কলকাতা, 10 ডিসেম্বর: 2026 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে, এবার নয়া আসন বণ্টন নীতির কথা ভাবনাচিন্তা করছে বামফ্রন্টের প্রধান শরিক সিপিআইএম ৷ ফ্রন্ট কিংবা জোটের বাইরে এবার নির্দলদেরও সমর্থন দেওয়া হতে পারে ৷ সেই কারণে 1977 সালে তৈরি হওয়া শরিকদের জন্য আসন বণ্টন নীতি বদলের কথা ভাবছে বামফ্রন্ট ৷ সোমবার রাজ্য বামফ্রন্টের বৈঠকে নতুন আসন বণ্টন নীতির প্রস্তাব রাখেন ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ৷
তবে, নির্দল প্রার্থীদের সমর্থনের ক্ষেত্রে বেশ কিছু শর্তও থাকছে ৷ সূত্রের খবর, সেই নির্দল প্রার্থীকেই বামফ্রন্ট সমর্থন করবে, যার রাজনৈতিক কেরিয়ারে কোনও দাগ নেই ৷ দুর্নীতি, খুন, ধর্ষণের মতো অপরাধের মামলা নেই এমন স্বচ্ছ-ভাবমূর্তির প্রার্থীকেই বাইরে থেকে সমর্থন দেবে বামেরা ৷ তবে, এই বিষয়টিও আলোচনার পর্যায়ে রয়েছে ৷
সূত্রের খবর, বৈঠকে সেই প্রস্তাবের বিরোধিতা করেনি কোনও শরিক দলই ৷ তবে, প্রস্তাব এখনও পাশ হয়নি ৷ সিপিআই, ফরওয়ার্ড ব্লক ও আরএসপি-র তরফে নতুন নীতির বিষয়ে মতামত জানানো হবে বলে খবর ৷ ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের বক্তব্য, "প্রস্তাব দেওয়া হয়েছে ৷ সেটা নিয়ে আলোচনা হবে ৷ বাকিটা ভবিষ্যৎ বলবে ৷"
আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, 2026 সালের বিধানসভা ভোটের আগে আসন সমঝোতায় কোনও শরিকি জটিলতা যাতে তৈরি না-হয়, সেই কাজ এখন থেকেই সেরে রাখতে চাইছে সিপিআইএম ৷ একটা সময় রাজ্যের বেশ কয়েকটি জেলায় রাজ্য বামফ্রন্টের শরিকদলগুলির ব্যাপক পরিমাণে দাপট ছিল ৷ যেমন কোচবিহারে ফরওয়ার্ড ব্লক, মেদিনীপুরে সিপিআই, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ 24 পরগনার কুলতলি এলাকায় আরএসপি-র দাপট ছিল ৷