পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বার কাউন্সিলের অনুমোদন ছাড়াই চলছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ! - University of North Bengal

University of North Bengal: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ নিয়ে মামলা গড়াল হাইকোর্টে ৷ বার কাউন্সিলের অনুমোদন ছাড়াই চলছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ৷ এমনই অভিযোগ ৷

University of North Bengal
অনুমোদন ছাড়াই চলছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 5:16 PM IST

জলপাইগুড়ি, 22 জুলাই: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কোনও অনুমোদনই নেই ! বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন ছাড়াই চলছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। যা নিয়ে মামলা গড়াল কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। যদিও অভিযোগ অস্বীকার করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ মামলায় বার কাউন্সিল অফ ইন্ডিয়া এবং বিহার বার কাউন্সিলকে ডেকে পাঠাল হাইকোর্ট। আগামী শুক্রবার ফের মামলার শুনানি।

এদিকে ইন্ডিয়ান বার কাউন্সিলের অনুমোদন ছাড়াই চলছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন না থাকায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাশ করা ছাত্র অভিষেক দত্ত বিহার বার কাউন্সিলে এনরোলমেন্ট পাননি ৷ তাঁকে অ্যাপ্রুভালও দেয়নি বিহার বার কাউন্সিল। এরপরেই বিষয়টি প্রকাশ্যে আসে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কোনও অনুমোদনই নেই। কিন্তু পশ্চিমবঙ্গ বার কাউন্সিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাশ করা আইনজীবীকেই অ্যাপ্রুভাল দিচ্ছে। ফলে 2011 সাল থেকে কোনও সমস্যা হয়নি।সমস্যা শুরু হয় অভিষেক দত্ত বিহার বার কাউন্সিল এনরোলমেন্ট করতে গিয়ে অনুমোদনের বিষয়টি সামনে আসায়।

আইনজীবী অর্জুন চৌধুরী জানান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র অভিষেক দত্ত গত বছর পাশ করে বিহারের বার কাউন্সিলে তাঁর নাম নথিভুক্ত করার জন্য যান। কিন্তু বিহার বার কাউন্সিল জানিয়ে দেয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কোনও অনুমোদনই নেই। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন ছাড়াই চলছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। দিশেহারা হয়ে পড়েন অভিষেক। আরটিআইতেও ইন্ডিয়ান বার কাউন্সিল জানিয়ে দেয়, তাদের অনুমোদন দেওয়া নেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগকে। এরপরেই সে মামলা দায়ের করে।

2011 সাল থেকে ইন্ডিয়ান বার কাউন্সিলের অনুমোদন ছাড়াই চলছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের মামলার শুনানিতে এদিন বিচারপতি জয় সেনগুপ্ত শুক্রবার ফের শুনানির দিন ধার্য করেছেন ৷ এদিন রাজ্য বার কাউন্সিল, বার কাউন্সিল অব ইন্ডিয়ার তরফে কেউ শুনানিতে আসেননি। আগামী শুক্রবার সব পক্ষকে ডাকা হয়েছে। রাজ্যের তরফে আদালতকে জানানো হয়েছে, আইন বিভাগের কোনও গাফিলতি নেই। কিন্তু বার কাউন্সিল অব ইন্ডিয়ার গাফিলতি রয়েছে।

কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী জানান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2002 সাল থেকে কোনও সমস্যা নেই। 2015 সালে আইন বিভাগ টাকা বার কাউন্সিলে জমা করে। কিন্তু বার কাউন্সিল কোনও পরিদর্শন করেনি। তাঁর কথায়, "আমরা আদালতকে সব জানিয়েছি। বার কাউন্সিলের ওয়েবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের নাম নেই। ফলে বিহার বার কাউন্সিল এই আইন বিভাগের কাউকে এনরোলমেন্ট দিচ্ছে না। এতে কোনও ছাত্রছাত্রীর সমস্যা হবে না ৷"

ABOUT THE AUTHOR

...view details