কলকাতা, 25 জুন: ব্রিগেডে গণনাট্য সঙ্গীত গেয়ে মন জিতে নিয়েছে আরাত্রিকা সিনহা ৷ এবার জনপ্রিয় রিয়েলিটি শো 'সারেগামাপা'-র প্রতিযোগিতা মঞ্চে তার গানে মুগ্ধ বিচারক থেকে মেন্টর, সঞ্চালক কিংবা সর্বোপরি দর্শক ৷ তাঁদের মধ্যে অন্যতম সিপিএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায় ৷ তাঁর এই ভূয়সী প্রশংসা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হল 14 বছরের আরাত্রিকাকে ৷ নেট দুনিয়ার প্রশ্ন, আরাত্রিকা কি বামপন্থী শিল্পী ?
শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে কৌস্তভ সোশাল মিডিয়ায় লেখেন, "লড়ে যা আরাত্রিকা।..." এই ব্যাপারে ইটিভি ভারতকে কৌস্তভ চট্টোপাধ্যায় বলেন, "ওর ডাক নাম মানি। ছোটবেলা থেকেই চিনি ওকে। শুধু গণনাট্য সঙ্গীত নয়, সব ধরনের গান ভালো গায় ৷ গণনাট্য সঙ্গীত তো মানুষের গান ৷ সকলের গান ৷ এই সময়ে দাঁড়িয়ে অত বড় প্ল্যাটফর্মে সেই গান গেয়ে মেয়েটা সকলের প্রশংসা কুড়িয়েছে ৷ তাতেই তো আমাদের জয়। আমি সেটাই লিখেছি। আমি ওকে উৎসাহিত করতে চেয়েছি ।"
কৌস্তভের এই প্রশংসাসূচক মন্তব্যের পরেই মন্তব্য বাক্স ভরে ওঠে ইতিবাচক ও নেতিবাচক- দু'রকম বক্তব্যে ৷ কেউ আরিত্রিকাকে সাবাশি দিলেও কেউ আবার লিখেছেন "এখানে কীভাবে বামপন্থীরা জিতল ? আরাত্রিকা একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়েছে । ও কি ওখানে বামপন্থী শিল্পী হিসেবে নাম লিখিয়েছে ? জানার ইচ্ছে রইল ।"
আরাত্রিকা বামপন্থী শিল্পী কি না? মন্তব্যের প্রেক্ষিতে কৌস্তভ পালটা বলেন, "রং যেমন কারও পৈতৃক সম্পত্তি নয়, গানও কারও পৈতৃক সম্পত্তি নয় ৷ সবাই সব গান শুনতে পারেন ৷ আমি ওর গানের প্রশংসা করেছি শুধু ৷ তাতে আরএসএস-এর কোন ফেক প্রোফাইল থেকে কে কী মন্তব্য করছে আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির লোক কী বলছেন, তা নিয়ে আমি বিন্দুমাত্র বিচলিত নই ৷"
অন্যদিকে আরাত্রিকাকে বামপন্থী গায়িকা হিসেবে দাগিয়ে দিতেই সরব হয়েছে তার পরিবার ৷ শিল্পীর বাবা সৌম্য সিনহা ইটিভি ভারতকে বলেন, "আমার মেয়ে ক্লাস ওয়ান থেকে গান শেখে ৷ আমার বাড়ি আপাদমস্তক বামপন্থী ৷ রাজনৈতিক পরিমণ্ডলেই ওর বড় হওয়া। আমার বাবা দিগন্ত সিনহার কাছেই ও গণসঙ্গীত শিখেছে। এর জন্য আলাদা কারও কাছে ওকে যেতে হয়নি ৷ যেহেতু বাড়িতেই রাজনৈতিক পরিমণ্ডল, তাই ও পার্টির গল্প এবং খবর শোনে।"
আরাত্রিকার গণসঙ্গীত গাওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, "ওকে পার্টি থেকে গান গাইতে ডাকলে ও গিয়ে গেয়ে আসে। ব্যস, ওটুকুই। আরাত্রিকা গায়িকা, তাই শুধু বামপন্থী কেন তৃণমূল, বিজেপি সমর্থকরাও ওর গান শুনবে। সবাই ওর শ্রোতা। ওকে বামপন্থী গায়িকা হিসেবে দাগিয়ে দেওয়ার বিষয়টা আমরা ভালো চোখে দেখছি না। ও তো বড় হয়ে অন্য দলের সমর্থক হতেই পারে। আবার নাও হতে পারে। সেটা ওর নিজস্ব ব্যাপার। আরাত্রিকা শুধুই গায়িকা। বাম গায়িকা নয় ৷"
উল্লেখ্য, 'সারেগামাপা'র চলতি সপ্তাহের পর্বে গণসঙ্গীত গেয়ে ফের বিচারক, দর্শকের মন কেড়ে নেয় আরাত্রিকা সিনহা। পরপর দু'টি গণসঙ্গীত গেয়ে পরের রাউন্ডে যায় সে। রবিবারের পর্বে তাকে বিচারক শান্তনু মৈত্র গণসঙ্গীত গাইতে বলেন ৷ কারণ এর আগেও প্রায় হারিয়ে যেতে বসা গণসঙ্গীত গেয়ে সকলের মন কেড়ে নিয়েছিল বাঁকুড়ার বছর চোদ্দর আরাত্রিকা ৷