কলকাতা, 8 এপ্রিল: সিএএ, এনআরসি নিয়ে 'হুমকি চিঠি' পেলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর৷ সোমবার সাংবাদিকদের তিনি জানান, দেগঙ্গা থেকে তিনি এই হুমকি চিঠি পেয়েছেন ৷ এই চিঠিতে বলা বয়েছে, সিএএ, এনআরসি নিয়ে বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়িকে উড়িয়ে দেওয়া হবে ৷
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তাঁর যে সরকার, তাকে অবগত করাতে চাই যে, আজকে দুপুর 2টো 10 মিনিট নাগাদ আমাকে হুমকি দিয়ে লস্কর-ই-তৈবার থেকে আমাকে চিঠি পাঠানো হয়েছে৷ সিএএ, এনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়িকে উড়িয়ে দেওয়া হবে৷ আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে৷ এই চিঠি এসেছে দেগঙ্গ থেকে৷"
এই ঘটনায় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে দুষে শান্তনু ঠাকুর বলেন, "এই যে অগণতান্ত্রিক পরিস্থিতি চলছে, এটাতে বোধহয় আপনি খুব খুশি৷ বিজেপির কোনও প্রাক্তন সাংসদ এবং মন্ত্রীকে হুমকি দেওয়া গিয়েছে মানে আপনি ব্যাপকভাবে রাজনৈতিক দিক থেকে খুশি৷ আপনার খুশি হওয়াটাই স্বাভাবিক ব্যপার৷ এরকম জঙ্গিগোষ্ঠী আপনাদের মদতে এখানে পুষ্ট হচ্ছে৷ আপনাদের আশ্রয়ে পুষ্ট হচ্ছে এবং এইভাবে আমাদের হুমকি দিচ্ছে৷"