পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বড়দিনের রাতে ঝলমলে পার্ক স্ট্রিটে জনজোয়ার, উৎসবের মেজাজে আট থেকে আশি - CHRISTMAS NIGHT IN PARK STREET

শীতের সন্ধ্যা নামতে পার্ক স্ট্রিটের রাস্তায় জ্বলে উঠল রঙিন আলো ৷ বড়দিনের এই ঝলমলে পার্ক স্ট্রিটে সামিল হলেন বহু মানুষ ৷

Park Street Crowd on Christmas
আলো ঝলমলে পার্ক স্ট্রিটে মানুষের ভিড় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2024, 9:30 PM IST

Updated : Dec 25, 2024, 10:49 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর: পঁচিশে ডিসেম্বর দিনভর জনস্রোতের ঠিকানা ছিল চিড়িয়াখানা থেকে শুরু করে ইকোপার্ক, নিকোপার্ক, ভিক্টোরিয়া থেকে শুরু করে সেন্ট পলস ক্যাথিড্রাল ৷ কিন্তু আলো কমে আসতেই সন্ধ্যায় উৎসবমুখী জনতার একটাই ঠিকানা-পার্ক স্ট্রিট ৷ সর্বত্রই শুধু চোখে পড়ল উৎসবের মেজাজ ৷ আর বাঁধভাঙ্গা উচ্ছ্বাস ৷

আজ, বুধবার কলকাতার পার্ক স্ট্রিট, বা টাইম স্কয়ারের মধ্যে বিশেষ পার্থক্য খুঁজতে চাইলে তা করা মুশকিল ৷ কারণ উৎসবের এই বড়দিনের সবার একটাই চাহিদা, বছরের শেষে যতটা সম্ভব আনন্দ উপভোগ করে নেওয়া ৷ শহর থেকে শহরতলি বড়দিনের উন্মাদনায় সামিল হতে এদিন পার্কস্ট্রিটে এসেছেন বহু মানুষ ৷

বড়দিনের সন্ধ্যায় পার্ক স্ট্রিটে মানুষের ঢল (ইটিভি ভারত)

একেবারে যেন দুর্গাপুজোর ভিড় ৷ ফি বছরের মতো এবারও পার্ক স্ট্রিটের শুধুই মানুষের মাথা ৷ চলছে ঘোরাঘুরি, সঙ্গে দেদার খাওয়া-দাওয়া ৷ রাত যত বাড়ছে পার্ক স্ট্রিটে ভিড় ততই বেড়ে চলেছে ৷ যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সান্টার লাল-সাদা টুপির ছড়াছড়ি ৷ মাথায় সান্তা ক্লজের টুপি পরে 8 থেকে 80 সকলেই হাজির পার্ক স্ট্রিটের ঝলমলে রাস্তায় ৷ কারও কারও মাথায় আলো লাগানো ব্যান্ড ৷ মুখে বাঁশি, চোখে রঙিন চশমা পরে ছোটরাও মা-বাবার সঙ্গে এসেছেন এখানে ৷

ফুটপাতে থাকা একের পর এক রেস্তোরাঁয় চলছে বিকিকিনি ৷ শহরের নামী পানশালার বাইরে মানুষের জমায়েত চোখের পড়ার মতো ৷ কেক কেনার ব্যস্ততা রয়েছে পার্ক স্ট্রিটের প্রসিদ্ধ দোকান ফ্লুরিস-এ ৷ এই ভিড়ের কথা মাথায় রেখেই আজ পার্ক স্ট্রিট চত্বরে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে ৷ পার্কস্ট্রিট থেকে মল্লিকবাজারমুখী রাস্তা আজ শুধু হাঁটার জন্য নির্দিষ্ট করা হয়েছে ৷ পোশাকি নাম- ওয়াকিং স্ট্রিট। রাস্তার দু'ধারে পুলিশ ব্যারিকেড করে দিয়েছে ৷ মাঝে থাকছে প্রশস্ত প্যাসেজ ৷ সেখানে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ৷

রাস্তা পারাপারের সময় দড়ি দিয়ে ভিড় নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ ৷ বড়দিনের রাতে রাস্তায় ছিলেন খোদ কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা-সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা ৷ রাতে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন প্রায় দেড় হাজার পুলিশ কর্মী ৷ গোটা পার্ক স্ট্রিট জুড়ে প্রায় 7টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে ৷ এখান থেকেই চলছে নজরদারি ৷

বাংলাদেশের অশান্তির আবহে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হেভি রেডিয়ো ফ্ল্যাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম, সারমেয় বাহিনী রাখা হয়েছে ৷ এছাড়া বড়দিনের রাতে এলাকার একাধিক পার্ক এবং রেস্তোরাঁর সামনে কর্তব্যরত রয়েছেন কলকাতা পুলিশের উইনার্স বাহিনীর প্রমীলা বাহিনী ৷ মোটের উপর বড়দিনের রাত জনস্রোতে ভাসলেও পার্ক স্ট্রিটের সর্বত্র নিরাপত্তার কড়া চাদর ৷ সামান্য অসাবধানতার সুযোগ নিয়ে যেন বড় কোনও অঘটন ঘটে না যায় ।

Last Updated : Dec 25, 2024, 10:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details