কলকাতা, 25 ফেব্রুয়ারি: ল্যান্সডাউন প্লেস এবার থেকে প্রতুল মুখোপাধ্যায় সরণি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 21 ফেব্রুয়ারি এই ঘোষণা করেছিলেন। কলকাতা কর্পোরেশনকে প্রয়োজনীয় পদক্ষেপও নিতে বলেছিলেন। সেই অনুসারে মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন, সরকারি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। প্রতুল মুখোপাধ্যায় সরণি নামাঙ্কিত বোর্ড সেখানে বসানো হচ্ছে। পুরনিগমের রোড রিনেমিং কমিটি সরকারিভাবে নাম বদল করে দিয়েছে।
খ্যাতনামা সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় চলতি মাসে 15 তারিখ প্রয়াত হন। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। অতীতে একাধিকবার তিনি হাসপাতালে ভর্তিও ছিলেন ৷ সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখতে গিয়েছিলেন।
অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিম (ইটিভি ভারত) সঙ্গীতশিল্পীকে গান স্যালুট দিয়ে বিদায় জানানো হয়। মুখ্যমন্ত্রী সেদিনই ঘোষণা করেছিলেন প্রতুল মুখোপাধ্যায়কে সম্মান জানিয়ে তাঁর নামে কলকাতার বুকে রাস্তা হবে। সেই দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের উপর।
পুরসভার বাজেট অধিবেশন (ইটিভি ভারত) সোমবার অধিবেশনের মাঝেই এই ঘোষণা করেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম। তিনি জানিয়ে দেন ল্যান্সডাউন প্লেস এখন থেকে প্রতুল মুখোপাধ্যায় সরণি। এতে বিরোধী দল বাম, বিজেপি থেকে কংগ্রেস সকলেই সমর্থন জানায়। প্রতুল মুখোপাধ্যায়ের নামে সরণীতে খুশি বাংলার সঙ্গীতমহলও ৷
লোপামুদ্রা মিত্র (ইটিভি ভারত) - ইটিভি ভারতকে সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র বলেন, "প্রতুল দা'র নামে সরণি হওয়ায় আমি ভীষণ খুশি। আনন্দের খবর। আমিও আজ থেকেই স্বপ্ন দেখছি আমি মারা যাওয়ার পরেও আমার রাস্তাটা লোপামুদ্রা সরণি নামে পরিচিত হবে। যে কাজটা করছি, সেই কাজটা এমনভাবেই করে যেতে হবে। মানুষের ইন্সপিরেশন হয়ে উঠতে হবে।"
ইমন চক্রবর্তী (ইটিভি ভারত) - পাশাপাশি, গায়িকা ইমন চক্রবর্তী বলেন, "খুব ভালো একটা উদ্যোগ। এর জন্য আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই।"
- পটাবলেন, "প্রতুল দা যে ধরনের মানুষ ছিলেন এবং বাংলা ভাষা নিয়ে উনি যেভাবে কাজ করেছেন বা নিজের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাজেশন দিয়েছেন তা আমাদের কাছে মূল্যবান হয়ে থাকবে। পুরো সমাজের জন্য তাঁর বক্তব্য মূল্যবান। ওঁনার মতো মানুষকে হারানো আমাদের কাছে একটা বড় ক্ষতি। 21 ফেব্রুয়ারি (মাতৃভাষা দিবস) ওনার গান ছাড়া ভাবাই যায় না। এহেন একজন মানুষের নামে সরণি, এই উদ্যোগকে হৃদয় থেকে সমর্থন জানাই।"