কলকাতা, 23 ডিসেম্বর: আম্বেদকর ইস্যুতে অমিত শাহের পদত্যাগের দাবিতে পথে নামছে বামেরা । আগামী 30 ডিসেম্বর দেশব্যাপী যৌথভাবে প্রতিবাদ দিবসের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বামেরা । ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) (সিপিআইএম), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন (সিপিআইএমএল লিবারেশন), বিপ্লবী সমাজতান্ত্রিক দল (আরএসপি) এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের নেতারা 22 ডিসেম্বর দিল্লিতে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন ।
সোমবার এক বিবৃতিতে বামেদের তরফে জানানো হয়েছে যে, "রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডক্টর বি আর আম্বেদকরের প্রতি অসম্মানজনক এবং অবমাননাকর মন্তব্যের ফলে, সারা দেশে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ হয়েছে । তবে, অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেউই প্রতিকারমূলক ব্যবস্থা নিতে রাজি নন । তাই, বাম দলগুলি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে । আগামী 30 ডিসেম্বর যৌথভাবে প্রতিবাদ দিবসের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে । দেশব্যাপী প্রতিবাদ দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহের পদত্যাগ দাবি করা হবে ।"