পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেতাজি ইন্ডোরে কলকাতা উত্তর লোকসভার ডিসিআরসি-তে শেষ মুহূর্তের ব্যস্ততা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় নেতাজি ইন্ডোরের ডিসিআরসি-তে বিতরণ হল কলকাতা উত্তর কলকাতা কেন্দ্রের সরঞ্জাম ৷ আজ সকালে বৃষ্টির কারণে, ডিসিআরসি-তে পৌঁছতে সমস্যায় পড়েন দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীরা ৷

ETV BHARAT
নেতাজি ইন্ডোরে কলকাতা উত্তর লোকসভার ডিসিআরসি ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 6:36 PM IST

কলকাতা, 31 মে: সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন হবে আগামিকাল ৷ দক্ষিণবঙ্গের মোট 9টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৷ যার মধ্যে অন্যতম কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র ৷ 1 হাজার 869টি বুথে শনিবার ভোটগ্রহণ হতে চলেছে ৷ কলকাতা উত্তর লোকসভার 7টি বিধানসভার মধ্যে পাঁচটির ডিসিআরসি করা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৷ সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে ভোট কর্মীরা নিজ নিজ বুথের দায়িত্ব বুঝে নিচ্ছেন ৷ ইভিএম, ভিভিপ্যাট-সহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য সরঞ্জাম নিয়ে ভোটকর্মীরা নির্দিষ্ট গন্তব্যে রওনা দিয়েছেন ৷

রেমালের তাণ্ডবের পর দু’দিনের বিরতি ৷ তারপর বৃহস্পতিবার রাত থেকে ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে ৷ আজ সকালেও মুষলধারা বৃষ্টি মাথায় নিয়েই ভোটকর্মীরা এসে পৌঁছলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, কলকাতা উত্তরের ডিসিআরসি-তে ৷ বৃষ্টির কারণে, সকালের দিকে ভোটকর্মীদের ভিড় কম থাকলেও, বেলা বাড়তেই ভোটকর্মীরা একে একে আসতে শুরু করেন ৷ নির্বাচন কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, চৌরঙ্গি, এন্টালি, বেলগাছিয়া, শ্যামপুকুর ও জোড়াসাঁকো, এই পাঁচটি বিধানসভার অন্তর্গত বুথগুলির ভোটের সরঞ্জাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ডিসিআরসি থেকে সরবরাহ করা হয় ৷

নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজের নিজের কেন্দ্রের দিকে রওনা দিলেন ভোটকর্মীরা (ইটিভি ভারত)

ভোট সামগ্রী সরবরাহকে কেন্দ্র করে যাতে, কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বদ্ধপরিকর ছিল কলকাতা পুলিশ ৷ ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায়, ডিসিআরসি-র বাইরেও কলকাতা পুলিশের বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ সঙ্গে রয়েছে ভলান্টিয়ার এবং সশস্ত্র বাহিনীর আধিকারিকরা ৷ ভিতরে রয়েছে কলকাতা পুলিশের সার্জেন্ট ও ওসি এবং অতিরিক্ত ওসি পদমর্যাদার আধিকারিকদের নিরাপত্তা বলয় ৷ নেতাজি ইন্ডোর থেকে প্রিসাইডিং অফিসার-সহ অন্য ভোটকর্মীদের নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে গাড়ি ও বাসের ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে ৷

ভোটকর্মী রিঙ্কা দাস ইটিভি ভারতকে জানান, এবারেই প্রথম নির্বাচনের দায়িত্ব পেয়েছেন ৷ আগামিকাল তাঁর শ্যামপুকুরের একটি বুথে দায়িত্ব রয়েছে ৷ জীবনের প্রথম ভোট প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব ৷ তাই নিয়ে সামান্য হলেও, নার্ভাস বলে জানান তিনি ৷ আরেক ভোট কর্মী তমাল দাস এর আগে একাধিক ভোটের ডিউটি করেছেন ৷ কিন্তু, আচমকা আবহাওয়া খারাপ হওয়ার কারণে, ডিসিআরসি-তে পৌঁছতে সমস্যা হচ্ছে বলে জানান তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details