বারাসত, 14 নভেম্বর: ফোনে কথা বলতে বলতে লাইন পার হচ্ছিলেন মহিলা আইনজীবী । ওই লাইনে যে ট্রেন আসছে সেদিকে খেয়াল ছিল না তাঁর ৷ ফোনে ব্যস্ত থাকায় ট্রেনের হর্নও তাঁর কানে পৌঁছয়নি ৷ তাতেই কাল হল ৷ মহিলা আইনজীবীকে পিষে দিয়ে চলে গেল ট্রেন ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বারাসত স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের লাইনে ।
ফোন কানে লাইন পারাপার ! ট্রেনের ধাক্কায় মৃত্যু আইনজীবীর - LAWYER DEATH BY TRAIN ACCIDENT
বারবার সচেতনতা সত্ত্বেও হুঁশ নেই ৷ ফের কথা বলতে বলতে রেল লাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু ৷ প্রাণ গেল মহিলা আইনজীবীর ৷
Published : Nov 14, 2024, 5:22 PM IST
রেল পুলিশ জানিয়েছে, মৃত আইনজীবীর নাম বন্দনা মাইতি (58)। ঘটনার পর তাঁর সহকর্মীরা মহিলা আইনজীবীর দেহটি শনাক্ত করেন । পরে, ময়নাতদন্তের জন্য তা বারাসত মেডিক্যাল কলেজে পাঠায় জিআরপি ।
জানা গিয়েছে, মৃত মহিলা আইনজীবীর বাড়ি দমদমে । তিনি বারাসত আদালতের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন । বৃহস্পতিবার দুপুর নাগাদ বারাসত স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের লাইন পেরিয়ে নিজের কর্মস্থলের দিকে যাচ্ছিলেন । সেই সময় আপ বনগাঁ লোকাল ওই লাইনে এসে পড়ে ।ট্রেনটি বারবার হর্ন দেওয়ার পরেও তিনি তা শুনতে পাননি বলে খবর রেল সূত্রে । তখনই ট্রেনের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বন্দনা ।
ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । বারাসত জিআরপি সূত্রে খবর, ওই মহিলা ফোন কানে দিয়ে কথা বলতে বলতে লাইন পেরোচ্ছিলেন । ফোনে এতটাই মগ্ন ছিলেন যে অপর দিক থেকে ট্রেনের হর্নের শব্দ শুনতে পাননি তিনি । তার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে রেল পুলিশ ।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে স্টেশনে ছুটে আসেন বারাসত আদালতের আইনজীবীরা । তাঁরাই প্রথমে বন্দনার দেহটি শনাক্ত করেন । পরে, খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে । আচমকা সহকর্মীর এমন মর্মান্তিক পরিণতিতে হতবাক সকলে । তবে এই দুর্ঘটনা আরও একবার দেখিয়ে দিল, রেললাইন পারাপারের সময় ফোনে কথা বলা কতটা বিপজ্জনক । রেল পুলিশের তরফে জানানো হয়েছে, জনগণকে বার বার এই বিষয়ে সচেতন করা হয় ৷ বিভিন্ন স্টেশনে দিনভর মাইকে ঘোষণাও চলে । তারপরও তাঁরা সচেতন হননি । এমনকী একজন আইনজীবীরও এতটুকু যে হুঁশ নেই, তা স্পষ্ট এই ঘটনায় ৷