কলকাতা, 16 নভেম্বর: কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষকে প্রাণে মারার চেষ্টা ৷ শুক্রবারের ওই ঘটনায় তদন্তে নেমেছে লালবাজার ৷ ইতিমধ্যেই এই ঘটনায় এক ট্যাক্সি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন লালবাজারের গোয়েন্দারা । পাশাপাশি মহম্মদ ইকবাল নামে যুবকেরও খোঁজ চালাচ্ছে লালবাজার । গোয়েন্দাদের অনুমান, অন্য কোনও ব্যক্তি নিজের নাম-পরিচয় গোপন রেখে নিজেকে মহম্মদ ইকবাল বলে অভিযুক্তদের কাছে পরিচয় দেয় । পরে বিহার থেকে আততায়ীদের কলকাতায় এনে বন্দর এলাকায় রেখেছিল সে।
এই ঘটনায় যুক্ত সন্দেহে এক ট্যাক্সি চালককে আটক করে পুলিশ । পরে তাকে গ্রেফতার করা হয়েছে ৷ তার ট্যাক্সিটিও বাজেয়াপ্ত করা হয়েছে । গুলি চলার ঘটনায় এই ট্যাক্সি চালক যুক্ত রয়েছে বলে দাবি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের । জানা গিয়েছে, কাউন্সিলরকে মারতে আসা দুই দুষ্কৃতীকে বন্দর এলাকায় রাখা হয়েছিল, খাওয়ানো হয়েছিল । মাঝেমধ্যেই কসবায় গিয়ে রেইকি করেছিল অভিযুক্তরা । বন্দর এলাকার যে জায়গায় তাদের রাখা হয়েছিল সেখানে গতকাল রাতেই গিয়েছিল কলকাতা পুলিশের গোয়েন্দারা । বেশ কয়েকজনকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন তারা।