পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলেজে ভর্তির পোর্টালে আবেদন করার শেষ সুযোগ রবিবার - College Admission Portal - COLLEGE ADMISSION PORTAL

Online Admission Portal: পড়ুয়াদের কথা ভেবে এই বছর রাজ্য় সরকার ও শিক্ষা দফতরের উদ্যোগে তৈরি হয় কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয় পোর্টাল ৷ রবিবার সেই পোর্টালের মাধ্যমে আবেদন করার শেষ দিন ৷ শিক্ষা দফতরের নিয়ম অনুযায়ী, 12 জুলাই প্রকাশিত হবে প্রথম তালিকা ।

Online Admission Portal
কলেজে ভর্তির পোর্টাল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 6:12 PM IST

কলকাতা, 7 জুলাই: সরকারি ও সরকার পোষিত কলেজগুলিতে আবেদন করার আজ শেষ দিন ৷ রাজ্য শিক্ষা দফতরের নোটিশ অনুসারে, রাজ্যের 461টি কলেজে ভর্তির জন্য রবিবার শেষ সুযোগ পাচ্ছেন রাজ্য তথা দেশের পড়ুয়ারা ৷

পড়ুয়াদের সুবিধার্থে এই বছর রাজ্য় সরকার ও শিক্ষা দফতরের উদ্যোগে তৈরি হয় কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয় পোর্টাল ৷ এই পোর্টালের মাধ্য়মে দেশের যেকোনও প্রান্তে বসেই রাজ্যের কলেজগুলিতে আবেদন করতে পারবেন পড়ুয়ারা ৷ ইতিমধ্যে সারা দেশে বেশ সাড়া ফেলে দিয়েছে এই পোর্টাল ৷ এই পোর্টালের মাধ্যমে আবেদনের প্রথম পর্ব শেষ হচ্ছে রবিবার ৷

শুধু এই রাজ্য নয়, বিভিন্ন রাজ্যের ছাত্র-ছাত্রীরা এই পোর্টালের মাধ্যমে কলেজগুলিতে ভর্তির আবেদন জমা দিয়েছেন । পড়ুয়াদের সাড়া দেখে প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি আবেদনের শেষ তারিখ আরও বাড়িয়ে দেওয়া হবে ! এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, "7 তারিখের পর আমরা পরিস্থিতি বুঝে পরবর্তী পরিকল্পনা করব । দরকার হলে বাড়ানো হবে ।"

শিক্ষা দফতরের নিয়ম অনুযায়ী, গত 24 জুন থেকে কলেজে ভর্তির রেজিস্ট্রেশন শুরু হয় । রেজিস্ট্রেশনের শেষ তারিখ 7 জুলাই । পোর্টালে আবেদনের প্রেক্ষিতে 12 জুলাই প্রকাশিত হবে প্রথম তালিকা । এরপর 7 অগস্টের মধ্যে ভর্তির সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে । যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মতো স্ব-শাসিত বিশ্ববিদ্যালয়গুলি এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের চারুকলা এবং পারফর্মিং আর্টস, কারুশিল্প, নৃত্য এবং সঙ্গীত নিয়ে কলেজ-কোর্সের প্রোগ্রামগুলি এই পোর্টালের বাইরে রয়েছে । রাজ্যের 16 টি বিশ্ববিদ্য়ালয়, 661টি কলেজে, 7 হাজার 217টি কোর্সে ভর্তি হবে এই পোর্টালের আওতায় । একজন পড়ুয়া সর্বাধিক 25টি কোর্সে আবেদন করতে পারবেন । প্রথম দফার শেষে আসন সংখ্যা খালি থাকলে তবেই দ্বিতীয় দফায় ভর্তি প্রক্রিয়া শুরু হবে ।

ABOUT THE AUTHOR

...view details