আলিপুরদুয়ার, 24 জুন: কবি যোগীন্দ্রনাথ সরকার এক মজার দেশের কল্পনা করেছিলেন ৷ যেখানকার সব নিয়মই এক্কেবারে উলটো ৷ কবি লিখেছিলেন, "এক যে আছে মজার দেশ, সব রকমে ভালো/রাত্তিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো/আকাশ সেথা সবুজ বরণ, গাছের পাতা নীল/ডাঙায় চরে রুই-কাতলা, জলের মাঝে চিল ৷" অনেকটা এরকমই বিচিত্র এক জায়গার গল্প শোনাব আজ ৷
না, প্রকৃতি সেখানে এই কবিতার মতো 'উলটো বুঝলি রাম' নয় ৷ বরং এখানকার মানুষদের স্বভাবের সঙ্গে আশ্চর্য অমিল আজকের দিনের আম জনতার ৷ চোর-ডাকাত-কেপমারদের দৌরাত্ম্যে যেখানে দেশজুড়ে নাজেহাল পুলিশ, সেখানে এই গ্রামের মানুষ জানেনই না অপরাধ কাকে বলে ৷ এখানে নেই চুরি, ডাকাতি বা রাজনৈতিক সংঘর্ষ ৷ তাই থানায় নেই কোনও ক্রাইম রেকর্ড ৷ ফলে পুলিশের গুডবুকে রয়েছে ভারত-ভুটান সীমান্তে আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের লেপচাখা-সহ বেশ কয়েকটি গ্রাম ।
শুধু এরাজ্য নয়, দেশজুড়েই চুরি, ডাকাতি, রাহাজানি এখন নিত্যদিনের ঘটনা ৷ এক মুহূর্ত কারওকে বিশ্বাস করার উপায় নেই ৷ তা করলেই অধিকাংশ ক্ষেত্রে খোয়া যায় নিজেদের মুল্যবান জিনিসপত্র ৷ স্ট্রেস, অভাব-অনটন - নানা কারণে বেড়ে চলেছে চুরি, ডাকাতি, মারামারির ঘটনা ৷ তাই মানুষের মুখে মুখে ঘোরে পুলিশের 100 ডায়ালের নম্বর ৷ তবে লেপচাখা গ্রামের মানুষ থানা বা পুলিশের কোনও নম্বরই জানেন না ৷ অপরাধ বা অপরাধীর থেকে বাঁচার কোনও ভাবনা নেই তাঁদের ৷ নির্মল আনন্দেই জীবন কাটে গ্রামবাসীদের ৷
কালচিনি থেকে মাত্র 32 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম । এই গ্রামের মূল অর্থনৈতিক ভিত পর্যটন ৷ কালচিনি থানা থেকে সান্তালবাড়ি পর্যন্ত সড়ক পথে এসে, এরপর ট্রেকিং করে যেতে হয় ভারত-ভুটান সীমান্তের বক্সা পাহাড়ের লেপচাখাতে । ডুয়ার্সের ভুস্বর্গ বলা হয় লেপচাখাকে । পাহাড়ের কোলে অপূর্ব সুন্দর এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন হাজার হাজার মানুষ । খাড়া পাহাড়ি রাস্তা হওয়ায় বর্ষাকালে পর্যটক তেমন পাওয়া যায় না ।
পুলিশকে কখনও কোনও অপরাধের ঘটনায় আসতে হয়নি এই লেপচাখায় ৷ শুধু লেপচাখা নয়, বক্সা, তাসিগাও, আদমা, সদর বাজার, ডারাগাও এবং চুনাভাটির মতো পার্শ্ববর্তী গ্রামগুলির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য । অপরাধের ঘটনা না-ঘটলেও আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার থেকে শুরু করে কালচিনি থানার আধিকারিকরা সচেতেনতা বৃদ্ধির জন্য এই এলাকায় যান । আলিপুরদুয়ারের দুর্গম বক্সা পাহাড়ে তিনটি এমন বুথ আছে যেখানে কোনও নেটওয়ার্ক কাজ করে না । আদমা, চুনাভাটি ও বক্সা তিনটি বুথ । সমুদ্রপৃষ্ঠ থেকে 2800 ফুট উচ্চতায় অবস্থিত বক্সা পাহাড়ের লেপচাখা ।