয়াই ক্যাটাগরি থেকে নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস করা হল ৷ 16 নভেম্বর কোর কমিটির বৈঠকের আগে অনুব্রত মণ্ডলের সমান নিরাপত্তা দেওয়া হল যুযুধান হিসাবে পরিচিত কাজল শেখের । একমাসের মধ্যে দু-বার কাজলের নিরাপত্তা বাড়ানো হল ৷ এই নিরাপত্তা বৃদ্ধিকে আদপে বীরভূমের রাজনীতির জমিতে নিরাপত্তা বৃদ্ধি বলে মনে করছেন কাজলের অনুগামীরা ।

বীরভূম জেলায় ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান রাজ্যের কারামন্ত্রী তথা ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ । দুই বছর পর গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে জেলায় ফিরতেই অনুব্রত মণ্ডলকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে । এবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল । 16 অক্টোবরই কাজল শেখের নিরাপত্তা বাড়ানো হয়েছিল ৷ নিরাপত্তা বাড়িয়ে ওয়াই ক্যাটাগরি করা হয়েছিল ৷ একমাসের মধ্যে সেই নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস করে দেওয়া হল ৷

অর্থাৎ, এবার থেকে কাজল শেখের কনভয়ের সামনে পাইলট গাড়ি ও একটি এসকর্ট গাড়ি থাকবে । একই ভাবে পিছনে দুটি গাড়ি থাকবে । চারজন সশস্ত্র দেহরক্ষী-সহ 12 জন পুলিশকর্মী সবসময় তাঁর কনভয়ে থাকবেন ৷ একজন এসআই র‍্যাঙ্কের অফিসার ও এসএসআই থাকবেন নিরাপত্তার দায়িত্বে ৷ এছাড়া, তাঁর বাড়িতেও সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে সর্বক্ষণের জন্য ৷

16 নভেম্বর অনুব্রত মণ্ডলকে নিয়ে কোর কমিটির বৈঠক করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকের ঠিক আগে কাজল শেখের নিরাপত্তা বৃদ্ধিকে বীরভূমের রাজনীতির ময়দানেও নিরাপত্তা বৃদ্ধি হিসেবে দেখছেন কাজলের অনুগামীরা ।

প্রসঙ্গত, অনুব্রত জেলায় ফিরতেই কাজলের সঙ্গে ঠাণ্ডা লড়াই, স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গিয়েছে । দুই দিকে বিভক্ত দুই নেতার অনুগামীরা । যদিও, অনুব্রত ফিরে আসার পরেও সেই কোর কমিটির উপরেই আস্থা রাখছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব ৷ এরই মাঝে কাজলের নিরাপত্তা বৃদ্ধি যে তাৎপর্যপূর্ণ তাতে কোনও সন্দেহ নেই ৷

ABOUT THE AUTHOR

...view details