কলকাতা, 23 জানুয়ারি:বাঘাযতীনের পর ফের ট্যাংরায় বহুতল হেলে যাওয়ার ঘটনায় অস্বস্তিতে কলকাতা পুর প্রশাসন ৷ খোদ কলকাতায় একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনায় বামফ্রন্টের প্রাক্তন ও বর্তমান কাউন্সিলরদের বিক্ষোভ উত্তপ্ত কলকাতা কর্পোরেশন ৷
বাঘাযতীনের পর বুধবার সকালে ট্যাংরায় একটি বহুতল হেলে পড়ে ৷ এর জেরে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। কলকাতা পুরনিগমের 58 নম্বর ওয়ার্ডে ট্যাংরা এলাকার ক্রিস্টোফার রোডের নির্মীয়মাণ বহুতলটি পাশের একটি বাড়ির উপর হেলে পড়ে। বাড়িটি নির্মীয়মাণ হওয়ায় সেখানে কেউ বসবাস করতেন না। কিন্তু কাজের জন্য বহুতলে রাজমিস্ত্রিরা থাকতেন। তবে তাঁদের কোনও ক্ষতি হয়নি ৷
শহরের বুকে একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনায় বর্তমান ও প্রাক্তন বাম কাউন্সিলররা বুধবার প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখান কলকাতা পুরনিগমে। স্লোগান মুখর বিক্ষোভ মিছিল যায় মেয়রের ঘরের সামনে। বেশ কিছুক্ষণ সেখান তাঁরা বিক্ষোভ দেখান। এরপর সকলেই মেয়রের ঘরে ঢোকেন। দীর্ঘক্ষণ আলোচনার পর মেয়র ফিরহাদ হাকিমকে ডেপুটেশন দেন বাম কাউন্সিলররা ৷ যাতে দাবি করা হয়, কলকাতায় 500 বেশি বেআইনি বাড়ি রয়েছে ৷ যার মধ্যে 250টি বাড়ি পরিদর্শন করা হয়েছে ৷ বাকি বাড়িগুলি নিয়ে কোনও তাপ-উত্তাপ নেই পুরনিগম কর্তৃপক্ষের ৷ এদিন প্রতিনিধি দলে ছিলেন রূপা বাগচী, রাজীব বিশ্বাস, চয়ন ভট্টাচার্য, মধুছন্দ দেব, নন্দিতা রায়, রত্না রায় মজুমদার-সহ বাম কাউন্সিলররা।